আমরা অনেকেই কাস্টম রম ফ্লাস করার সময় বহুল পরিচিত TWRP কাস্টম রিকভারি ব্যবহার করে থাকি। তবে, কিছু কিছু কাস্টম রম জিপ ইনস্টলের সময় কোনো না কোনো সমস্যার কারণে Error দেখায়। অনেকেই এর সঠিক সমাধান জানিনা তাই বলি, যাহ্ সব এমবি মাটি হয়ে গেল।

## কিন্তু খুব সহজেই এসকল সমস্যার সমাধান সম্ভব এবং আজ আমার পোর্সোনাল এক্সপেরিয়েন্সের TWRP নিয়ে সকল সমস্যা ও তার সমাধান তুলে ধরতে যাচ্ছি।

১) Updater process ended with error: 7 (This Package is for device…..)


## এর মানে এই প্যাকেজটি বা রমটি আপনার ডিভাইসের জন্য নয়। এই সমস্যাটি দেখা দেয় চিপসেট বেইজড্ রম ইনস্টল করার সময়। কারণ আপনি একই চিপসেটের অন্য ফোনের রম আপনার ফোনে ইনস্টল দিচ্ছেন।

## এসব রমকে ডেভলপাররা Assert রম বা Assert প্যাকেজ বলেন। যা শুধু নির্দিষ্ট ডিভাইসে ব্যবহারের জন্য সিকিউরিটি হিসেবে দেওয়া হয়।

সমাধান – একঃ Rom Zip এর Meta-Inf/com/google/android/updater-script নামক ফাইল যেকোনো টেক্সট ইডিটর দিয়ে ওপেন করুন। উদাহরণঃ

লক্ষ্য করুন এখানে assert এরপর দুইটা ফাংশন দেওয়া, ro.build.product এবং ro.product.device (এখানে দুটার জায়গায় একটা বা তিনটাও থাকতে পারে)
এই দুটি কমান্ড লাইন আপনার ডিভাইসের সাথে ম্যাচ করাতে হবে এইটুকুই। কিন্তু কোথায় পাবেন এসব তথ্য?

— 1. যখন Error দেখায় তখন বলে দেয় যে আমার ডিভাইস কি! স্ক্রিনশটে দেখুন বলে দিয়েছে Your device is iris 250

— 2. Recovery.img (যেটা দিয়ে ইনস্টল করতে গিয়ে ঝামেলা বাধাইছেন।)
ঐটা Unpack করুন আর ramdisk/default.prop টেক্সট ইডিটর দিয়ে ওপেন করে ভিতরে খুজুন ro.build.product এবং ro.product.device এ কি লেখা। ঐগুলো কপি করে Updater-script এর ডিভাইসের সাথে ম্যাচ করুন। যেমনঃ আমার ক্ষেত্রে দুটাই iris 250 তাই দুই কমান্ডেই A102 এর জায়গায় iris 250 লিখে দিয়েছি।


## এবার সেভ করে জিপ ফাইলটি আবার ফ্লাশ করুন।

সমাধান – দুইঃ ইজিয়েস্ট সমাধান বোধহয় এই টাই। Updater-Script ওপেন করে assert লাইন থেকে শুরু করে পরবর্তী সেমিকোলন “);” পর্যন্ত মুছে দিন কাজ শেষ।
তবে এক্ষেত্রে TWRP 3.1+ হইলে সফল হওয়া যায়। নয়ত Verification ফেইলড হতে পারে। (Not sure)

২) Error: 6 + No Os Installed!

## ঐই Error:6 সমস্যাটি হয় যখন আপনি ভুল নিয়মে সবকিছু Wipe দিয়ে রম ফ্লাশ দেন। নিচের নিয়মে Wipe করে ইনস্টল দিবেন।

## Wipe Dalvik Cache
## Cache
## System
## Data
## Android-secure (যদি অপশনে থাকে)

♦ Wipe কমপ্লিট হলে System সিলেক্ট করে Repair/Change বাটনে ক্লিক করে Repair করবেন।

## এরপর রম ইনস্টল দিবেন। তাহলেই Error6 বা No os Installed! আসবে না।

✌✌

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

Email: [email protected]

Facebookfb/myself.riadrox

26 thoughts on "[Solution][TWRP] কাস্টম রম ফ্লাশের সময় TWRP রিকভারির সকল Error: 7 + Error: 6 ও No Os Installed! ইত্যাদি সমস্যার সমাধান।"

