সবাইকে আসসলামু আলাইকুম।
আবারো হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আর এটা অবশ্যই একটি কাজের টিউন।

আজ আপনাদের এমন একটি এপ্স উপহার দিব যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনার ফোনে বিরক্তিকর সিস্টেম এপ্স গুলো রিমুভ করতে পারবেন।

এন্ড্রয়েড ইউজারদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ফোনের সিস্টেম গুলো নিয়ে খুব বিপাকে আছেন কারণ ফোন কেনার পর হ্যান্ডসেটের সাথে ডিফল্ট হিসেবে এমন কিছু এপ্স দেয়া থাকে যেগুলো কখনো কোনো কাজে তো আসেই না উল্টো আপনার ফোনের ram এর অনেকটা যায়গা দখল করে রাখে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এতে করে একে তো আপনার ব্যাটারী ড্রেইন করে তার উপর আবার নেটও খেতে থাকে।

টাকা খরচ করে কিছু এমবি কিনলেন অথচ কিছু ইউজ করার আগেই দেখলেন আপনার ডাটা শেষ হয়ে গেছে আর এর পেছনের সম্ভাব্য কারনই হল আপনার সিস্টেম এপ্স। বেশিরভাগ সিস্টেম এপ্সই আপনার ডাটা এবং চার্জ খাওয়ার প্রধান কারণ। কিন্তু আজকের পর থেকে আপনার আর এই সমস্যাগুলির সম্মুক্ষীন হতে হবেনা।

এখন আপনি চাইলেই সেই সিস্টেম এপ্স গুলো রিমুভ করতে পারবেন ছোট্র এই এপ্সটি দিয়ে। তো চলুন কাজ শুরু করা যাক……

প্রথমে এখান থেকে এপ্সটি ডাউনলোড করে নিন।

একটা সমস্যা, তা হল= এই এপ্সটি ইউজ করতে হলে আপনার ফোনটি রুটেড হতে হবে।
এবার ইন্সটল করে ওপেন করলে নিচের মত স্ক্রিন দেখতে পাবেনঃ

দেখুন আপনার সব এপ্স এখানে শো করছে। এবার আপনি যে এপ্সটি রিমুভ করতে চান সেই এপ্সের পাসে টিক চিহ্ন দিয়ে নিচের দিকে uninstall লেখা বাটনে ক্লিক করুন দেখবেন আপনার এপ্সটি রিমুভ হয়ে গেছে।
এই এপ্সটি থেকে আরো যেসব সুবিধা পাবেন। নীচে দেখুনঃ

★Uninstall multi-app in one click.
★Backup & restore apps.
★Scan all apks in sdcard.
★Search apps in local, in market and in website.
User can custom [Install time] [Package name] [Apk path] to show in list;
★User app backup directory can be configured in settings;
★Show app details: size, install time, package, apk path.

এপ্সটি ইউজ করে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। কোথাও আটকে গেলে কমেন্ট করুন। সর্বপোরি আপনাদের একটু উপকার হলেই আমার এই টিউনটি সার্থক হবে। ☺☺
আপাতত এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
খোদা হাফেজ……

27 thoughts on "এন্ড্রয়েড ইউজাররা দেখে নিন কিভাবে সিস্টেম Apps রিমুভ দিয়ে আপনার Ram কে সুপারফাস্ট করবেন।"

  1. Avatar photo Asikur Contributor says:
    pagol naki? phone er gua marben?
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      মানে?
  2. Avatar photo oreo Contributor says:
    bai ata to sobai jane un rot app thak le din
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      জ্বী ভাই এইরকম একটা ওয়ে আছে। কিন্ত ওটা পিসি লাগবে।
  3. Avatar photo SagorSrkian Author says:
    Ata Sobay Jane J System App Uninstall Korte Root Kora Lage
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      Non Root ইউজার দের জন্যে একটা ওয়ে আছে,তবে ওটাতে পিসি লাগবে।
  4. Avatar photo Bads Man Shakil Khan Author says:
    dhur miya,ata to sobai jane……ami system apk kichu remove korchilam…tokhon kan jani charge kom thake….tai akhon sudhu 3,4ta running system apk remove korchi
  5. Avatar photo Yeasin Author says:
    Adnan bro apnar facebook idr link din kotha ache…..
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      m.facebook.com/tareq1.munna
    2. Avatar photo Yeasin Author says:
      riq dichi idr nam Ey
    3. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      dekci na to…
  6. Avatar photo md shohag rana Author says:
    সর্বনাশ হইছে ভাই এটা দিয়ে আমার symphony v28 ফোনের Dailar রিমুভ করে ফেলেছি ৷ সাথে সাথে android dialar has stop দেখাচ্ছে এবং মোবাইলে সিম সার্পোট করতেছেনা ৷ এখন কি করব? ???????????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ???????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ?????????????????????????????????? ??
    1. shihab Subscriber says:
      ঐ অ্যাপ্স থেকেই রিস্টোর করেন।তাহলে কাজ হবে।
  7. shihab Subscriber says:
    মানে রিসাইকেল বিনে ঐ টা পাবেন।
  8. shihab Subscriber says:
    আদনান ভাইজান আপনি দুই দিন পর পোষ্ট করবেন “ফেসবুকে চ্যাট করার নতুন এক এপ্স ম্যাসেঞ্জার।এখনি ইন্সটল করে প্রিয়জনের সাথে ভাব বিনিময় করুন।এটি রুট আনরুট সবাই ব্যবহার করতে পারবেন।
  9. Avatar photo MD Bellal Hossain Contributor says:
    ধন্যবাদ
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      wlcm
  10. Avatar photo md shohag rana Author says:
    রিস্টুর দিসি হয় না ৷ মনে হয় মোবাইল শেষ ৷ অন্য কোন উপায় কার জানা থাকলে প্লিজ
    1. Avatar photo Yeasin Author says:
      stock rom ta flash koron
    2. Avatar photo md shohag rana Author says:
      কি ভাবে ফ্লাস করব? ?? প্লিজ হেল্প ৷
      যদি ভিডিও লিংক থাকে দেন ৷
    3. Avatar photo blackhat Contributor says:
      200 tk diye customer care theke softwere dile valo hobe
  11. system app delete na korai balo.. jara root somonde kom janen tara boleu systm app remove korben.. phone brik korte pare.. ajaira tune
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      ভাই অনেকেই না জেনে ফোনের বিভিন্ন এপ্স যেমন- ফোন,গ্যালারি,মেসেজ,স্যাটিং ইত্যাদি ডিলিট দিয়ে দেয়,তাদের ফোন-ই ব্রিক হয়। কিছু কিছু এপ্স-ইন্টারনেট,ম্যাপ্স এসবের কোন কাজ নাই,তাই এই এপ্স দিয়া এসব রিমুভের কথা বলছিলাম।
    2. bojesi.. but oneke ai babe dorkari app remove kore dei
  12. Avatar photo Md Alauddin Contributor says:
    ভাই unroot দের জন্য এমন একটা এপ্স এর নাম দে খুব প্রয়োজন ছিল।
  13. Avatar photo Md Alauddin Contributor says:
    ভাই unroot দের জন্য এমন একটা এপ্স এর নাম দেন খুব প্রয়োজন ছিল।
  14. Avatar photo darkranger Contributor says:
    vai ami kisu app vule uninstall die felsi akhon ogula back pabo kivabe plz help vai

Leave a Reply