ssc exam 2018

SSC পরীক্ষার্থীদের জন্য কিছু টিপসঃ
১. পরীক্ষার আগের রাতে খুব বেশি পড়ার দরকার নেই।রাত জেগে পড়লে পরীক্ষার হলে গিয়ে লিখতে সমস্যা হতে পারে।তাই পরীক্ষার আগের দিন রাতে ভালো ঘুম হওয়া প্রয়োজন।
২. ২০১৮ সালে নতুন নিয়ম হলো পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে,তাই আগেরদিনই সব প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন এতে আর পরীক্ষার দিন তারাহুরো করতে হয় না।
৩. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর পড়াগুলো একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে।
৪. পরীক্ষায় যাবার সময় নিজের স্কুলের ইউনিফর্ম পরিধার করে যাওয়া ভালো।
৫. খালি পেটে পরীক্ষা দিতে যাওয়া উচিৎ না।
৬. প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে এত মানুষ দেখে একটু নার্ভাস ফিল হতে পারে,তখন অতিরিক্ত টেনশন না করে স্বাভাবিক থাকার চেষ্টা করবে।
৭. পরীক্ষার হলে খুব বেশি শব্দ করা উচিৎ না,এতে করে পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় থাকে না ও হলে কর্মরত শিক্ষকরা বিরক্ত হয়ে রেগে যেতে পারেন।
৮. হলে যথাসম্ভব শব্দ কম করতে হবে।

৯. তোমার পাশে যে পরবে তার সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক করে নাও,এতে করে দুজন দুজনকে সাহায্য করতে পারবে।
১০. হলে কর্মরত শিক্ষকদের সাথে বিনয়ের সাথে নিম্ন স্বরে কথা বলতে হবে,কারন কর্মরত শিক্সকরাই তুমি বিপদে পরলে তোমাকে হেল্প করবে।
১১. হলে কোন আলাদা কাগজ, মোবাইল,মোবাইল ঘরি এগুলো নেওয়া থেকে বিরত থাক।
১২. খাতায় ওএমআর পূরন করার সময় যদি কোন ভুল হয় তবে, ঘাবরে না গিয়ে হলে কর্মরত শিক্ষকদের বলবে।
১৩. পরীক্ষার প্রশ্নে কোন দাগ দেওয়া যাবে না।
১৪. কাল বলপেন দিয়ে লিখবে ও স্কেল করবে।
১৫. খাতায় লিখা থাকবে “এখান থেকে লেখা শুরু কর” এখান থেকেই লেখা শুরু করতে হবে।
১৬. বোর্ড থেকে কোন লোক আসলে তার দিলে তাকাবে না,তুমি তোমার মত লিখতে থাকবে বা প্রশ্ন টা হাতে নিয়ে দেখতে থাকবে কোন ভাবেই বসে থাকবে না,এতে করে বোর্ড কর্মকর্তা ভাববে তোমার কাছে কোন নকল আছে বা তুমি কিছু পার না অন্যদের থেকে দেেখ লিখতেছ।
১৭. কোন কারনে যদি তোমার খাতা নিয়ে যায় তবে কোন ভাবেই শিক্ষকের সাথে খারাপ আচরন করা যাবে না,এরফলে তোমার খাতা এক্সপেল ও করে দিতে পারে।তাই খাতা নিয়ে গেলে দাড়িয়ে বিনয়ের সাথে স্যারকে ১-২ বার বলবে খাতা দেওয়ার জন্য,সার যদি বলে ৫ মিনিট পর তখন তুমি না বলাই ভালো।৫ মিনিট পরই খাতা চেয়ে নাও।কারন বার বার বললে স্যার বিরক্ত হতে পারেন।খাতা এক্সপেল হওয়ার চেয়ে ৫ মিনিট পর নেওয়াই ভালো তাই না?
১৮. আর কারো আশায় বসে না থেকে নিজে যা পারো তা দেবার চেষ্টা কর।
১৯. Objective পাওয়ার ৭-৮ মিনিটের মধ্যে কমপক্ষে পাশ নম্বর শিউর করে তারপর তুমি অন্যদের হেল্প নেবে।আগে পাশ নম্বর শিউর করতে হবে।
২০. বোর্ড কর্মকর্তা এসে হলে বেশি হলে ৭-৮ মিনিট থাকবে,এ সময় চুপচাপ লিখতে থাকবে।
২১. আল্লাহর নাম নিয়ে লেখা শুরু কর।

আশা করি এ টিপস গুলো মেনে চললে তুমি কোন সমস্যায় পরবেনা।

এ কথাগুলো আমি আমার স্যারের কাছ থেকে শুনেছি।কেও ভাববেন না যে কপিপোস্ট।

আর আমিও এবার Ssc পরীক্ষা দেবো।আমরা যারা এবার পরীক্ষা দেবো সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারি আমাদের জন্য দোয়া করবেন।সবাই ভালো থাকবেন।পরীক্ষার পর দেখা হবে।
## BDJaan24.Com ##