  1. cyot Contributor says:
    Bro apner post gula ato XOX Ken…?
  2. mdzuiel79 Contributor says:
    darun post !!!! tnx ridrox vai
  3. rajudhunatbogra Author says:
    খুব উপকারি পোষ্ট ভাই।
  4. RATUL HASAN Contributor says:
    nice post tnx apna k
  5. RATUL HASAN Contributor says:
    but kag hoyna naki dakte hbe
  6. RATUL HASAN Contributor says:
    vi keo jodi janan

    how to port Nougat rom on mt6580 kernel3.18.19 MM Base

  7. Piash Contributor says:
    Like it
  8. Ahsan Sourav Contributor says:
    অসাধারণ একটা টিউন ??,,
    আপনার ব্যাক্তিগত কোনো গ্রুপ বা ওয়েবসাইট আছেনাকি ভাই?
    1. Riadrox Legend Author Post Creator says:
      Na ? Only Page
    2. Ahsan Sourav Contributor says:
      লিংকটা দেন ভাই,, ?
      আমি ফলোয়ার হতে চাই
    3. Riadrox Legend Author Post Creator says:
      প্রতিটা পোস্টের নিচে লিংক ইমেইল সব দেওয়া আছে
  9. Muhammad Hasan Contributor says:
    আমার Samsung galaxy j5(2015) Os:6.0.1(marshmallow) এর জন্য পছন্দের ফন্ট পাচ্ছিনা। বিশেষ করে বাংলা তো চেঞ্জই হয়না। আমার কাছে ttf ফাইল আছে একটা যেটার বাংলা ফন্ট স্টাইল বেশ ভালো লাগে। কেউ সেটাকে ফন্ট apk বানানোর উপায় বলতে পারবেন? ফোন রুট করা নয়।
  10. Astonnoor Subscriber says:
    আমার Symphony i10 1Gb Ram Mobile Version:6.0। রুট করা. Super Su Zip File দিয়ে TwrP Option থেকে ইনসটল করে রুট করছি।
    আমি Super Su বাদ দিয়ে Magisk Install করতে চাই।
    এখন আমি Magisk Manager Zip Install করতে গেলে লেখা দেখায় Install failed With Error 1.
    Magisk Install করার আগে Super SU Uninstall করে দিছি।
    Magisk কোন ভাবেই Install করতে পারিনা। যদি একটি হেল্প করতেন।
  11. Astonnoor Subscriber says:
    আমার Symp..hony i10 1Gb Ram Mobile Version:6.0। রুট করা. Super Su Zip File দিয়ে TwrP Option থেকে ইনসটল করে রুট করছি।
    আমি Super Su বাদ দিয়ে Magisk Install করতে চাই।
    এখন আমি Magisk Manager Zip Install করতে গেলে লেখা দেখায় Install failed With Error 1.
    Magisk Install করার আগে Super SU Uninstall করে দিছি।
    Magisk কোন ভাবেই Install করতে পারিনা। যদি একটি হেল্প করতেন।
  12. Sabit Ahmad Author says:
    Bro apnar personal fb paua jabe kisu joruri kotha cilo
  13. Sabit Ahmad Author says:
    Bro apnar personal fb paua jabe kisu joruri kotha cilo
  14. Sabit Ahmad Author says:
    Bro email koresi dekhen
  15. Simon1122 Contributor says:
    Vai apone ki amake xiaomi miui 8/9 er custom ROM er link ta dite parben.for symphony h60
  16. munnamizan Contributor says:
    Some symblink failed Error statas 7 kivabe fix korbo??? Cwm,Philz sob try korchi..
    1. Riadrox Legend Author Post Creator says:
      uoader-script এ প্রবলেম
    2. munnamizan Contributor says:
      ভাই সব কিছু দিয়া চেস্টা করছি। android kitchen দিয়াও পোরট কইরা দেকছি। কাজই হইতাছে না। mtk 6582 , 3.4.67 kernel, android version 4.4.2 সবই ঠিক আছে। তারপরো এই error. google এ ও কুন solution পাইলাম না। কিছু কিছু রম কাজ করে কিছু কিছু রমে এই error দেখায়। phone model : symphony h100… ভাই কোন solution দিতে পারেন?
  17. RlRatul Contributor says:
    amar Samsung galaxy s6 phone ea recovery moda jeta parce na please help me…
  18. Tanim494 Contributor says:
    Baia lava iris 88 kmne root krbo?

Leave a Reply