সবাই কেমন আছেন
আশা করি ভালই। পোস্ট টি মনে হয় একটু দেরিতেই হয়ে গেল। তবুও চলুন শুরু করি।
অবশ্যই আগের পোস্ট দেখে এই পোস্ট এর কাজ করবেন।
যা যা লাগবে
** কপি পেস্ট স্কিপ রিপ্লেস করার জন্য যা লাগে আরকি। তাছাড়া জিপ করার প্রয়োজনীয় টুল। আর কিছু সময়।
** তাছাড়া স্টক রম আর পোর্ট করার রম তো লাগবেই।
কাজের ধাপঃ
মোট নয়টি ধাপে কাজ শেষ হবে। প্রত্যেকটি ধাপ ভাল ভাবে বুঝে করবেন।
1. স্টক রম আর পোর্ট করার জন্য রম দুটি আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
2. এবার স্টক রম থেকে App,fonts, framwork, priv app, media, res, build.prop ডিলিট করে দিন। মনে রাখবেন স্টক রম থেকে। প্রয়োজনে স্টক রমের আর একটা কপি করে রাখুন।
3. পোর্ট রম থেকে App,fonts, framwork, priv app, media, res, build.prop কপি করে স্টকে নিয়ে আসুন।
4. পোর্ট রমের bin ফোল্ডার থেকে factory, installd, servicemanager কপি করে স্টক রমে পেস্ট রিপ্লেস করে দিন।
5. এবার পোর্ট রমের bin ফোল্ডারের সকল ফাইল কপি করে স্টক রমের একইই ডিরেক্টরি তে পেস্ট করুন এবং Skip existing file করুন, যাতে শুধু মাত্র নতুন ফাইল গুলো এড হয়।
6. পোর্ট রমের lib ফোল্ডার থেকে andoidfw, androidservers, androiruntime, libart, artcompiler,art dissemler, blutooth_jni, fmjni, cmtraces, cm glesv1, cmgles v2, libdvm, libmedia, libmedia_jni, jniinputIME, hwm, hui, javacore, javacrypto, webap, webviewchromium, webrtc_audio_
preprocessing, wechromium_plat_support ফাইল গুলো কপি করে স্টক রমে পেস্ট রিপ্লেস করুন।
7. এবার স্টেপ ৫ এর মত পোর্ট রমের lib ফোল্ডার এর সকল ফাইল কপি পেস্ট করে স্টক এ নিয়ে যান। আর রিপ্লেস না করে স্কিপ করুন।
8. আবারো স্টেপ ৫ এর মত নিচের ফোল্ডার গুলো পোর্ট থেকে স্টকে কপি পেস্ট স্কিপ করুন।
etc ,
etc/permission,
lib/hw,
vendor,
xbin.
9. build.prop এর নিচের অপশন গুলো এডিট করুন।
rotation & density (স্টক অনুযায়ী)
MT65xx (স্টক অনুযায়ী)
wlan and consys=65xx (স্টক অনুযায়ী)
এবার জিপ করে ফ্লাশ দিন।
Flashable স্টক রম না থাকলে
পোর্ট রমের system ফোল্ডার ডিলিট করে দিন। এবার স্টক রমের ( যেটায় কপি পেস্ট করলেন) system ফোল্ডার সেখানে কপি করে দিন। updater script এ মাউন্ট পয়েন্ট চেঞ্জ করে দিন।
*** আর অবশ্যই স্টক boot.img ব্যবহার করবেন।
এবার জিপ করে ফ্লাশ করুন।
##### এটা এডভান্স লেভেলের কাজ। দেখে শুনে করবেন। আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী নই। #####