Site icon Trickbd.com

এবার খুব সহজেই আপনার স্টক রমকে deodex রম এ কনর্ভাট করুন।[Root required][Without PC]

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের জন্য নিয়ে এলাম স্টক রমকে deodex করার সহজ পদ্ধতি।এর মাধ্যমে আপনারা পিসি ছাড়া রম deodex করতে পারবেন।যারা কাস্টম নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই দরকারি।এর জন্য একটি এপস প্রয়োজন। নিচে এর লিংক দেওয়া হল।

Download Apk

এপস টি ডাউনলোড করে নিচের স্টেপ গুলো ফলো করুন:

 Step 1

প্রথমে আপনার রমের odex state  চেক করুন। [ With ES file manager ]

Step 2

এখন ডিভাইস অপশনের সিস্টেম এপস গুলো দেখুন।এখানে আপনি  odex ফাইল গুলো দেখতে পারবেন।

Step 3

এখন 3C tool box open করুন।এবং yes দিন।

Step 4

রুট পারমিশন দিন

Step 5

এখন আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন।একে স্ক্রল করুন।

Step 6

এখন  system manager অপশন এ ক্লিক করুন।

Step 7

এখন নিচের পেজের মতো de(odex) ROM এ ক্লিক করুন।

Step 8

নিচের মতো করে সেটিংস করে নিন।

Step 9

এখন যে পপ আপ অপশন দেখেছন তাতে  ok করে দিন।

Step 10

এরপর আপনার deodex পোগ্রাম চালু হবে।

Step 11

এরপর নিচের মতো আসলে Reboot  এ ক্লিক করুন।এখন আপনার রমটি সফল ভাবে deodex হয়েছে।

Step 12

এখন আপনার deodex rom এর ES file manager এর মাধ্যমে state চেক করুন।


এতক্ষন ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।এই পোস্টটি সর্ম্পূন নিজের লেখা।তাই কপি-পেস্ট হতে বিরত থাকবেন।অন্য কোথাও পোস্ট করার আগে অনুমতি নিয়ে নিবেন এবং ক্রেডিট দিবেন।