Site icon Trickbd.com

[Trick] boot.img ফাইল রিপ্লেস করা ছাড়াই Custom Rom ফ্লাশ করুন। নির্ভেজাল পদ্ধতি by SR Suzon

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন।

গুগলে এই ট্রিক টা পাইলাম তাই শেয়ার করলাম। কেউ যদি আগে থেকে জেনে থাকেন তবে তাকে অভিনন্দন জানাই।

কিছু জরুরী কথা

★★ কাস্টম রম দেবার আগের ঝামেলা গুলো হচ্ছে পোর্ট করা, আনজিপ করা জিপ করা। RiadRox ভাইয়ের Port.zip দিয়ে পোর্ট করা থেকে অনেকাংশ মুক্তি পাওয়া যায়। বাকি রইল boot.img ফাইল রিপ্লেস।

★★ কেনই বা আর একটা ফাইল রিপ্লেস করার জন্য Zip, Unzip. চলুন এটা থেকেও আজ মুক্তি নেই।

যা যা লাগবে

১. স্টক রমের ব্যাকাপ।
২. কাস্টম রম।
৩. আর খুজে নিন আপনার রিকভারিতে কোথায় আছে Advance Restore.

চলুন শুরু করি

আমি ধরে নিলাম আপনি আপনার ফোনের জন্য একই চিপসেট আর একই বেজ ভার্সনের একটা পোর্ট না করা কাস্টম রম নিলেন। চলুন এটাকে কোন মোডিফাই না করেই আপনার ফোনে চালানোর উপযোগী করে তুলি।

** স্বাভাবিক ভাবে কাস্টম ফ্লাশ করুন। তারপর রিকভারির মেনু থেকে Backup Restore থেকে Advance Backup Restore যান। তারপর Advance Restore এ গিয়ে শুধু boot রিস্টোর করুন। তারপর আরামাসে ফোন বুট করুন।

আমি CTR ব্যবহার করি, আপনি যদি অন্য রিকভারি ব্যবহার করে তবে খুজুন কোথায় আছে Advance Backup Restore.

** আর পোর্ট থেকে মুক্তি পেতে RiadRox ভাই এর এই পোস্ট দেখুন।

** সব কাজ নিজ দায়িত্বে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।

যোগাযোগ এর দরকার হলেঃ

Facebook Profile