আসসালামু আলাইকুম, আশা করি ট্রিকবিডি পরিবারের সবাই ভাল আছেন।
অনেকেই ফোনকে আড়ম্বর করে তোলার জন্য বিভিন্ন ইংলিশ ফন্ট ব্যবহার করে থাকেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এন্ড্রয়েড ফোনে সহজে বাংলা ফন্ট পরিবর্তন করবেন। যাইহোক, চলুন শুরু করা যাক।

এর জন্য যা যা লাগবে:
০১. আপনার এন্ড্রয়েড ফোন (রুটেড)
০২. Root Explorer (যেকোন)
০৩. যেকোন বাংলা ফন্ট (এক্সটেনশন .ttf)
০৪. সাহস (সামান্য হলেই চলবে)

যেভাবে কাজ করবেন:
আপনি যে বাংলা ফন্টটি ব্যবহার করতে চান এরুপ যেকোন একটি বাংলা ফন্ট বাছাই করুন। গুগোল করে যেকোন ফন্ট ডাউনলোড করতে পারবেন তবে মনে রাখবেন আপনার ফন্টটির এক্সটেনশন সবসময় ডট টিটিএফ (.ttf) আকারে হবে। আপনার ফন্টটিকে রিনেম করে “Lohit-Bengali.ttf” করুন, এটি হুবহু করা বাধ্যতামুলক। পরবর্তি কাজের জন্য আপনার ফোনটি রুটেড হওয়া বাঞ্চনীয়। রুট না থাকলে এভাবে রুট করুন। ফন্টটি কপি করে /system/fonts/ এই ডিরেক্টরিতে যান। Mount R/W সিলেক্ট করুন। দেখবেন সেখানে আগে থেকে একটা Lohit-Bengali.ttf নামে একটা ফন্ট আছে। সেটা ব্যাকআপ করে রাখতে ইচ্ছা হলে সেটাকে “Lohit-Bengali.ttf.bak” নামে রিনেম করুন, ব্যাকআপ হয়ে যাবে। এবার আপনার কাঙ্খীত রিনেম করা “Lohit-Bengali.ttf” এই ডিরেক্টরিতে পেষ্ট করুন। ফন্টটি সিলেক্ট করে Permission থেকে সবধরনের Owner Permission দিয়ে দিন। অথবা নিচের স্ক্রিনশট ফলো করুন।

IMG_20150819_024056
কাজ শেষ। ফোনটা রিস্টার্ট দিয়ে দেখুন বাংলা লেখাগুলো আপনার কাঙ্খীত বাংলা ফন্টের মতই আসছে।

বিশেষ দ্রষ্টব্য:
রুট সংক্রান্ত কাজে যেকোন সময় ঝামেলা হতে পারে তাই সবচেয়ে ভাল হয় যদি এগুলো করা পুর্বে আপনার রমটি ব্যাকআপ করে রাখেন।

সতর্কতা:
কাজটি নিজ দায়িত্বে করবেন। আপনার কোন প্রকার ভুলত্রুটি বা ক্ষতির জন্য ট্রিকবিডি অথবা আমি দায়ি নয়। লেখাটি অন্য কোথাও শেয়ার করতে হলে আমাকে মেনশন করতে ভুলবেন না।

কিছু ফন্টের নাম:
অপনা লোহিত, আদর্শলিপি, কালপুরুষ, নিকশ, সোলায়মান লিপি ফন্টগুলো ব্যবহার করতে পারেন।

রেফারেন্স:
ড্রয়েড৫২ এবং ইন্টানেট অবলম্বনে।

আমার অন্যান্য টিউনগুলো:
০১. Play Store থেকে App ডাউনলোড করুন যেকোন ব্রাউজার দিয়ে
০২. ফটো ফিল্টার করে প্রতিবাদ তুলুন ফেসবুকে [মুসলিম]

~ ধন্যবাদ।

7 thoughts on "সহজে এন্ড্রয়েড ফোন এর বাংলা ফন্ট পরিবর্তন করুন"

  1. Saidul Author says:
    Lohit-bengali.ttf নামে এই ফন্ট আমার মোবাইলের system/fonts এই খানে নাই। সে ক্ষেত্রে আমি কি করতে পারি?
    1. Sharif Khan Author Post Creator says:
      আছে দেখুন, যদি না ই থাকে তাহলে Bangla font installer apk দিয়ে চেঞ্জ করতে হবে। অবশ্য সেক্ষেত্রে ওই এপ এ যে ফন্টগুলো আছে তার ভিতর থেকেই আপনাকে ফন্ট নির্বাচন করতে হবে।
  2. KKKK Contributor says:
    ফন্ট চেন্জ করলে এলো মেলো ফন্ট ঠিক হবে কি ভাই???
    1. Sharif Khan Author Post Creator says:
      হ্যা, হবে।

Leave a Reply