42 thoughts on "SSC 2018 পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস"

  1. ALAMIN Contributor says:
    same.ami o dibo.
    1. Shuvo Author Post Creator says:
  2. Naim sdq Author says:
    নিজে নিয়মগুলো পালন কর এবং এসব ট্রিকবিডি ছেড়ে ভালভাবে পরিক্ষা দাও। তুমি কেমন পড়ুয়া ছাত্র বোঝা হয়ে গেছে। কাল বাদ দিয়ে পরিক্ষা আর আজ পোষ্ট করতে বসেছে।
    1. Apurba Author says:
      ektu gaan sunle r net chalaile manosik chap theke kichuta mukto thaka jay!!! thanks!!! Iam also a ssc candidate!!
  3. S_R1122 Contributor says:
    nice ami next year dibo
  4. mrshibly Contributor says:
    Thanks.amio SSC Candidate!
  5. Sifat Khan Contributor says:
    আমিও পরিক্ষা দিব…
    নার্ভাস হব কেন প্রথম দিন মারামারি দিমু…
  6. Farzana Contributor says:
    owo gd post amio ABAR SSC dibo
    acha kori ai tips guli palon korbo
  7. fahimalif2 Contributor says:
    দুয়া রইল,,,সবাই ভাল ভাবে পরিক্ষা দিয়ো
  8. Shaheen Uddoula Author says:
    এটাই আমার last comment ট্রিকবিডিতে।
    [এর পরবর্তি কমেন্ট একমাস পর থেকে শুরু হবে(এর আগেও হতে পারে)]
    আমার জন্য সবাই দোয়া করবেন।
  9. Uzzal Mahamud Pro Author says:
    ভাই দুয়া করবেন আমি ও SSC দিবো।
  10. ZiAuzZaMan Contributor says:
    দুয়া রইল।সবাই যেনো ভাল RESULT করে।
  11. Mamun088 Contributor says:
    সকল পরীক্ষার্থী ছোট ভাই বোনদের জন্য শুভ কামনা রইলো,সেই সাথে তোমার জন্যও।
  12. Al-Rishad Contributor says:
    Brother amar jonneo dua korben.amio ssc exam dibo
  13. Shifat Contributor says:
    Hmm kota Tik Btw amio eobar Ssc Exm Dimo?
  14. MD. Arman Hossain Contributor says:
    Good..post,ami SSC exm dbo…☺
    sobai amader jonno doa koiren…☺
  15. Ujjal1122 Contributor says:
    It’ my 1st comment
    Good_post
    আমিও এবার SSC পরিক্ষা দিব। আমার জন্য সকলেই দোয়া/আশীর্বাদ করবেন। আমিও যেন ভালোভাবে পরিক্ষা দিতে পারি।
  16. SH-IMRAN Contributor says:
    ভাই আমার বাসা ঠাকুরগাঁও,,,,,,আমিও এবার এস.এস.সি দিব।।।দোয়া করবেন সবাই
  17. Monjurultonmoy Contributor says:
    Thanks good suggestion for us who are going to sit for SSC exam…..Please pray for us…….
  18. atik_hasan Contributor says:
    HSC Routine bar hoyca ?
  19. unknown Contributor says:
    Me to ssc dibo .Amir agay ak ta kota selo sober jono j ratay ques ar soka a নৈবিতীক poray jay ben .Keron ai ta agay day !: ar ssc por post kor mu amio new new think nia . gd luck u al:l
    1. Shuvo Author Post Creator says:
      thanks
    2. Shuvo Author Post Creator says:
      সকালে পড়ার সময় নাই,৮ কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র
  20. M.A Rocky Contributor says:
    আমি ও ssc দিব সবাই দোয়া করবেন
  21. Saif Contributor says:
    Amio ssc candidate.
  22. Rakib145 Contributor says:
    Gd post…
    Ami o ssc dibo…
    Sobai dowa korben…
  23. sH@nTo Contributor says:
    I am also ssc candidate
  24. Md Shohag Islam Contributor says:
    Thank you for good advice for ssc candidate
  25. Farabi Khan Contributor says:
    amio ssc candidate
    1. Shuvo Author Post Creator says:
      o
  26. Fárdín Søúrøv Contributor says:
    Tnq bro… Kotha gulo valo laglo….
    Amio ssc candidate. Ami tomar gonno dua kori and amar gonno dua koro jano valo kore exm dite pari.. Allah rohomote jano valo kore. Exm dite pari jeno sobay ingshaallah….
    1. Shuvo Author Post Creator says:
      thanks
  27. Anonymous Subscriber says:
    আমিও এবার Ssc দিব, দোয়া করবেন সবাই।
  28. Shuvo Author Post Creator says:
    Tnx All
  29. MrShahriar Contributor says:
    ধন্যবাদ
    1. Shuvo Author Post Creator says:
      welcome
  30. AmiHolamKabir Contributor says:
    religon er objective is so harďdd
  31. AmiHolamKabir Contributor says:
    guard er uporo onek kisu nirvor kre

Leave a Reply