Site icon Trickbd.com

[Mt6572][TWRP][Kitkat][4.4.2] নিন Latest TWRP Recovery v3.1.1 (BugFree) + সকল Rooted Kitkat ফোনে ইনস্টল করার উপায়।

Unnamed

## ট্রিকবিডির সবাইকে সালাম।

## খুব খারাপ আর বেমানান লাগছে পোস্টের টাইটেলটা দেখে। আগের প্রত্যেকটা পোস্ট (প্রায় ২০০টার) মত পোস্ট এর – by Riadrox লেখাটি আছে।

## কিন্তু Rule is Rule. নিয়ম তো মানতেই হবে। তবুও কেন কথাটি বললাম শুনুন।

## ট্রিকবিডিতে গত কয়েকদিনে ৩টি পোস্ট দিয়েছি। প্রথম পোস্টে সবাই ধারণা করে নিয়েছে আমি এখন থেকে একটিভ থাকব। অনেকে আবার শুধু আমার পোস্টের জন্য ট্রিকবিডি ভিসিট করে।

## কিন্তু তারা পোস্ট টাইটেলে -by Riadrox না পেয়ে আমার পোস্ট দেখতে পায় নি এবং ফেবুতে মেসেজও দিয়েছে ” খালি একটা পোস্ট দিয়েই উধাও হলেন যে।”

## এদিকে আমি অলরেডি ৩টি পোস্ট দিয়েছি। আপনারাই বলুন এখন আমার কি করার আছে। এজন্য গত পোস্টে View ও অনেক কম পড়েছে।

## সে যাই হোক। এখন আপনাদের পোস্ট টাইটেলেই বুঝে নিতে হবে কোনটি আমার পোস্ট।

####
আজ আমি No 1# Recovery (TWRP) এর লেটেস্ট ভার্সন শেয়ার করব। কিন্তু তার আগে,

TWRP কি?

## এটি একটি কাস্টম রিকভারি। আপনার ফোনের Stock অথবা CWM রিকভারির পরিবর্তে একটি Advanced & Modern Custom Recovery With so many Features!

এটি ব্যবহারে সুবিধা কি?

## আগেই বলে রাখি, Mt6572 চিপসেট ফোনে কিছু মাস আগেই Latest TWRP ব্যবহার করা যেত না। কারণ লেটেস্ট TWRP এর সাইজ ছিল 7mb+। কিন্তু Mt6572 সাপোর্ট করত Highest 6mb, তাই এটি একটি আনন্দের সংবাদ যে এখন আমরা ব্যবহার করতে পারব।

## এটিতে CWM/Philz এর চেয়ে অনেক বেশি সুবিধা পাবেন। কাস্টম থিম ব্যবহার করতে পারবেন।

সাথে আরও থাকছে,

** Superfast ntfs Wipe System (দ্রুত System/data/cache/dalvik cache Wipe/Format)

** Compress BackUp Upto 45% (ব্যাকআপ ফাইলগুলোর সাইজ ছোট করবে Compress এর মাধ্যমে) – Better Than Philz

** Manual Img Flash ( Zip ফাইল ইনস্টলের পাশাপাশি আপনি Sdcard এ রাখা Img ফাইলও ইনস্টল করতে পারবেন।)

** Built In FileManager (পাবেন Built in Filemanger – No Aroma Needed!)

** TWRP Custom Theme, Partition Fixer, Terminal Emulator, Handy Log, Reboot Recovery, Multiple Zip File installation, Passeword Protected Backup & Restore, & Many more,,

ScreenShots

যেভাবে ইনস্টল করবেন?

## আপনার ফোন এর Configuration Mt6572 Kitkat আর Kernel 3.4.67 হলেই উপোরোক্ত TwRP ইউস করতে পারবেন।

## প্রথমে Latest TWRP recovery টি ডাউনলোড করতে হবে।

DownladTWRP Recovery img Latest

## তারপর আপনার স্টক রিকভারি থেকে kernel/z-image ফাইলটি, ডাউনলোড করা Twrp এর kernel/z-image এর সাথে রিপ্লেস করতে হবে।

## এর জন্য আপনাকে Recovery.img ফাইল Repack বা Unpack করা জানতে হবে।

## আপনি চাইলে Boot img এর মত করেও Recovery img এক্সট্রাক্ট করতে পারেন।

see -this post for tutorial

## Repack শেষ হলে যে New Recovery ফাইলটি পাবেন তা Mobile Uncle Toolbox অথবা Flashr দিয়ে ইনস্টল করতে পারবেন।

see – this post for tutorial

## অবশ্যই আপনার আগের রিকভারি ফাইল ব্যাকআপ রাখবেন।

##★ Basic ##★

## ফোন এর Configuration দেখতে Cpuz Pro Mod Apk এপ ইউস করুন।


================================================

ধন্যবাদ

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