সবাই কেমন আছেন

আশা করি ভালই। পোস্ট টি মনে হয় একটু দেরিতেই হয়ে গেল। তবুও চলুন শুরু করি।

অবশ্যই আগের পোস্ট দেখে এই পোস্ট এর কাজ করবেন।

১ম পর্ব

যা যা লাগবে

** কপি পেস্ট স্কিপ রিপ্লেস করার জন্য যা লাগে আরকি। তাছাড়া জিপ করার প্রয়োজনীয় টুল। আর কিছু সময়।

** তাছাড়া স্টক রম আর পোর্ট করার রম তো লাগবেই।

কাজের ধাপঃ

মোট নয়টি ধাপে কাজ শেষ হবে। প্রত্যেকটি ধাপ ভাল ভাবে বুঝে করবেন।

1. স্টক রম আর পোর্ট করার জন্য রম দুটি আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

2. এবার স্টক রম থেকে App,fonts, framwork, priv app, media, res, build.prop ডিলিট করে দিন। মনে রাখবেন স্টক রম থেকে। প্রয়োজনে স্টক রমের আর একটা কপি করে রাখুন।

3. পোর্ট রম থেকে App,fonts, framwork, priv app, media, res, build.prop কপি করে স্টকে নিয়ে আসুন।

4. পোর্ট রমের bin ফোল্ডার থেকে factory, installd, servicemanager কপি করে স্টক রমে পেস্ট রিপ্লেস করে দিন।

5. এবার পোর্ট রমের bin ফোল্ডারের সকল ফাইল কপি করে স্টক রমের একইই ডিরেক্টরি তে পেস্ট করুন এবং Skip existing file করুন, যাতে শুধু মাত্র নতুন ফাইল গুলো এড হয়।

6. পোর্ট রমের lib ফোল্ডার থেকে andoidfw, androidservers, androiruntime, libart, artcompiler,art dissemler, blutooth_jni, fmjni, cmtraces, cm glesv1, cmgles v2, libdvm, libmedia, libmedia_jni, jniinputIME, hwm, hui, javacore, javacrypto, webap, webviewchromium, webrtc_audio_
preprocessing, wechromium_plat_support ফাইল গুলো কপি করে স্টক রমে পেস্ট রিপ্লেস করুন।

7. এবার স্টেপ ৫ এর মত পোর্ট রমের lib ফোল্ডার এর সকল ফাইল কপি পেস্ট করে স্টক এ নিয়ে যান। আর রিপ্লেস না করে স্কিপ করুন।

8. আবারো স্টেপ ৫ এর মত নিচের ফোল্ডার গুলো পোর্ট থেকে স্টকে কপি পেস্ট স্কিপ করুন।

etc ,
etc/permission,
lib/hw,
vendor,
xbin.

9. build.prop এর নিচের অপশন গুলো এডিট করুন।

rotation & density (স্টক অনুযায়ী)
MT65xx (স্টক অনুযায়ী)
wlan and consys=65xx (স্টক অনুযায়ী)
এবার জিপ করে ফ্লাশ দিন।

Flashable স্টক রম না থাকলে

পোর্ট রমের system ফোল্ডার ডিলিট করে দিন। এবার স্টক রমের ( যেটায় কপি পেস্ট করলেন) system ফোল্ডার সেখানে কপি করে দিন। updater script এ মাউন্ট পয়েন্ট চেঞ্জ করে দিন।

*** আর অবশ্যই স্টক boot.img ব্যবহার করবেন।

এবার জিপ করে ফ্লাশ করুন।

##### এটা এডভান্স লেভেলের কাজ। দেখে শুনে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী নই। #####

যোগাযোগের দরকার হলেঃ

My Facebook Profile

25 thoughts on "[Custom Rom] Cross Porting. কি, কেন, ও কিভাবে করবো? পর্ব – ২ (শেষ পর্ব)। by SR Suzon"

    1. Avatar photo SR Suzon Author Post Creator says:
      tnx
  1. Rayhan Uddin Aryan Contributor says:
    এডমিন ভাই আমার পোষ্ট গুলা দেখুন।।ভালো লাগলে টিউনার করবেন।।ভালো না লাগলে টিউনার করিয়েন নাা!
  2. Raziur Rahaman Author says:
    মাউন্ট পয়েন্ট চেঞ্জ করবো কিভাব…??? আর আমার ফোনের যে কত তা কিভাবে জানবো,,,??? একি Chipset এর রোম পোর্ট করতে হলে কি এটা Change করতে হবে,,??
    একটু বলুন…. Plz
  3. Avatar photo Jakariya Islam Author says:
    কিছু লিখলে বুঝার উপযোগী করে লিখতে হয়। যাতে সবাই বুঝতে পারে।আর আপনি যা লিখলেন তাতে মনে হয় আপনি নিজেই বুঝবেন না।

    Thanks কষ্ট করে লিখার জন্য

    1. Avatar photo SR Suzon Author Post Creator says:
      ভাই একটু দ্রুত লিখছি। কোথায় বুজেন নাই
    2. Avatar photo Jakariya Islam Author says:
      ৩ নাম্বার edit করেন
  4. Avatar photo Tulip Contributor says:
    Mt6580 lollipop rom ki cross port e mt6580 marshmallow te cholbe??
  5. Avatar photo Atikur Rahman Contributor says:
    Rana or Shadin vai amake tuner banan plz.ami onek balo balo koyekta post korsi r agamite o balo balo post korar try korbo
  6. Avatar photo Rj Rakib Contributor says:
    ভাই আমার ৬৫৯২!
  7. Avatar photo Arman Contributor says:
    nice post
    1. Avatar photo SR Suzon Author Post Creator says:
      tnx
  8. Avatar photo akash chandra paul Contributor says:
    symphony e78 রম দেন প্লিজ প্লিজ
    প্লিজ
  9. Avatar photo Ahad Author says:
    Thanks! এই টাই খুজছিলাম এতোদিন!! 🙂
    1. Avatar photo SR Suzon Author Post Creator says:
      আপনাকে ও ধন্যবাদ
  10. mahdi.7 Contributor says:
    Stock ROM k custom ROM bananor kono system ase?
    1. mahdi.7 Contributor says:
      ???
  11. Avatar photo Fardin Ahsan Emon Contributor says:
    Mtk6580 te ki port korte parbo kina…….mtk6582 theke ….janale valo hoy.

    Nice post…

    1. Avatar photo SR Suzon Author Post Creator says:
      hmm. tobe Android version r karnel version ek hote hobe
    2. Avatar photo Fardin Ahsan Emon Contributor says:
      Thanks for reply
  12. mahdi.7 Contributor says:
    Kernel port kora Jay?
  13. Avatar photo shimol Contributor says:
    ভাই windows 7 দিয়ে কি মোবাইল ফ্লাশ দেওয়া যাই..
  14. Maxtan Contributor says:
    ভাই কি যে লিখছেন অনেক মানুষ ভিডিও দিয়া বুঝে না। আর আপনি পোষ্ট করছেন কিছু স্কিন সট দিবেন তো। আর ছবি দিলে ভালো হয়
  15. Mahbuburrahman Contributor says:
    Stock or port ROM e to ei folder gulo nai
    cmtraces, cm glesv1, cmgles v2

Leave a Reply