[Mega Post]আমি আজ দেখাব কিভাবে সঠিক নিয়মে Greenify ব্যবহার করতে হয় + ব্যাটারি ভাল ব্যাকআপ পাওয়া যায়?? [Full Tutorial]- by Riadrox
## সবাই তো Greenify নিয়ে লেখে, আজ আমি একটু ভিন্ন ধরনের পোস্ট করব যা আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ ধরে রাখবে।
## আমি যেকোনো রমেই প্রথমে Greenify ইনস্টল করি, কারনটাও আছে। তবে Greenify এমনি একভাবে ইউস করলে আপনি সফল হবেননা। অন্যান্য এপের মত এরও কিছু রুলস আছে। অনেকে সিস্টেমের সব এপ গ্রিনিফাই করে ফেলে, এর ফলে পারফরম্যান্স এ সমস্যা হয়। তাই এসব সমস্যার জন্য আমার এ পোস্ট। আশা করি Root ননরুট সবাই Greenify ইউস করবেন।
চলুন জেনে নেই Greenify নিয়ে কিছু ধারনা
কে কত সালে Greenify আবিষ্কার করেছে এটা বড় কথা না। তাই এগুলো লিখলাম না। Greenify হলো একটি এপ, বিশষত রুট এপ (যদিও ননরুটেও এটি ব্যবহার করা চলে) যা ফোনের হাই ব্যাটারি ড্রেইনিং ও Background Proccessing App গুলোকে Greenify করে দেয়।
এককথায় Force Stop করে দেয়। তবে Greenify কিন্তু Force Stop এর চেয়ে বেশি কিছু। Greenify এ সফলতা নির্ভর করে আপনার ফোন রুটেড, ননরুটেড ইত্যাদির উপর।যেমনঃ
Good – NonRoot Phone
Better – Rooted Phone
Best – Rooted Phone + Xposed Installed
কেন আপনি Greenify ইউস করবেন? (আমার মতে)
## আপনি জানেন গুগল এর এপ গুলো ব্যাটারি বেশি খায়,আপনি Disable করে রাখতে চান না, তখন দরকার পড়বে App গুলোকে Greenify করে রাখার।
## কোনো বুস্টার কাজ করছে না, আরও ফোন স্লো করে। বুস্টার ইউস করতে চান না। তাহলে বিকল্প হিসেবে গ্রিনিফাই ইউস করুন।
## সিস্টেম এ্যাপগুলোকে Hybernate করতে Greenify একমাত্র কাজের।
## আপনি কোন অ্যাপ কখন Greenify করবেন সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন নোটিফিকেশন বার থেকেই । নিচের মত নোটিফিকেশন বার এ ক্লিক করে এপ সিলেক্ট করে Hibernate করলে শুধু সে এপ Hibernate হবে। আপনি চাইলে Hibernate all করতে পারবেন।
## কোন এপ এখন Hibernate করতে চাচ্ছেন না 5 মিনিট পরেই করেন, নো প্রবলেম।
তবে Greenify ইউস করার আগে যা করনীয়ঃ
## ফোনের আলতু ফালতু যত বুস্টার এ্যাপ(Clean Master, Booster, Du Booster), ব্যাটারি সেভার ( Not System Battery $aver) আনইনস্টল করে ফেলুন।
কার্যপদ্ধতিঃ
## প্রথমে Greenify Pro Mod Version ডাউনলোড করে ইন্সটল দিন।
## Xposed থাকলে Module টি একটিভ করে নিন।
## Greenify ওপেন করুন। Settings এ যান। Working Mood বুস্ট করে দিন। যদি সম্ভব হয়।
## Quick Action Notification এ টিক দিন।
## এবার রুট আর Xposed আলারা Xposed Features এ যান। Deep Hibernation আর Greenify System Apps এ টিক দিন।
## Setting এর Troubleshooting এর সব সেটিং ইনেবল করুন।
## এবার নিচের মত + বাটনে ক্লিক করে show all দিন। এবার সব এপস Add করুন। নিচের System app gula বাদে।
Bluetooth
Cell Connection Service
Network Location
Clock
Contacts
Contacts Storage
Internet Speed meter
Hspa+ Tweaker
MusicFX
Messages
Mx Player Codec
Launcher
Phone
Phone/messeging
Any Keyboard
Search Application Provider
Settings Storage
## বাকি সব এড করবেন। এগুলো বাদে। এড করার সময় Instead আসলে Instead দিবেন।
## এবার HomePage এ Greenify এর Widget টা নামিয়ে গ্রিনিফাই করতে থাকুন। নোটিফিকেশন এর টা এমনি বুঝে যাবেন।
## আমি আনার ব্যাটারি ব্যাকআপ খুব ভালোই পাচ্ছি। আপনারাও পাবেন আশা করি।
===============================================
ধন্যবাদ
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ
download hosse na … sothik link den
plz,
এতো সুন্দর পোস্ট করেন কি করে?
টিউটোরিয়াল টা আমায় একটু
বলবেন? example #download link লেখা
বোল্ড ছোট করা ইত্যাদি!!
কিন্তু এর ডোনেশনটি কাজ করে না।
Kota ache apnar sate
Fb.com/Reja.ID.BD
Amar Set Samsung Grand Prime= Lollipop
konta better vai?
jodio mbl root kora
but prob ekta e….
lollipop version… xpsd a beyadobi kore
মানের স্ক্রিন রেকর্ডার এপসের
নাম বলুন প্লিজ ¡¡¡ Scr pro Kaj kore nah
যে কারনে হয়েছে বলে মনে হয় :- Monstar Ui install করার পর Unfortunately Stop আসত তাই module এর টিক উঠায় না দিয়ে ডিরেক্ট uninstall দিসিলাম।
হেল্প করলে অনেক উপকৃত হতাম।