Telegram Premium Tutorial

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 

 

আজকে আমরা দেখবো কীভাবে Telegram Apk টিকে সম্পূর্ণ ফ্রিতে মুড করা যায়। এটাতে প্রায় সব প্রিমিয়াম ফিচার গুলো ব্যাবহার করতে পারবেন। কিন্তু অন্য কেউ দেখতে পারবেনা যে আপনি প্রিমিয়াম ফিচার ব্যাবহার করছেন। আপনি হাই স্পিডে ফাইল ডাউনলোড বা আপলোড, ২ জিবির বেশি ফাইল আপলোড, ৫ টার বেশি চ্যাট পিন করা, ফল্ডার আর বেশ কিছু ফিচার ব্যাবহার করতে পারবেন। 

 

এখন প্রশ্ন আসতে পারে যে এই মুডটা কতটা সেফ?

আমি ৩-৪ মাস থেকে এই ভাবে মুড করে ব্যাবহার করে আসছি। আমার কোনো Account এ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নি। তবে সামনে হবে কিনা এটা বলা যাচ্ছে না। তাই সব কিছু নিজ দায়িত্বে করবেন। 

 

প্রথমেই আমরা Playstore থেকে Telegram App টি ইন্সটল করে নিবো৷ এরপর আমদের আরো দুইটা App লাগবে MT Manager এবং NP Manager App দুইটার লিংক পোস্টের শেষে দেওয়া থাকবে। 

 

প্রথমেই আপনার Account টি কোনো 3rd Party Telegram এ Login করে নিবেন। আমি এ ক্ষেত্রে Telegram X ব্যাবহার করছি। 

 

এখন MT Manager Open করুন। তারপর উপরের বাম কোনার মেনু বাটনে ক্লিক করুন। 

এখন Extract Apk অপশনে ক্লিক করুন। 

এবার Telegram খুজে বের করে Select করুন।

এখন EXTRACT APK বাটনে ক্লিক করুন। 

কিছুক্ষন অপেক্ষা করবো। তারপর Locates বাটনে ক্লিক করবো। 

এখানে Telegram নামে একটি ফাইল দেখতে পাবো। ফাইলটি apks ফর্মেটে থাকতে পারে। এটা পরিবর্তন করে apk বানাতে হবে। এর আগে আমরা ফাইলটির উপর ক্লিক করে View বাটনে ক্লিক করবো। 

এখন MT Manager এর ডান দিকে যেকোনো একটি ফোল্ডার সিলেক্ট করবো। বা নতুন একটি ফোল্ডারও বানাতে পারেন। 

ফোল্ডার ওপেন করার পর বাম দিকের base.apk নামের ফাইলটিতে চাপ দিয়ে ধরে রাখবো। তাহলে একটি Pop-up আসবে এখানে Extract বাটনে ক্লিক করবেন। তাহলে ডান দিকের ফোল্ডারে base.apk ফাইলটি কপি হয়ে যাবে। 

এখন আমরা NP Manager App টি ওপেন করবো। App টি Open করার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখবেন। ইন্টারনেট সংযোগ থাকলে কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে app টি ওপেন হতে একটু বেশি সময় নেয়।  NP Manager ওপেন করার পর। আমরা MT Manager এ ডান দিকে যে ফোল্ডারটি ওপেন করেছিলাম ঐ ফোল্ডারটি ওপেন করবো। তাহলে base.apk ফাইলটি দেখতে পাবো। এখন এই ফাইলটিতে ক্লিক করে Function বাটনে ক্লিক করবো। 

তারপর Remove Signature Verification অপশটি খুজে বের করে। সেটাতে ক্লিক করবো। 

তারপর Kill Signature Verification ++2.0 এই অপশনটি সিলেক্ট করবো। 

তারপর কোনো কিছুতে হাত না দিয়ে Ok বাটনে ক্লিক করবো। এই কাজ গুলো করার সময় ডিভাইসটি ইন্টারনেট এর সাথে যুক্ত থাকতে হবে।  App ওপেন করার পর যদি কাজ না করে তাহলে Data On করে ঢুকবেন ? Signature Verification Complete হওয়ার পর।

base_kill.apk নামে নতুন একটি ফাইল পাবেন। এখন base.apk ফাইলটি ডিলিট করে। নতুন যেই ফাইলটি পেলাম ওটার rename করে base.apk করব। 

