Site icon Trickbd.com

গণিতের সূত্র ৫০০+| Math Formula|সবার প্র‍য়োজনীয় একটি apps.

Unnamed

আসসালাম-আলাইকুম

আশা করি ভালো আছেন।

আজকে যে পোষ্টটি করব সেটি হলো গনিতের প্র‍য়োজনীয় কিছু সূএ এর Apps নিয়ে।

Apps টি তে আছে ৫০০+ সূএ।

গণিতের সূত্র ৫০০+| Math Formula’ এই অ্যাপস এ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল সূত্র এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল সব সূত্র দেওয়া আছে । এখানে শুধু গুরুতবপৃর্ণ সূত্র এবং সূত্র গুলোর মনে রাখার টেকনিক দেওয়া আছে।

গনিত বিষয়টি কঠিন হলেও, সুত্র জানা থাকলে তা খুব সহজ হয়ে যায়। অধিকাংশ স্টুডেন্টদের অংক করার সময অনেক ঝামেলায় পড়েতে হয় যেমন সূত্র মনে থাকেনা আবার কোন অংক দেখার সময় তা কোন সূত্র ব্যবহার করা হয়েছে তা বুঝতে পারে না। তাছাড়া প্রয়োজনের সময় সূত্র মনেও আসে না আর বই তো সবসময় হাতে নিয়ে ঘুরা যায় না তাই সকল স্টুডেন্টদের জন্য আমাদের এই অ্যাপস । যা যে কোন স্থানে পড়তে পারবেন এবং যে কোন Android ডিভাইসে ওপেন করতে পারবেন ।

এখানে ৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্র একসাথে করে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে, যাতে সহজে মনে থাকে । প্রয়োজনীয় সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সূত্রের পাশাপাশি বিভিন্ন নিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছে। সুতরাং যখনই দরকার হবে তখনই একবার করে চোখ বুলিয়ে নিতে পারবেন। আশা করি এভাবে একসময় সবগুলি সূত্রই মুখস্ত হয়ে যাবে।

Apps লিংক সরাসরি ডাউনলোড করুন এখানে

এইটা নিয়ে এখনও পোষ্ট করা হয় নি।তাই পোষ্ট করলাম।
বিশেষ করে SSC এবং HSC পরীক্ষার্থী দের জন্য অনেক প্রয়োজন।

কিছু Screenshort: