সবাই কে আমার সালাম, ” আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?
চলুন মুল পোস্ট এ যাই।
Cross Port কি
★★কাস্টম রম ক্রস পোর্ট হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি এক চিপসেটের রম অন্য চিপসেটে চালাতে পারবেন। তবে এর জন্য কিছু মিল খুজতে হবে। যেমন এন্ড্রয়েড ভার্সন।
★★এর মাধ্যমে আপনি mt65xx – mt65xx রম পোর্ট করতে পারবেন। যেমন mt6582 এর রম mt6572 এ চালাতে পারবেন।
আমি চালাই।
★★ সকল মিডিয়াটেক ডিভাইস এর ক্ষেত্রে প্রযোজ্য।
32 bit ARM
কি কি মিল দেখে ক্রস পোর্ট করতে হবে?
১। এন্ড্রয়েড ভার্সন একই হতে হবে।
যেমন 4.4.2 – 4.4.2
২। কার্নেল ভার্সন একই হতে হবে।
যেমন, 3.4.67 – 3.4.67
কেন ক্রস পোর্ট করবেন?
★★অনেক ইউজার আছেন যারা নিজের চিপসেটের জন্য সব রমই ট্রাই করছেন, তারাই অন্য চিপসেটের রম নিজের ফোনে ট্রাই করতে পারবে।
★★ নিজের চিপসেটের জন্য রম কম থাকলেও এই পদ্ধতিতে অনেক রম ব্যবহার করতে পারবেন। যেমন mt6572 4.4.2 ইউজার রা।
★★ একটা মন মত রম খুজে পেলেও চিপসেট ভার্সন আলাদা??? এই পদ্ধতি সমাধান দিবে।
কিভাবে করব?
হ্যা, আপনি যদি ক্রস পোর্ট করতে চান, তবে রম নিয়ে ভাল ধারনা থাকা আবশ্যক। দুই তিনটা রম পোর্ট করার অভিজ্ঞতা তো লাগবেই।
আর আমার নেক্সট পোস্ট এ দেব কিভাবে ক্রস পোর্ট করবেন।
রুটের কাজ সব নিজ দায়িত্বে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।