এবার বাম দিকে MT Manager এর ফাইলটি ওপেন করবো। MT2>apks. তারপর Telegram apks ফাইলটি সিলেক্ট করে view zip বাটনে ক্লিক করবো।

তারপর ডান দিকে base.apk ফাইলটিতে চাপ দিয়ে ধরে রেখে add to বাটনে ক্লিক করবো।

এখন বাম দিকে ক্লিক করে ব্যাক করবো। তারপর telegram apks ফাইলে ক্লিক করে Convert to apk বাটনে ক্লিক করবো। কিছুক্ষন অপেক্ষা করবো। তাহলে apks থেকে কনভার্ট হয়ে apk হয়ে যাবে।

এখন পুনোরায় MT Manager ওপেন করে MT Manager এর ফোল্ডার ওপেন করবো। সেখানে Telegram apk ফাইলে ক্লিক করে view বাটনে ক্লিক করবো। এখন এখানে classes.dex ফাইলে ক্লিক করবো। 

Dex Editor Plus বাটনে ক্লিক করবো। তারপর Select All বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করবো।

এখন সার্চ বাটনে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবো। 

সার্চ বক্সে Premium লিখবো। এবং  Search Type : Method Name সিলেক্ট করবো। নিচে Exactly Match টিক থাকতে পারে সেটা আনটিক করে Ok বাটনে ক্লিক করবো। 

তারপর Message Cntroller অপশনের ৫ নাম্বার  লাইনে ক্লিক করবো। 

কয়েক লাইন নিচে এই লিখাটি দেখতে পাবেন। এখানে const/4 p1, 0x0 এর পরিবর্তে const/4 p1, 0x1 লিখুন এবং Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এখানে 0 মানে Premium Off আর 1 মানে Premium On

তারপর User Config অপশনের ৪ নাম্বার  লাইন সিলেক্ট করুন। এখন রেজিস্টার এর নিচে একটা নতুন লাইন বানান। 

এখানে এই কোডটি লিখুন বা কপি পেস্ট করুন। 

const/4 v0, 0x1

 

return v0

 

 

Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। আপনি বাকি গুলা এইভাবে 0x0 Change করে 0x1 এই ভাবে প্রিমিয়াম করে নিতে পারেন। আবার না করলেও সমস্যা নাই। এখন উপরের ডান দিকের এই বাটনটিতে ক্লিক করুন।

 

তারপর ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এবং Ok বাটনে ক্লিক করুন।

আমাদের Premium বানানোর কাজ শেষ। এখন Telegram এর apk ফাইলটি Install করে লগিন করুন। দেখুন প্রিমিয়াম Unlock হয়ে গেছে। 



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

39 thoughts on "Telegram Premium Tutorial যেভাবে টেলিগ্রাম মুড করবেন।"

