আসসালামু’আলাইকুম
# এক্সাম আর কলেজের ব্যস্ততার কারণে অনেকদিন ট্রিকবিডিতে আসিনাই। নতুন রুলগুলো সম্বন্ধে ভালভাবে অবগত নই। ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন।
আজকের টপিক এর সারসংক্ষেপ:
# আমরা যারা মাধ্যমিক শিক্ষার অধীনে আছি, সকলেরই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামক বিষয়টি আছে। এবং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ “চ্যাপ্টার ৩” এর একটি অংশ হল “সংখ্যা পদ্ধতি।”
# এই সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর সৃজনশীল অংশের জন্য আলাদা নিয়ম থাকলেও, এমসিকিউ এর ক্ষেত্রে ওই নিয়মে করলে প্রচুর সময় অপচয় হয়। এছাড়া সৃজনশীল প্রশ্নের উত্তরের শুদ্ধতা যাচাইকরণও প্রয়োজন।
# এ দুই সমস্যার সমাধান আমরা ক্যাল্কুলেটর ব্যবহার করে পেতে পারি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেশির ভাগ প্রতিষ্ঠানে তা শেখানো হয় না।
# তাই আজকে আমি দেখাবো কিভাবে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর করবেন অর্থাৎ ডেসিম্যাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর ক্যাল্কুলেটর এর মাধ্যমে করবেন।
যা যা লাগবে
বিশেষ দ্রষ্টব্যঃ ধাপের ছবিগুলো MS ক্যাল্কুলেটরে নেয়া। তবে ES এও সম্ভব।
ধাপ সমূহ
(১) আপনার MS ক্যাল্কুলেটরটি অন করুন।
(৩) দেখুন BASE লেখা আছে এবং এর নিচে 3. সুতরাং ক্যাল্কুলেটরে 3 চাপুন।
(৪) ডিসপ্লে তে এমন দেখতে পাবেন। 0 এর পাশে d লেখা থাকবে। অর্থাৎ আপনি এখন যে সংখ্যা লিখবেন তা DECIMAL এ ইনপুট হবে।
(৫) যদি DECIMAL এ ইনপুট না দিয়ে আপনি অন্য কিছুতে ইনপুট দিতে চান,
তাহলে এই ছবিতে প্রদর্শিত key-গুলো পছন্দমত চাপুন। আপনি BIN চাপলে BINARY ইনপুট নিবে এবং ডিসপ্লেতে 0 এর পাশে b শো করবে।
(৬) আমি DEC key চাপলাম। এখন যেকোনো ডেসিম্যাল সংখ্যা লিখুন।
(৭) আমি 156 লিখলাম। এখন এটিকে BINARY বা OCTAL কিংবা HEXA-DECIMAL এ রূপান্তর করতে চাই।
এজন্য আগে 156 সংখ্যাটি লেখার পর “=” চিহ্ন দিতে হবে। (সবক্ষেত্রেই আবশ্যক) ফলে ছবির মত 156 সংখ্যাটি ডিসপ্লেতে 0 যেখানে ছিল সেখানে শো করবে।
(৮) এখন BINARY আউটপুট পেতে ধাপ-৫ এ প্রদর্শিত key সমূহের মধ্য থেকে BIN চাপুন। তাহলে 156 এর BINARY মান শো করবে।
(৯) OCTAL আউটপুট পেতে ধাপ-৫ এ প্রদর্শিত key সমূহের মধ্য থেকে OCT চাপুন। তাহলে 156 এর OCTAL মান শো করবে।
(১০) HEXA-DECIMAL আউটপুট পেতে ধাপ-৫ এ প্রদর্শিত key সমূহের মধ্য থেকে HEX চাপুন। তাহলে 156 এর HEXA-DECIMAL মান শো করবে।
সংখ্যা পদ্ধতির যোগ
# আপনারা উপরের ধাপ সমূহের মাধ্যমে, যেকোনো সংখ্যা পদ্ধতিতে গিয়ে, স্বাভাবিক ক্যাল্কুলেটরের নিয়মে যোগ করতে পারেন। আবার যোগফল কে ইচ্ছামত DEC, BIN, OCT, HEX এ নিতে পারেন।
# দুটি ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করতে হলে, যেমন- OCTAL এর সাথে HEXA-DECIMAL যোগ করতে হলে-
* দুটি সংখ্যাকেই একটি একই সংখ্যা পদ্ধতিতে (ধরুন DECIMAL এ) নিয়ে লিখে রাখুন।
* তারপর যোগ করুন এবং রূপান্তর করুন প্রশ্নানুযায়ী।
নিচে একটি কমন HEXA-DECIMAL যোগ দেখালামঃ
# প্রথমে AC key দিয়ে আগের অবস্থায় আনুন, তারপর HEX key চাপুন-
# আমরা জানি HEXA-DECIMAL পদ্ধতিতে ১৬ টি অংক হল 1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F
# এখন 1-9 ক্যাল্কুলেটরে স্বাভাবিক নিয়মে লেখা যায়, A-F লিখতে ছবিতে প্রদর্শিত key সমূহ চাপুন সুবিধামত।
(A,B,C,D,E,F চাপার আগে ALPHA key কিংবা SHIFT key দিতে হবে না)
# এভাবে আমি ABC ও DEF হেক্সাডেসিম্যাল সংখ্যা দুটি যোগ করলাম।
ক্যাল্কুলেটরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা
এখন আপনার ক্যাল্কুলেটর BASE মোডে আছে। আপনি আবার গতানুগতিক ক্যাল্কুলেশন করতে চাইলে নিচের ছবিতে প্রদর্শিত key সমূহ পরপর চাপুন।
SHIFT MODE 3 = AC
You must be logged in to post a comment.
