Site icon Trickbd.com

কাস্টম রম ইন্সটল করে সেফটিনেট পাশ করার সমাধান নিয়ে নিন, এবার গুগল এসিস্ট্যান্ট (Ok Google) চলবে কোন সমস্যা ছাড়া

Unnamed

ফোনে নতুন নতুন কাস্টম রম ইন্সটল করে একটি সমস্যায় পড়তে হয় তা হল Safetynet.
Safetynet সহজ বাংলায় বলতে গেলে এটি এমন এক পদ্ধতি যা চেক করে আপনার অ্যান্ড্রয়েড জেনুইন কিনা। আপনি কাস্টম রম ইন্সটল করেছেন এ অবস্থায় আপনার অ্যান্ড্রয়েড ১০০ পারসেন্ট নকল। তাই সেফটি নেট পাশ হয় না। এর অসুবিধা গুলো হল:

অসুবিধা

আপনি কাস্টম রম ইন্সটল, মিজিস্ক মডিউল ইনস্টল, এমনকি xposed installer ও যদি ইনস্টল করেন তবে আপনার এই সমস্যা হতে পারে। সাধারণত অ্যান্ড্রয়েড একটু মডিফাই করলেই এইসব দেখা যায়।

সমাধান

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)

Android: 10
Root: Yes