Site icon Trickbd.com

দেখে নিন মৌলের পারমানবিক ভর মনে রাখার সহজ সূত্র!

Unnamed

ট্রিকবিডিতে জানাই সবাইকে স্বাগতম!

আশা করি সবাই মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভালোই আছেন।

পারমানবিক ভর মনে রাখতে গিয়ে অনেকেরই বেগ পেতে হয়ে।তাই যাতে খুব সহজেই মৌলের পারমানবিক ভর মনে রাখতে পারেন,সেই প্রচেষ্টাতেই আপনারদের জন্য নিয়ে এসেছি ভর মনে রাখার সহজ সূত্র।

সূত্র:
১-২০ এর মধ্যে জোড় সংখ্যার ক্ষেত্রে,

ভর=(পারমানবিক সংখ্যার সাথে ২ গুণ করতে হবে)

উদাহরণ:
Mg এর পারমানবিক সংখ্যা ১২ ।

Mg এর ভর= ১২ গুণ ২=২৪

বিজোড় সংখ্যার ক্ষেত্রে,

ভর=(পারমানবিক সংখ্যার সাথে ২ গুণ)+১

উদাহরণ:

Al এর পারমানবিক সংখ্যা ১৩

Al এর ভর= (১৩ গুণ ২)+১
=২৬+১
=২৭

এদের মধ্যে ব্যতিক্রম হলো Be,N,Ar,Cl যাদের ভর যথাক্রমে ৯,১৪,৪০ ও ৩৫.৫

২১-৩০ এর মধ্যে,

জোড় হলে,

ভর= (পারমানবিক সংখ্যা গুণ ২)+৪

যেমন:
Fe এর পারমানবিক সংখ্যা ২৬

Fe এর ভর= (২৬ গুণ ২)+৪
=৫৬

বিজোড় হলে,

ভর= (পারমানবিক সংখ্য গুণ ২)+৫

যেমন:
Mn এর পারমানবিক সংখ্য ২৫

Mn এর ভর= (২৫ গুণ ২)+৫
=৫৫

তবে এদের মধ্যে ব্যতিক্রম হিসেবে Sc এই নিয়ম মেনে চলে না।

***ধন্যবাদ***