ভাই সেই হইছে???
ধন্যবাদ ভাই *_*
মিতা সেই হইছে ! আমি এই বিষয় গুলা স্যারদের শিখাই ? বলি আপনারা খালি অংক করতে পারেন,, টিপতে পারেন না :|…………………….
…….
…..
….
….
…. ক্যালকুলেটর ??
ভাইয়ের কষ্ট ধন্য হোক।
ইনশাআল্লাহ ভাই
(৭) আমি 156 লিখলাম। এখন এটিকে BINARY বা OCTAL কিংবা HEXA-DECIMAL এ রূপান্তর করতে চাই।
Ei step ta hocche na kno bro?? 100ms diye hobe na naki?
হবে আমার টাও 100 MS
এই স্টেপ এ কোথায় প্রব্লেম হচ্ছে বলুন?
(৭) আমি 156 লিখলাম। এখন এটিকে BINARY বা OCTAL কিংবা HEXA-DECIMAL এ রূপান্তর করতে চাই।
এজন্য আগে 156 সংখ্যাটি লেখার পর “=” চিহ্ন দিতে হবে। (সবক্ষেত্রেই আবশ্যক) ফলে ছবির মত 156 সংখ্যাটি ডিসপ্লেতে 0 যেখানে ছিল সেখানে শো করবে।
সারমর্ম:
১৫৬ লিখার পর রূপান্তরের পূর্বে = চিহ্ন তে ক্লিক করতে হবে
= ei mark ta uthche na toh!
= চিহ্ন ডিসপ্লেতে উঠবে না। এটা দিলে 156 লেখা টা 0 যেখানে ছিল সেখানে শো করবে শুধু!
Ok. Bro got it!! Thank you! ??
Welcome
Really Good Post.
Hot Post of the week for me.
জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাই
Pls vai,ES er ta den….onek opokar hobe…
বর্তমানে আমার কাছে ES ক্যাল্কুলেটর নেই, আপনার ক্যাল্কুলেটরে MODE এ গিয়ে BASE যত নাম্বারে আছে সেটি চাপুন। এবং পোস্টের নির্দেশনা অনুযায়ী চেষ্টা করতে পারেন! মন্তব্যের জন্য ধন্যবাদ
ES er ta den….onek opokar hobe…
ES ar MS duitar system shomporno binno….like android & java…..
আমার হাতে E.S. CALCULATOR থাকলে জানতাম ভাই। দুঃখিত।
তবে করা যাবে এটা জানি, নিয়মটা জানিনা ঠিক।
nice
ধন্যবাদ
Age thekei Jani……tobu o post korar jonno thanks
Ai niyom a…bobo boro onko gula Kora Jai na…..Soto khato gula Kora Jai
জ্বি। সাধারণত এমসিকিউ তে ছোটখাট গুলো আসে। মন্তব্য করার জন্য ধন্যবাদ
tnx
ধন্যবাদ
চেষ্টা প্রশংসনীয় ।
ধন্যবাদ
vlo
ধন্যবাদ
?
Vai Amr jonno eta khub kajer ekta post….Many Many Thanks
??
জেনে ভাল লাগলো ? ধন্যবাদ ভাই
kivabe somikoroner ans ber kore e niye post korle upokar hobe
ধারাবাহিক ভাবে ম্যাট্রিক্স, মিডেল টার্ম ফ্যাক্টর, ইকুয়েশন ইনশাআল্লাহ দিব ?
tnxZ
অসাধারণ পোস্ট।
ধন্যবাদ ?
আর পয়েন্ট এর হিসাব কি ভাবে করব মনে করেন (37.245)10 কে ডেসিমালে রুপান্তর। কি করবি?
Vai ki babe English e nam lekha jai calculator e ei post koren pllzzzz