Site icon Trickbd.com

SSC 2018 পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস

Unnamed

ssc exam 2018

SSC পরীক্ষার্থীদের জন্য কিছু টিপসঃ
১. পরীক্ষার আগের রাতে খুব বেশি পড়ার দরকার নেই।রাত জেগে পড়লে পরীক্ষার হলে গিয়ে লিখতে সমস্যা হতে পারে।তাই পরীক্ষার আগের দিন রাতে ভালো ঘুম হওয়া প্রয়োজন।
২. ২০১৮ সালে নতুন নিয়ম হলো পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে,তাই আগেরদিনই সব প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন এতে আর পরীক্ষার দিন তারাহুরো করতে হয় না।
৩. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর পড়াগুলো একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে।
৪. পরীক্ষায় যাবার সময় নিজের স্কুলের ইউনিফর্ম পরিধার করে যাওয়া ভালো।
৫. খালি পেটে পরীক্ষা দিতে যাওয়া উচিৎ না।
৬. প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে এত মানুষ দেখে একটু নার্ভাস ফিল হতে পারে,তখন অতিরিক্ত টেনশন না করে স্বাভাবিক থাকার চেষ্টা করবে।
৭. পরীক্ষার হলে খুব বেশি শব্দ করা উচিৎ না,এতে করে পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় থাকে না ও হলে কর্মরত শিক্ষকরা বিরক্ত হয়ে রেগে যেতে পারেন।
৮. হলে যথাসম্ভব শব্দ কম করতে হবে।

৯. তোমার পাশে যে পরবে তার সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক করে নাও,এতে করে দুজন দুজনকে সাহায্য করতে পারবে।
১০. হলে কর্মরত শিক্ষকদের সাথে বিনয়ের সাথে নিম্ন স্বরে কথা বলতে হবে,কারন কর্মরত শিক্সকরাই তুমি বিপদে পরলে তোমাকে হেল্প করবে।
১১. হলে কোন আলাদা কাগজ, মোবাইল,মোবাইল ঘরি এগুলো নেওয়া থেকে বিরত থাক।
১২. খাতায় ওএমআর পূরন করার সময় যদি কোন ভুল হয় তবে, ঘাবরে না গিয়ে হলে কর্মরত শিক্ষকদের বলবে।
১৩. পরীক্ষার প্রশ্নে কোন দাগ দেওয়া যাবে না।
১৪. কাল বলপেন দিয়ে লিখবে ও স্কেল করবে।
১৫. খাতায় লিখা থাকবে “এখান থেকে লেখা শুরু কর” এখান থেকেই লেখা শুরু করতে হবে।
১৬. বোর্ড থেকে কোন লোক আসলে তার দিলে তাকাবে না,তুমি তোমার মত লিখতে থাকবে বা প্রশ্ন টা হাতে নিয়ে দেখতে থাকবে কোন ভাবেই বসে থাকবে না,এতে করে বোর্ড কর্মকর্তা ভাববে তোমার কাছে কোন নকল আছে বা তুমি কিছু পার না অন্যদের থেকে দেেখ লিখতেছ।
১৭. কোন কারনে যদি তোমার খাতা নিয়ে যায় তবে কোন ভাবেই শিক্ষকের সাথে খারাপ আচরন করা যাবে না,এরফলে তোমার খাতা এক্সপেল ও করে দিতে পারে।তাই খাতা নিয়ে গেলে দাড়িয়ে বিনয়ের সাথে স্যারকে ১-২ বার বলবে খাতা দেওয়ার জন্য,সার যদি বলে ৫ মিনিট পর তখন তুমি না বলাই ভালো।৫ মিনিট পরই খাতা চেয়ে নাও।কারন বার বার বললে স্যার বিরক্ত হতে পারেন।খাতা এক্সপেল হওয়ার চেয়ে ৫ মিনিট পর নেওয়াই ভালো তাই না?
১৮. আর কারো আশায় বসে না থেকে নিজে যা পারো তা দেবার চেষ্টা কর।
১৯. Objective পাওয়ার ৭-৮ মিনিটের মধ্যে কমপক্ষে পাশ নম্বর শিউর করে তারপর তুমি অন্যদের হেল্প নেবে।আগে পাশ নম্বর শিউর করতে হবে।
২০. বোর্ড কর্মকর্তা এসে হলে বেশি হলে ৭-৮ মিনিট থাকবে,এ সময় চুপচাপ লিখতে থাকবে।
২১. আল্লাহর নাম নিয়ে লেখা শুরু কর।

আশা করি এ টিপস গুলো মেনে চললে তুমি কোন সমস্যায় পরবেনা।

এ কথাগুলো আমি আমার স্যারের কাছ থেকে শুনেছি।কেও ভাববেন না যে কপিপোস্ট।

আর আমিও এবার Ssc পরীক্ষা দেবো।আমরা যারা এবার পরীক্ষা দেবো সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারি আমাদের জন্য দোয়া করবেন।সবাই ভালো থাকবেন।পরীক্ষার পর দেখা হবে।
## BDJaan24.Com ##