ট্রিকবিডিতে জানাই সবাইকে স্বাগতম!

আশা করি সবাই মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভালোই আছেন।

পারমানবিক ভর মনে রাখতে গিয়ে অনেকেরই বেগ পেতে হয়ে।তাই যাতে খুব সহজেই মৌলের পারমানবিক ভর মনে রাখতে পারেন,সেই প্রচেষ্টাতেই আপনারদের জন্য নিয়ে এসেছি ভর মনে রাখার সহজ সূত্র।

সূত্র:
১-২০ এর মধ্যে জোড় সংখ্যার ক্ষেত্রে,

ভর=(পারমানবিক সংখ্যার সাথে ২ গুণ করতে হবে)

উদাহরণ:
Mg এর পারমানবিক সংখ্যা ১২ ।

Mg এর ভর= ১২ গুণ ২=২৪

বিজোড় সংখ্যার ক্ষেত্রে,

ভর=(পারমানবিক সংখ্যার সাথে ২ গুণ)+১

উদাহরণ:

Al এর পারমানবিক সংখ্যা ১৩

Al এর ভর= (১৩ গুণ ২)+১
=২৬+১
=২৭

এদের মধ্যে ব্যতিক্রম হলো Be,N,Ar,Cl যাদের ভর যথাক্রমে ৯,১৪,৪০ ও ৩৫.৫

২১-৩০ এর মধ্যে,

জোড় হলে,

ভর= (পারমানবিক সংখ্যা গুণ ২)+৪

যেমন:
Fe এর পারমানবিক সংখ্যা ২৬

Fe এর ভর= (২৬ গুণ ২)+৪
=৫৬

বিজোড় হলে,

ভর= (পারমানবিক সংখ্য গুণ ২)+৫

যেমন:
Mn এর পারমানবিক সংখ্য ২৫

Mn এর ভর= (২৫ গুণ ২)+৫
=৫৫

তবে এদের মধ্যে ব্যতিক্রম হিসেবে Sc এই নিয়ম মেনে চলে না।

***ধন্যবাদ***

11 thoughts on "দেখে নিন মৌলের পারমানবিক ভর মনে রাখার সহজ সূত্র!"

  1. shahriarcus Author says:
    Old post. Trickbd te ageo ei post kora ase. Tobuo valo.
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      হ্যাঁ,আছে জানি।তবে সেটা সম্পূর্নটা নেই।দেখে নিতে পারেন ঐ পোস্টটাতে গিয়ে।
  2. IT Expert Legend Author says:
    এই সুত্র খুব সম্ভবত ক্লাস 9 এর কেমিস্ট্রি বইতেই রয়েছে 2n +1 আকারে
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      আছে তবে সেটা অন্য নিয়মে।এই নিয়মে নয়।সেটা মনে রাখা কষ্টকর।
    1. Mustafizian Sharif Author Post Creator says:
      জানার জন্য ধন্যবাদ।
  3. bdsohan25 Contributor says:
    Onek onek thanks..

    Dorkari post.

    amon aro chai bro.

    1. Mustafizian Sharif Author Post Creator says:
      ধন্যবাদ।আপনাদের সাপোর্ট পেলে চেষ্টা করব এরকম আরো ভালো পোস্ট দেয়ার।

Leave a Reply