আসসালাম-আলাইকুম

আশা করি ভালো আছেন।

আজকে যে পোষ্টটি করব সেটি হলো গনিতের প্র‍য়োজনীয় কিছু সূএ এর Apps নিয়ে।

Apps টি তে আছে ৫০০+ সূএ।

গণিতের সূত্র ৫০০+| Math Formula’ এই অ্যাপস এ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল সূত্র এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল সব সূত্র দেওয়া আছে । এখানে শুধু গুরুতবপৃর্ণ সূত্র এবং সূত্র গুলোর মনে রাখার টেকনিক দেওয়া আছে।

গনিত বিষয়টি কঠিন হলেও, সুত্র জানা থাকলে তা খুব সহজ হয়ে যায়। অধিকাংশ স্টুডেন্টদের অংক করার সময অনেক ঝামেলায় পড়েতে হয় যেমন সূত্র মনে থাকেনা আবার কোন অংক দেখার সময় তা কোন সূত্র ব্যবহার করা হয়েছে তা বুঝতে পারে না। তাছাড়া প্রয়োজনের সময় সূত্র মনেও আসে না আর বই তো সবসময় হাতে নিয়ে ঘুরা যায় না তাই সকল স্টুডেন্টদের জন্য আমাদের এই অ্যাপস । যা যে কোন স্থানে পড়তে পারবেন এবং যে কোন Android ডিভাইসে ওপেন করতে পারবেন ।

এখানে ৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্র একসাথে করে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে, যাতে সহজে মনে থাকে । প্রয়োজনীয় সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সূত্রের পাশাপাশি বিভিন্ন নিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছে। সুতরাং যখনই দরকার হবে তখনই একবার করে চোখ বুলিয়ে নিতে পারবেন। আশা করি এভাবে একসময় সবগুলি সূত্রই মুখস্ত হয়ে যাবে।

Apps লিংক সরাসরি ডাউনলোড করুন এখানে

এইটা নিয়ে এখনও পোষ্ট করা হয় নি।তাই পোষ্ট করলাম।
বিশেষ করে SSC এবং HSC পরীক্ষার্থী দের জন্য অনেক প্রয়োজন।

কিছু Screenshort:

17 thoughts on "গণিতের সূত্র ৫০০+| Math Formula|সবার প্র‍য়োজনীয় একটি apps."

  1. Umar Faruk Author says:
    অ্যাপ দিয়ে কি হবে ভাই।
    যদি সে ঠিক মত বই না দরে গণিত চর্চা করে।
    আর এই সব সুত্র বই এর প্রতি পাতার প্রথম পৃষ্ঠায় দেওয়া থাকে।
    1. Ridoy Bepari Author Post Creator says:
      তা ঠিক কিন্তুু।
    2. Umar Faruk Author says:
      চর্চা না করলে এই সব সূত্র কোন কাজে আসবে না
    3. Ridoy Bepari Author Post Creator says:
      সেটা যার যার নিজস্ব ব্যাপার। না পারলে আমিত কিছু করতে পারব না। আপনি ও কিছু পারবেন কি?
    4. Sabbir Hossain Author says:
      অ্যাপ ইনস্টল করা থাকলে চোখের সামনে পড়লে একটু একটু করে পড়লেও অনেক কিছু শিখতে পারবে।
    1. Ridoy Bepari Author Post Creator says:
      জি ভাই
    1. Ridoy Bepari Author Post Creator says:
      thanks
  2. firoz kabir Author says:
    ai apps niea age post kora ace…
    1. Ridoy Bepari Author Post Creator says:
      লিংক দেন
    2. Ridoy Bepari Author Post Creator says:
      ager post er l….k din
    3. firoz kabir Author says:
      trickbd.com/education-guideline/374322
    4. firoz kabir Author says:
      1 month agei kora ace… education guideline category te dekhen
  3. Sajib Kumar Contributor says:
    Jode Sha Na Pora Apps Dea Ke Hoba
    1. Ridoy Bepari Author Post Creator says:
      সেইটা তার নিজস্ব ব্যাপার। আমি কি করতে পারি আমার প্রয়োজন মনে করছি তাই সবার জন্য পোষ্ট করলাম।
    2. Sabbir Hossain Author says:
      অ্যাপ ইনস্টল করা থাকলে চোখের সামনে পড়লে একটু একটু করে পড়লেও অনেক কিছু শিখতে পারবে।

Leave a Reply