আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন।
আজকে একটি অসাধারণ টেকনিক ও টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে Redotpay 5$ বোনাস সম্পূর্ণ বৈধ পন্থায় বিকাশের মাধ্যমে তুলতে পারবেন। যেখান থেকে ১০০ টাকার উপরে লাভ করতে পারবে, যা একটু পরেই জানতে পারবে। কোন ঝামেলা ছাড়াই। এছাড়া বিটকয়েন, ইথিরিয়াম, USDT যত অবৈধ কয়েন আছে তা খুব সহজেই বিকাশের মাধ্যমে তুলতে পারবেন। যা সম্পূর্ণ বৈধ পন্থায় হবে।
তাহলে চলুন আজকের পোস্টটি শুরু করা যাক।
শুরুতে যারা Redopay অ্যাকাউন্ট করেননি, তারা এখন করে নিন।
একাউন্ট খুলাও ভেরিফাই করার নিয়ম: এখান থেকে আমার রেফার একাউন্ট করুন
তাহলে আমি আপনাদেরকে এখনকার অফারে ৪০০ টাকায় কার্ড দিতে পারবো। আর, যে ৫ ডলার বোনাস পাবেন তার তুলে ১০০ টাকার উপর লাভ করতে পারবেন। তাই দেরি না করে এখন একাউন্ট করে ফেলুন অবশ্যই আমার রেফার ব্যবহার করে।
আর যেভাবে কার্ড নিবেন। তার লিংক এখানে:
চার ডলারের কার্ড নেওয়ার নিয়ম : 11.11 সেলে Redotpay Visa কার্ড ৬০% ছাড় নিন ৪ ডলারে। এই কার্ড দিয়ে Facebook boost করা যায়।
এখন বিস্তারিত পোস্টে আসি।
যেভাবে redopay 5$ বিকাশে তুলবেন
১. প্রথমে বিকাশ একাউন্টে প্রবেশ করুন। এবং পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
২. ধরে নিলাম আপনি মার্চেন্ট নাম্বার আছে। এখন মার্চের নাম্বারটি প্রবেশ করে এই অপশনে আসুন।
এখান থেকে card অপশন সিলেক্ট করুন।
এখানে মনে রাখার বিষয় হচ্ছে, বিকাশ হতো ভিসাকাটি সাপোর্ট করে। আর আমাদের Redotpay যে কার্ডটি প্রোভাইড করে তা ভিসা card ই।
৩. এবার আপনার পরিমাণ বসিয়ে পরবর্তী অপশনে যান:
পরবর্তী অপশনে, আপনার কার্ড নাম্বার আপনার কার্ডের holder নাম, মেয়াদ, সিকিউরিটি কোড সঠিকভাবে দিবেন।
এখানে অবশ্যই আপনার কার্ড হোল্ডার নেম সঠিকভাবে দিতে হবে। কারণ সঠিকভাবে না দিলে পেমেন্ট করতে পারবেন না পেমেন্ট ব্যর্থ হবে। আর অবশ্যই কার্ড হোল্ডার নেম বড় হাতের অক্ষরে দিবেন না হলে পেমেন্ট হবে না। পেমেন্ট ব্যর্থ হবে।
৪. সবকিছু সঠিকভাবে দেওয়ার পর, আপনাকে সিকিউরিটি আইডেন্টি কনফার্ম করতে বলবে। কারণ, redotpay একটি সিকিউর কার্ড, যা 3D কার্ড দিয়ে থাকে। এর ফলে আপনার কার্ড নাম্বার কেউ জেনে গেলেও পেমেন্ট করতে পারবেনা।
অপশন থেকে টেক্সট মোবাইল নাম্বার, অথবা মোবাইল অ্যাপস সিলেক্ট করুন। আমি মোবাইল অ্যাপ সিলেট করেছি।
৫. সিলেট করার পর পরের পেজে গেলে। ঠিক এমন একটি মেসেজ আসবে
যেখানে বলা হয়েছে আমার redotpay একাউন্টে একটি নোটিফিকেশন দিয়েছে। হ্যাঁ, নোটিফিকেশন চেক করার জন্য অ্যাপস এ প্রবেশ করবেন।
৬. দেখুন আমি নোটিফিকেশনটি পেয়েছি এবং তা আপলোড করে দিচ্ছি
৭. এপ্রুভ করা স্যারের সাথেই পেমেন্টটি হয়ে যাবে। স্ক্রিনশট দেখুন:
এবং এখানে আমার ভিসা কার্ডের শেষে ডিজিট দেখাচ্ছে।
এবং পেমেন্টটি সফল হয়েছে। এভাবে খুব সহজেই বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন। সম্পূর্ণ বৈধ পন্থায়। আর আপনারা জানেন এই কার্ডটি কিপ্টো কার্ড। তাই এই একটি হচ্ছে একমাত্র পন্থা যার মাধ্যমে বৈধ পথে টাকা তুলতে পারবে।
আশা করছি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আর হ্যাঁ যারা আমার রেফার একাউন্ট করবেন। তারা ডলার জন্য আমার ফেসবুকে টেলিগ্রামে যোগাযোগ করবেন। নিচে সবগুলো লিংক দেওয়া হল।
আমার ফেসবুক : Facebook
Telegram: Telegram Me
পোস্টটি বুঝিতে অসুবিধা হলে ভিডিওটি দেখুন
Video link
আর এটি 3D card.. তাই google cloud ও কাজ করবে।
হলে 4 ডলারের দাম পরে ৪০০ কিভাবে??
সেটা দিয়ে ফেসবুকে বুস্ট করা যাবে??
আমি করবো সকালে আপনাকে নক দিচ্ছি।