  1. Avatar photo Alex Razib Contributor says:
    এই মোড Use করলে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কতোটুকু??
    1. Avatar photo zerox Author Post Creator says:
      আমি ৩-৪ মাস ধরে ব্যাবহার করছি। আমার Account এ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নি।
  2. Abir Rohoman Akash Contributor says:
    ভাই কেও কি বলতে পারেন? টেলিগ্রাম এ লগিন করতে পারছি না। এর সমাধান কি?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      আপনি কি Mod করার পর লগিন করতে পারছেন না?
  3. jibon.13 Contributor says:
    ধন্যবাদ ভাই, একাউন্ট টা মারা খাইলাম।কেউ এটা করে ব্যবহার কইরেন না।
    1. Avatar photo zerox Author Post Creator says:
      আমি ৩-৪ ধরে ব্যাবহার করছে। আমার Account এখনো কিছু হয় নি। ?
  4. reaz101 Contributor says:
    বেজটা কি আসবে
    1. Avatar photo zerox Author Post Creator says:
      বুঝলাম না।
  5. telegram ki amar mbl black listed korese kina bujhlam na. telegram acc open korar 1hour er moddhe account/number banned kore dicce. last month tinta number banned korece. ki korte pari ekhon?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Support a kotha bole dekhte paren.
    2. support e contact korbo kivabe? ami mail diyecilam. no response.
  6. Avatar photo Mehedi Hasan Contributor says:
    আপনার বুদ্ধিতে হোগামারা খাইলাম। ধন্যবাদ।
  7. Avatar photo Mehedi Hasan Contributor says:
    আপনার বুদ্ধিতে ব্যান খাইলাম। ধন্যবাদ।
    1. Avatar photo zerox Author Post Creator says:
      এটা ভাগ্য ভাই।
  8. Avatar photo Jahid Hassan Rinkq Contributor says:
    আমি আজ 6,7 মাস মুড ভার্স ব্যবহার করছি কোন সমস্যা হয়নি।
    কাল রাতে টেলিগ্রাম অফিসিয়াল প্রিমিয়াম পাইছি ?
    1. Avatar photo H. M. Mozammal Hoque Contributor says:
      কিভাবে অফিসিয়াল প্রিমিয়াম পাইলেন ভাই?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      আমি খুজেছিলাম কিন্তু পাইনি তাই পোস্ট করেছি।
  9. Avatar photo Alex Razib Contributor says:
    তার দেখানো পদ্ধতিতে মোড করে যারা একাউন্ট ব্যান খাইছেন,তারা Zorex এর নিজের মোড করা এপসটা use করে দেখেন।
    1. Avatar photo Anik mondol Contributor says:
      কথাই পাবো সেটা
  10. Avatar photo Tunes71. Com Author says:
    এত কষ্ট করে পোস্ট করেছেন, ধন্যবাদ ভাই।

    কিন্তু কমেন্ট দেখে আর ট্রাই করলাম না।?

    1. Avatar photo zerox Author Post Creator says:
      ব্যাবহার করা বা না করা আপনার ইচ্ছা। শিখে থাকলেন এতাঈ অনেক। তবে আমি এইভাবে ৩-৪ মাস ধরে ব্যাবহার করছি এখনো কোনো সমস্যা হয় নি।
      ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
    2. Avatar photo Somrat Ahmed Contributor says:
      amio
  11. Avatar photo Juyel Ahmed (TrickBD) Contributor says:
    Hlw bro, Amr ekta app er mod lagbe, online gatagati kore pai ni, to apnar sate zugazug korar way ki? Kindly janabenn.
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Telegram এ ম্যাসেজ করতে পারেন।
  12. Avatar photo Captain Author says:
    Ban issue Bolw dite parten..
    R ata maybe ss sabur vai post korse?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Sabur ভাই এর ID তে এই বিষয়ে পোস্ট দেখতে পেলাম না।
  13. Avatar photo MD Sha Alam Contributor says:
    যারা টেলিগ্রাম মোড করচেন, তাদের কে বলি কোড কেন আসে না, কোড কিভাবে আসবে, তা আৃি বলে দিচ্ছি

    প্রথমে টেলিগ্রাম মোড করার আগে, Play store থেকে Telegram x নামে এপসটি ডাউনলোড করে নিবেন, এছাড়া অন্য গুলো ও আছে কিন্তু সেগুলো তে কোড আসবে না। তারপর লকিন করে নিবেন Telegram x এ কোড পাবেন Telegram এ, তারপর Telegram মোড করা শুরু করে দিন, মোড করা শেষ হলে এবার তো লক ইন করা লাগবে Telegram mod এপস এ ডোকে ফোন্ নাম্বার দিয়ে লক ইন করুন যেটা দিয়ে Telegram x এ লক ইন করেছিলেন, কোড আসবে Telegram x এ, কোড চেক করে Telegram এ কোড বসিয়ে দিন, আপনার কাজ শেষ,

