স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যেসব বিষয়ে ভয় কাজ করে তার মধ্যে অন্যতম হলো ইংরেজি বিষয়। স্কুল কলেজে সাধারণত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকে, তার মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র অনেকেরই মন খারাপের কারণ।
অথচ ইংরেজি দ্বিতীয় পত্র তে একবার দক্ষতা অর্জন করতে পারলে তা পুরো শিক্ষা জীবনে অনেক কাজে আসে। কেননা আমরা জানি, ইংরেজি দ্বিতীয়পত্রের অংশ তে একটি বড় মার্ক মার্ক দেওয়া থাকে। গ্রামার অংশতে দক্ষ হতে না পারলে ভালো মার্ক পাওয়া হাতছাড়া হয়ে যেতে পারে।
আজকে আমি আমার তৈরি করা একটি গ্রামারের নোট এবং কিছু গাইডলাইন শেয়ার করব, যাতে পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলোর নিয়ম থাকবে। আমার দেওয়া নোট নোটটি পড়ে কয়েক বছরের প্রশ্ন সমাধান করলে আপনিও গ্রামারে দক্ষ হয়ে উঠতে পারেন।
এই নোটটি তে নিচের টপিকগুলো কভার করা হয়েছে যাতে এসএসসি পর্যায়ে ২০নাম্বারের প্রশ্ন আসে।
1. Changing Sentences
এই টপিক থেকে নাম্বার তোলা সহজ, কেননা এখানে সীমিত রুলস রয়েছে যা কয়েকটি বোর্ড প্রশ্ন সমাধান করলে আত্মস্থ হয়ে যায়।
এখানে সাধারণত ছয় নম্বরের প্রশ্ন আসে Affirmative to Negative, Assertive to Interrogative, Exclamatory, Voice Degree থেকে এবং বাকি ৪ নাম্বার আসে Simple, Complex, Compound থেকে।
সেক্ষেত্রে আপনারা যথাসাধ্য আমার দেওয়া রুলস গুলো পড়ে কয়েকটি বোর্ড প্রশ্ন সমাধান করলেই আশা করি এই টপিকটি ক্লিয়ার হয়ে যাবে।
2. Changing Voices
গ্রামারের সব থেকে সহজ অংশ হলো এটি এবং এসএসসি পর্যায়ে খুব বেশি গভীর থেকে Voice থেকে প্রশ্ন করা হয় না সাধারণত।
এক্ষেত্রে শুধুমাত্র আমার দেওয়া Voice পরিবর্তনের সাধারণ নিয়ম টি শিখলেই আশা করি পরীক্ষায় Answer করা যাবে।
তবে এই টপিকটিতে দক্ষ হতে চাইলে Sentence থেকে Subject, Object, Verb চিনতে হবে।
3. Completing Sentences
এই টপিকটিতে ফুলমার্ক পেতে হলে বাক্যের অর্থ বোঝার বিকল্প নেই। টপিকটিতে নিয়ম শেখার চেয়ে বাক্যের অর্থ বুঝে নতুন বাক্য বানানোটাই চ্যালেঞ্জের ব্যাপার।
এক্ষেত্রে একটি টিপস হলো, প্রথমে বাক্যটির অর্থ বুঝে বাক্যটির সাথে সামঞ্জস্য হয় এমন একটি বাংলায় বাক্য বানানো, অতঃপর বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করা।
আর যদি টপিকটি প্যারাগ্রাফ অর্থাৎ একটি বাক্যের সাথে উপরের বাক্য বা নিজের বাক্যের কোন সম্পর্ক থাকে সে ক্ষেত্রে সম্পর্ক রেখে বাক্য বানানটাই বুদ্ধিমানের কাজ।
4. Tag Questions
এই টপিকটিতে ভালো করতে হলে Auxilary Verb, Subject এবং Singular, Plural বিষয়গুলো বুঝতে পারলেই আপনার এটাতে পাঁচ এ পাঁচ পাওয়া কেউ ঠেকাতে পারবেনা।
প্রিন্ট এর জন্যে PDF ডিাউনলোড করুন Click Here for Download
You must be logged in to post a comment.
হ্যাকিং শিখুন ফ্রি https://www.legentit.shop/hacking-jogot-ethical-hacking-book
Thanks
welcome