Site icon Trickbd.com

[Solution][TWRP] কাস্টম রম ফ্লাশের সময় TWRP রিকভারির সকল Error: 7 + Error: 6 ও No Os Installed! ইত্যাদি সমস্যার সমাধান।

Unnamed

আমরা অনেকেই কাস্টম রম ফ্লাস করার সময় বহুল পরিচিত TWRP কাস্টম রিকভারি ব্যবহার করে থাকি। তবে, কিছু কিছু কাস্টম রম জিপ ইনস্টলের সময় কোনো না কোনো সমস্যার কারণে Error দেখায়। অনেকেই এর সঠিক সমাধান জানিনা তাই বলি, যাহ্ সব এমবি মাটি হয়ে গেল।

## কিন্তু খুব সহজেই এসকল সমস্যার সমাধান সম্ভব এবং আজ আমার পোর্সোনাল এক্সপেরিয়েন্সের TWRP নিয়ে সকল সমস্যা ও তার সমাধান তুলে ধরতে যাচ্ছি।

১) Updater process ended with error: 7 (This Package is for device…..)


## এর মানে এই প্যাকেজটি বা রমটি আপনার ডিভাইসের জন্য নয়। এই সমস্যাটি দেখা দেয় চিপসেট বেইজড্ রম ইনস্টল করার সময়। কারণ আপনি একই চিপসেটের অন্য ফোনের রম আপনার ফোনে ইনস্টল দিচ্ছেন।

## এসব রমকে ডেভলপাররা Assert রম বা Assert প্যাকেজ বলেন। যা শুধু নির্দিষ্ট ডিভাইসে ব্যবহারের জন্য সিকিউরিটি হিসেবে দেওয়া হয়।

সমাধান – একঃ Rom Zip এর Meta-Inf/com/google/android/updater-script নামক ফাইল যেকোনো টেক্সট ইডিটর দিয়ে ওপেন করুন। উদাহরণঃ

লক্ষ্য করুন এখানে assert এরপর দুইটা ফাংশন দেওয়া, ro.build.product এবং ro.product.device (এখানে দুটার জায়গায় একটা বা তিনটাও থাকতে পারে)
এই দুটি কমান্ড লাইন আপনার ডিভাইসের সাথে ম্যাচ করাতে হবে এইটুকুই। কিন্তু কোথায় পাবেন এসব তথ্য?

— 1. যখন Error দেখায় তখন বলে দেয় যে আমার ডিভাইস কি! স্ক্রিনশটে দেখুন বলে দিয়েছে Your device is iris 250

— 2. Recovery.img (যেটা দিয়ে ইনস্টল করতে গিয়ে ঝামেলা বাধাইছেন।)
ঐটা Unpack করুন আর ramdisk/default.prop টেক্সট ইডিটর দিয়ে ওপেন করে ভিতরে খুজুন ro.build.product এবং ro.product.device এ কি লেখা। ঐগুলো কপি করে Updater-script এর ডিভাইসের সাথে ম্যাচ করুন। যেমনঃ আমার ক্ষেত্রে দুটাই iris 250 তাই দুই কমান্ডেই A102 এর জায়গায় iris 250 লিখে দিয়েছি।


## এবার সেভ করে জিপ ফাইলটি আবার ফ্লাশ করুন।

সমাধান – দুইঃ ইজিয়েস্ট সমাধান বোধহয় এই টাই। Updater-Script ওপেন করে assert লাইন থেকে শুরু করে পরবর্তী সেমিকোলন “);” পর্যন্ত মুছে দিন কাজ শেষ।
তবে এক্ষেত্রে TWRP 3.1+ হইলে সফল হওয়া যায়। নয়ত Verification ফেইলড হতে পারে। (Not sure)

২) Error: 6 + No Os Installed!

## ঐই Error:6 সমস্যাটি হয় যখন আপনি ভুল নিয়মে সবকিছু Wipe দিয়ে রম ফ্লাশ দেন। নিচের নিয়মে Wipe করে ইনস্টল দিবেন।

## Wipe Dalvik Cache
## Cache
## System
## Data
## Android-secure (যদি অপশনে থাকে)

♦ Wipe কমপ্লিট হলে System সিলেক্ট করে Repair/Change বাটনে ক্লিক করে Repair করবেন।

## এরপর রম ইনস্টল দিবেন। তাহলেই Error6 বা No os Installed! আসবে না।

✌✌

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

Exit mobile version