    আসল কথা হচ্ছে Telegram মোড করলে আপনাকে Telegram x এপস ছাড়া কোড দিবে না, যতই চেষ্টা করুন কাজ হবে না, Mod ব্যাতিত টেলিগ্রাম হলে নাম্বার এ কোড দিবে, এটা সবাই জানে, তাই টেলিগ্রাম মোড এ কোড দিবে Telegram x এ, ধন্যবাদ সবাই কে

    এরপর ও না বুজলে আমাকে জানাবেন, টেলিগ্রাম লিংক @TeamSerise, টেলিগ্রাম এ সার্চ করলে আমার আইডি পেয়ে জাবেন

  14. Avatar photo MD Sha Alam Contributor says:
    আমি এভাবেই ব্যাবহার করছি, অনেক আগে থেকে, ব্যান হবে না
  15. Md. Lemon Mridha Contributor says:
    Vai efootball 24 ta aktu try kore dekhen please
  16. Avatar photo RexBoyShahin Contributor says:
    Vaiya Ami trickbd te new Ami aponar aponar Sathe jast 2 minit Kotha Bolte cai aponar teligram id link ta ki deya jabe vaiya
  17. Avatar photo RexBoyShahin Contributor says:
    Vaiya Ludo King room code deya jay na unlock Korte hoy ,, emon ki unlock korle room code banate onek coin lage eitar mode apk niye asun p.l.z
    1. Avatar photo zerox Author Post Creator says:
      চেষ্টা করবো।
  18. Avatar photo Md Sihab Ali Contributor says:
    Apnar kora mod ta den
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Telegram Channel এ দেওয়া আছে।
  19. Avatar photo Abubokor Rio Contributor says:
    রুটেড ফোনের জন্য Lsposed Module আছে TGramHooks ✌️
    1. Avatar photo zerox Author Post Creator says:
      Idea নাই
  20. amitdatta757 Contributor says:
    ভাইয়া, আমি ট্রিকবিডিতে নতুন।আমি আপনাদের সব অভিনব ও অসাধারণ ট্রিক্সগুলো প্রতিনিয়ত পড়ি এবং নিয়মিত ফলো করার চেষ্টা করি ।। নতুন অনেক কিছু জানতে পারি।। আমার একটা প্রশ্ন ছিলো সম্প্রতি আমার একটি একটিভ আইডি ব্যানড হয়েছে।। মানে আমি যখন সর্বপ্রথম টেলিগ্রাম এক্স-য়ে একাউন্ট লগিন করা শুরু করছি(তখন টেলিগ্রাম অ্যাপটাতেও লগিন্ড ছিলাম সেইসময়) শুরু করছি তখন আমি আমার তিনটি আইডি ছিলো যার একটিতে ব্যান্ড খাই।। এখন আমি টেলিগ্রাম-এর সমস্ত সাপোর্ট টিম , এবং ওদের অফিসিয়াল টুইটার এবং অন্য অনেক জায়গায়ই তাদেরকে মেসেজ করেছি ,ই-মেইল করেছি কয়েকবার করে কিন্তু তেমন কোনো রেস্পন্স কিংবা রিপ্লাই আসে নি।। কিন্তু আমার তিনটি টেলিগ্রাম-এর বাকি দুইটাতে কোনো সমস্যা হয় নাই শুধু এইটাই হয়েছে ।এখন আমি কি টেলিগ্রাম এর কোনো আইন বা সংবিধান ভঙ্গ করেছি যদি করেও থাকি তারপরও আমি তাদের অফিসিয়াল ই-মেইলে একটি ই-ম ই-মেইল পাঠায় কিন্তু আজকে প্রায় ৪ দিন হয়ে গেলো তাদের কোনো রেস্পন্স নাই এখন আমি যদি টেলিগ্রাম প্রিমিয়ামটা ডাউনলোড করি আপনাদের দেখানো এপিকে মুডটি আমার মোবাইলে ইন্সটল দেই তাহলে কি আমার ফ্রি ভার্শনে ব্যান্ডকৃত টেলিগ্রাম আইডিটা কি ফেরত পাবার কোনো সম্ভাবনা আছে কি ?
    1. Avatar photo zerox Author Post Creator says:
      na

Leave a Reply