আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের জন্য নিয়ে এলাম স্টক রমকে deodex করার সহজ পদ্ধতি।এর মাধ্যমে আপনারা পিসি ছাড়া রম deodex করতে পারবেন।যারা কাস্টম নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই দরকারি।এর জন্য একটি এপস প্রয়োজন। নিচে এর লিংক দেওয়া হল।

Download Apk

এপস টি ডাউনলোড করে নিচের স্টেপ গুলো ফলো করুন:

 Step 1

প্রথমে আপনার রমের odex state  চেক করুন। [ With ES file manager ]

Step 2

এখন ডিভাইস অপশনের সিস্টেম এপস গুলো দেখুন।এখানে আপনি  odex ফাইল গুলো দেখতে পারবেন।

Step 3

এখন 3C tool box open করুন।এবং yes দিন।

Step 4

রুট পারমিশন দিন

Step 5

এখন আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন।একে স্ক্রল করুন।

Step 6

এখন  system manager অপশন এ ক্লিক করুন।

Step 7

এখন নিচের পেজের মতো de(odex) ROM এ ক্লিক করুন।

Step 8

নিচের মতো করে সেটিংস করে নিন।

Step 9

এখন যে পপ আপ অপশন দেখেছন তাতে  ok করে দিন।

Step 10

এরপর আপনার deodex পোগ্রাম চালু হবে।

Step 11

এরপর নিচের মতো আসলে Reboot  এ ক্লিক করুন।এখন আপনার রমটি সফল ভাবে deodex হয়েছে।

Step 12

এখন আপনার deodex rom এর ES file manager এর মাধ্যমে state চেক করুন।


এতক্ষন ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।এই পোস্টটি সর্ম্পূন নিজের লেখা।তাই কপি-পেস্ট হতে বিরত থাকবেন।অন্য কোথাও পোস্ট করার আগে অনুমতি নিয়ে নিবেন এবং ক্রেডিট দিবেন।

17 thoughts on "এবার খুব সহজেই আপনার স্টক রমকে deodex রম এ কনর্ভাট করুন।[Root required][Without PC]"

  1. MD:Samiul Contributor says:
    nice post bro….
  2. akashmd01 Contributor says:
    ete shubidha ki?
  3. AshfaqUzzaman Author Post Creator says:
    কিছু ফোনে কাস্টম রম সরাসরি দেয়া যায় না। স্টক রম deodex করে দেওয়া লাগে। তখন এটি প্রয়োজন হয়।যেমন, Samsung Galaxy Core 2.
  4. ইমরুজ Legend Author says:
    ভাইয়া,
    ভালোই লিখেছেন।
  5. Jahangirbd Contributor says:
    Sob root phone hobe
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      হবে ভাইয়া।
  6. Md. Alamin Author says:
    ব্রিক করার ভয় নাই তো! আর এটা করার জন্য কত এমবি দরকার।
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      শুধু এপসটি ডাউনলোডের জন্য ১০-১৫ এমবি লাগবে।
  7. minus zero Contributor says:
    deodex এর সুবিধা কি?
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      উপরের কমেন্ট দেখুন
  8. 444mdzahid Contributor says:
    ভাই আমি আমার হুয়াওয়ে ফোনের ডিফল্ট নোটপ্যাডটা আনইন্সটল করার চেষ্টা করেছিলাম। এতে আমার নোটপ্যাডটি চলছিলনা। অনেক চেষ্টা করেও, এ্যাপটি ওপেন হয় না। কিন্তু এখন ডায়ালার থেকে এবং নোটবুক উইডগেট থেকে চালাতে সক্ষম হয়েছুি।কিন্তু আমি চাচ্ছি সরাসরি ব্যবহার করতে।প্লিজ ভাই হেল্প করুন।
  9. 444mdzahid Contributor says:
    ভাই আমি আমার হুয়াওয়ে ফোনের ডিফল্ট নোটপ্যাডটা আনইন্সটল করার চেষ্টা করেছিলাম। এতে আমার নোটপ্যাডটি চলছিলনা। অনেক চেষ্টা করেও, এ্যাপটি ওপেন হয় না। কিন্তু এখন ডায়ালার থেকে এবং নোটবুক উইডগেট থেকে চালাতে সক্ষম হয়েছুি।কিন্তু আমি চাচ্ছি সরাসরি ব্যবহার করতে।প্লিজ ভাই হেল্প করুন।
  10. minus zero Contributor says:
    আমি জানতে চেয়েছি করলে সুবিধা কি পাওয়া যায়,, কেন করা হয় সেটা তো বুঝলাম।
  11. Sumon80 Contributor says:
    শুধু MTK চিপসেট ফোন এর জন্য? নাকি গ্লোবাল্ল্যি যে কোন চিপসেট এর ফোন এএ ইউসাবল?
  12. Junayed Reza Contributor says:
    odex vs deodex
    kon ta best??
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      কাস্টম রম ইউজ করলে deodex ভাল।

Leave a Reply