## ট্রিকবিডির সবাইকে সালাম।
## খুব খারাপ আর বেমানান লাগছে পোস্টের টাইটেলটা দেখে। আগের প্রত্যেকটা পোস্ট (প্রায় ২০০টার) মত পোস্ট এর – by Riadrox লেখাটি আছে।
## কিন্তু Rule is Rule. নিয়ম তো মানতেই হবে। তবুও কেন কথাটি বললাম শুনুন।
## ট্রিকবিডিতে গত কয়েকদিনে ৩টি পোস্ট দিয়েছি। প্রথম পোস্টে সবাই ধারণা করে নিয়েছে আমি এখন থেকে একটিভ থাকব। অনেকে আবার শুধু আমার পোস্টের জন্য ট্রিকবিডি ভিসিট করে।
## কিন্তু তারা পোস্ট টাইটেলে -by Riadrox না পেয়ে আমার পোস্ট দেখতে পায় নি এবং ফেবুতে মেসেজও দিয়েছে ” খালি একটা পোস্ট দিয়েই উধাও হলেন যে।”
## এদিকে আমি অলরেডি ৩টি পোস্ট দিয়েছি। আপনারাই বলুন এখন আমার কি করার আছে। এজন্য গত পোস্টে View ও অনেক কম পড়েছে।
## সে যাই হোক। এখন আপনাদের পোস্ট টাইটেলেই বুঝে নিতে হবে কোনটি আমার পোস্ট।
####
আজ আমি No 1# Recovery (TWRP) এর লেটেস্ট ভার্সন শেয়ার করব। কিন্তু তার আগে,
TWRP কি?
## এটি একটি কাস্টম রিকভারি। আপনার ফোনের Stock অথবা CWM রিকভারির পরিবর্তে একটি Advanced & Modern Custom Recovery With so many Features!
এটি ব্যবহারে সুবিধা কি?
## আগেই বলে রাখি, Mt6572 চিপসেট ফোনে কিছু মাস আগেই Latest TWRP ব্যবহার করা যেত না। কারণ লেটেস্ট TWRP এর সাইজ ছিল 7mb+। কিন্তু Mt6572 সাপোর্ট করত Highest 6mb, তাই এটি একটি আনন্দের সংবাদ যে এখন আমরা ব্যবহার করতে পারব।
## এটিতে CWM/Philz এর চেয়ে অনেক বেশি সুবিধা পাবেন। কাস্টম থিম ব্যবহার করতে পারবেন।
সাথে আরও থাকছে,
** Superfast ntfs Wipe System (দ্রুত System/data/cache/dalvik cache Wipe/Format)
** Compress BackUp Upto 45% (ব্যাকআপ ফাইলগুলোর সাইজ ছোট করবে Compress এর মাধ্যমে) – Better Than Philz
** Manual Img Flash ( Zip ফাইল ইনস্টলের পাশাপাশি আপনি Sdcard এ রাখা Img ফাইলও ইনস্টল করতে পারবেন।)
** Built In FileManager (পাবেন Built in Filemanger – No Aroma Needed!)
** TWRP Custom Theme, Partition Fixer, Terminal Emulator, Handy Log, Reboot Recovery, Multiple Zip File installation, Passeword Protected Backup & Restore, & Many more,,
ScreenShots
যেভাবে ইনস্টল করবেন?
## আপনার ফোন এর Configuration Mt6572 Kitkat আর Kernel 3.4.67 হলেই উপোরোক্ত TwRP ইউস করতে পারবেন।
## প্রথমে Latest TWRP recovery টি ডাউনলোড করতে হবে।
Downlad – TWRP Recovery img Latest
## তারপর আপনার স্টক রিকভারি থেকে kernel/z-image ফাইলটি, ডাউনলোড করা Twrp এর kernel/z-image এর সাথে রিপ্লেস করতে হবে।
## এর জন্য আপনাকে Recovery.img ফাইল Repack বা Unpack করা জানতে হবে।
## আপনি চাইলে Boot img এর মত করেও Recovery img এক্সট্রাক্ট করতে পারেন।
## Repack শেষ হলে যে New Recovery ফাইলটি পাবেন তা Mobile Uncle Toolbox অথবা Flashr দিয়ে ইনস্টল করতে পারবেন।
see – this post for tutorial
## অবশ্যই আপনার আগের রিকভারি ফাইল ব্যাকআপ রাখবেন।
##★ Basic ##★
## ফোন এর Configuration দেখতে Cpuz Pro Mod Apk এপ ইউস করুন।
================================================
ধন্যবাদ
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ
Jai hok Ki vaba apnar moto Android master hota pare খুঁটিনাটি সব জেন পারি।
By the way apni Nexos romta use korte paren.
তো ভাই আমার জন্য কোন ভারশনের কাষ্টম রম টা ভালো হবে যদি বলতেন ভাই,,
apnar fb address ta din plizz
version 4.4.2 Ami ki eai recovery ta use korte parbo pls jajaben #RiadRox bhai….
r lolipop e ei backup hoben??
android ver 7.0
plz help riad rox bro
এরআগেও একবার আপনি দিছিলেন।
ram:2gb
rom:16gb
cipset:mtk6580
kernal:3.10.70
….stock hoilaw hobo..bt bug vihin hoite hobe…
parle plz bolben…onk prblam kortace amr stock rom ta…aita ki abr stock marle thik hobe…??
symphony Xplorer ZV
mt6592
4.4.2
তাহলে আমি কি এই কাজ করতে পারবো?
প্লিজ জানান ভাই,,
Thik moto Twrp flash disi..sob thik ase but Custom rom flash diye .isnstall howar por
/syestem error ase
phn brik hoy …..
system .data wipe kortam jar karone kaj korto na..akhn ai 2ta bad diye install dei..akhn thik ase..tnx bro…
Mt6572 Kitkat
kernel:3.4.67 chipset এর কোন ভাল রোম আছে? থাকলে লিংক দেন না ভাই।
CM এর রোম থাক্লেও দেন না প্লিজ।☺
Recovery Install kora jabe?????
Bro….
Ami recovery ta install dici
Akhon recovery mode a touch a kaj kore na
Please fix koren…