আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন।

গুগলে এই ট্রিক টা পাইলাম তাই শেয়ার করলাম। কেউ যদি আগে থেকে জেনে থাকেন তবে তাকে অভিনন্দন জানাই।

কিছু জরুরী কথা

★★ কাস্টম রম দেবার আগের ঝামেলা গুলো হচ্ছে পোর্ট করা, আনজিপ করা জিপ করা। RiadRox ভাইয়ের Port.zip দিয়ে পোর্ট করা থেকে অনেকাংশ মুক্তি পাওয়া যায়। বাকি রইল boot.img ফাইল রিপ্লেস।

★★ কেনই বা আর একটা ফাইল রিপ্লেস করার জন্য Zip, Unzip. চলুন এটা থেকেও আজ মুক্তি নেই।

যা যা লাগবে

১. স্টক রমের ব্যাকাপ।
২. কাস্টম রম।
৩. আর খুজে নিন আপনার রিকভারিতে কোথায় আছে Advance Restore.

চলুন শুরু করি

আমি ধরে নিলাম আপনি আপনার ফোনের জন্য একই চিপসেট আর একই বেজ ভার্সনের একটা পোর্ট না করা কাস্টম রম নিলেন। চলুন এটাকে কোন মোডিফাই না করেই আপনার ফোনে চালানোর উপযোগী করে তুলি।

** স্বাভাবিক ভাবে কাস্টম ফ্লাশ করুন। তারপর রিকভারির মেনু থেকে Backup Restore থেকে Advance Backup Restore যান। তারপর Advance Restore এ গিয়ে শুধু boot রিস্টোর করুন। তারপর আরামাসে ফোন বুট করুন।

আমি CTR ব্যবহার করি, আপনি যদি অন্য রিকভারি ব্যবহার করে তবে খুজুন কোথায় আছে Advance Backup Restore.

** আর পোর্ট থেকে মুক্তি পেতে RiadRox ভাই এর এই পোস্ট দেখুন।

** সব কাজ নিজ দায়িত্বে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।

যোগাযোগ এর দরকার হলেঃ

Facebook Profile

19 thoughts on "[Trick] boot.img ফাইল রিপ্লেস করা ছাড়াই Custom Rom ফ্লাশ করুন। নির্ভেজাল পদ্ধতি by SR Suzon"

  1. akash chandra paul Contributor says:
    ভাই এসব পোস্ট না দিএ প্লিজ ফ্রি নেট পোস্ট দেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ।। red/
  2. mostak Contributor says:
    vai daba khela kivabe kela hoi erokom kono post thakle den plz plz plz plz plz plz plz
  3. yasir210 Contributor says:
    Keu free net de re futor hoia gelam …….
    Trick bd te asha sudu matro free net tips r jonno
    1. akash chandra paul Contributor says:
      yasir210 ভাইয়া
      আপ্নার মত ই আমি ফ্রি নেট এর জন্য ট্রিক বিডি তে আসি
    2. DH SAJIB 2 Contributor says:
      I am too….????
  4. Ibrahim Contributor says:
    ধন্যবাদ
  5. akash chandra paul Contributor says:
    gp তে আবার ফ্রি নেট চলছে pisiphone দিএ
    1. yasir210 Contributor says:
      Server adress ta den
    2. akash chandra paul Contributor says:
      ভাই সারবার দিএ কি হবে এটা ত গরুর গাড়ি থেকেও slow red
  6. ar imam sk Contributor says:
    keu akjon Android app banano nia tutorial banao ami app banano shikhte cai….😞😞😞😞
  7. sumit Contributor says:
    vai help me..
    there was a problem with google servers …dekhai..
    gmail account add korte parsi na.
    ar phon o rctry data rest disi tar por o kaj hoi na kew janle aktu help koren???
  8. nathpcn Contributor says:
    vai aikana to boot lika asa na. amar backup naya file asa sodo
  9. Riadrox Legend Author says:
    ভালোই বলেছেন, আমিও আগে এরকম করতাম। তবে একটা এক্সপেরিয়েন্স শুনুন, একবার কাস্টম রম ইনস্টল দেই এই ভেবে যে, রিকভারি থেকে স্টক রমের বুট টা ইনস্টল দিব। রমটা ইনস্টল দেওয়ার পর ৯০% এ ফোন স্ক্রিন কালো হলো,তারপর কালো হয়েই থাকল। এটা হার্ড ব্রিক। দুইদিন ফোন খালি পড়ে ছিল, হার্ড ব্রিক তখন জানতাম না।
  10. Riadrox Legend Author says:
    আর আপনার দেওয়া পোস্টটি কাজে লাগবে আমার দেওয়া সকল রমগুলোতে। আমি বেছে বেছে রম না শেয়ার করলে আপনি যে কাজ করেন তাহলে আপনার ফোনও হার্ড ব্রিক হতো। সবাইকে বলব, বুট ইমেজ রিপ্লেস করাটা আমি কম সাধে দেয়নি, চাইলে নাও দিতে পারতাম, তার বদলে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি।তাহলে বুঝুন ব্যাপারটার গুরুত্ব। আপনারা সবাই নিজ রিস্কে এ কাজগুলো করবেন। ধন্যবাদ।
    1. SR Suzon Author Post Creator says:
      হুম। এন্ড থ্যানক্স। আমি miui 7 চালাই যেটায় বুট পোর্ট করতে হয়েছে। এই পদ্ধতি কাজ করে নি। তবে সাধারন রমের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করে।।।
  11. Mushfiqur Rahman Taufiq Contributor says:
    Vai symphoni p6 a otg support korabo kivabe?
    Plz bolen…
  12. minus zero Contributor says:
    Just aawesome, thanks.
  13. Shaon Author says:
    Dude Amar LAVA_iris_505_GP_S106_2016705 ar custom rom lagba… {Requested}

Leave a Reply