Site icon Trickbd.com

ফটো ফিল্টার করে প্রতিবাদ তুলুন ফেসবুকে [মুসলিম]

আসসালামু আলাইকুম, আশা করি এ পরিবারের সবাই ভাল আছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে বিভিন্ন সাপোর্টের ক্ষেত্রে ফটো ফিল্টারাইজড বা ডেকোরেট করা। দুঃখজনক হলেও সত্য, এখানে মুসলিম দেশসমুহের লক্ষ লক্ষ মৃত্যুতেও ফেসবুক কতৃপক্ষ এমন কোন ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি সে বিষয়ে বলে বুক ভারি করবো না। তবে ‘আমরাও যে পারি’ সেটা দেখিয়ে দেওয়ার জন্যই আজকের কথাগুলো।

ফটো ফিল্টারাইজড বা ডেকোরেট কি?
সোসিয়াল মিডিয়ায় কোন বিষয়ের প্রতি সাপোর্ট যোগাতে ঐ বিষয়ের প্রতি কিছু তুলে ধরে প্রোফাইল পিকচার পরিবর্তনকেই এক্ষেত্রে ফটো ফিল্টারাইজড বা ডেকোরেট বলে।

ফটো ফিল্টারাইজড বা ডেকোরেট কেন করা হয়?
মুলত কোন বিষয়ের প্রতি সাপোর্ট বুঝাতেই এটা করা হয়। সেটা যেকোন প্রকার সাপোর্ট হতে পারে। যেমনঃ
০১. এফসি বার্সালোনা বা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে – স্পোর্ট টিম সাপোর্ট।
০২. দস্যুতার কারনে প্যারিসের ঘটনায় – শোক সাপোর্ট।
০৩. আফগানিস্থান বা সিরিয়ায় – প্রতিবাদ সাপোর্ট

ফটো ফিল্টারাইজড বা ডেকোরেট কিভাবে করবেন?
প্রথমে এখানে ক্লিক করে ঢুকে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করবেন। সার্ভারে সমস্যার কারনে প্রথমবারে না হলে পুনরায় চেষ্টা করুন। এরপর ইচ্ছে মত পতাকা সিলেক্ট করে এডিট করতে পারবেন। যারা আগে যেকোন ফটো এডিটর ব্যবহার করেছেন তারা সহজেই বুঝে নিতে পারবেন।

আমার অন্যান্য টিউনগুলো:
০১. সহজে এন্ড্রয়েড ফোন এর বাংলা ফন্ট পরিবর্তন করুন
০২. সহজে ফেসবুক টেম্পরারী লক বা ফটো ভেরিফিকেশন খুলে ফেলুন

 

~ ধন্যবাদ।

Exit mobile version