Site icon Trickbd.com

জেনে নিন কিভাবে SSC পরীক্ষার খাতা পূন:নিরীক্ষণ (Board Challenge) করবেন। [[শুধুমাত্র ১৩ মে পর্যন্ত]]

Unnamed


আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। চলতি মাসের ৬ তারিখ Ssc পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। Ssc পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণ বা সহজ ভাষায় Board Challenge এর কথাও সবাই জানেন, অনেকে করিয়েছেন।

Board Challenge টা কি?

Board challenge এর কথা সবাই জানেন তাও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি এটা সম্পর্কে। ধরুন আপনি কোন সাবজেক্টে A+ মিস করেছেন বা ফেল করেছেন কিন্তু আপনার বিশ্বাস আপনি ওই সাবজেক্টে ভালো করেছেন তখন আপনি বোর্ড চেলেঞ্জ করবেন।

তো এখন তো জেনে গেছেন এই board challenge জিনিস টা কি। স্বাভাবিক ভাবে সবাই board challenge করানোর জন্য কম্পিউটার দোকানগুলাতে যায়। সেখানে প্রতি সাবজেক্ট এর জন্য ১৫০-১৮০ টাকার মতো নেয়। এখানে আসলে খরচ হয় ১২৫ টাকা, বাকিটা ওদের লাভ।
আজকের পোস্টে আমি Ssc পরীক্ষার খাতার পুন:নিরীক্ষণ(Board Challenge) করতে হয় তা সম্পর্কে জানাবো

যা যা লাগবে [Requirements]


#টেলিটক সিম কার্ড ( প্রিপেইড)
# পর্যাপ্ত ব্যালেন্স [ ১২৫ টাকা প্রতি সাবজেক্ট। বাংলা, ইংরেজি তে খরচ ২৫০ টাকা। কারণ ১ম ও ২য় পত্র একসাথে করতে হবে]
#পোস্ট টা ভালো ভাবে পড়তে হবে।

নিয়ম


১# মোবাইলের মেসেজ অপশনে যান।
২# সিম অবশ্যই টেলিটক হতে হবে।
৩# মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
RSC (space) বোর্ডের নামের ১ম তিন অক্ষর(space)SSC Roll number (space) সাবজেক্ট কোড লিখে 16222 তে পাঠিয়ে দিবেন।

ধরুন আপনি কুমিল্লা বোর্ড এর পরিক্ষার্থী
আপনার রোল নাম্বার 191234
আপনি বাংলা আর ইংরেজি রিভিউ করাবেন
তাহলে আপনার মেসেজ টা হবে এরকম
RSC COM 191234 101,107
বাংলা আর ইংরেজির দুইটা পত্র একসাথে রিভিউ হবে। তাই 101 লিখলে 101 আর 102 দুইটাই রিভিউ হয়ে যাবে তাই বাংলা আর ইংরেজিতে খরচ ডাবল।
আপনি এক সাবজেক্টে রিভিউ করাতে চাইলে এভাবে একটা সাবজেক্ট এর কোড দিবেন।
এরকম ভাবে RSC COM 191234 138

মেসেজ দেওয়ার পর ফিরতি মেসেজে আপনার নাম সহ কত খরচ হবে তা আসবে আর সাথে আপনাকে একটা পিন কোড দিবে।
এখন আপনি যদি রিভিউ করাতে চান তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC(space)Yes(space)Pin code (space)Mobile Number লিখে 16222 এ সেন্ড করে দিবেন।
এখানে যে মোবাইল নাম্বার টা দিবেন ওইটাতে মেসেজ যাবে বিস্তারিত সব কিছু। আর আপনার মোবাইল থেকে টাকা কেটে নেওয়া হবে।
এখন তো বুঝে গেছেন কিভাবে Board Challenge করতে হয় এখন আপনি নিজেও বোর্ড চেলেঞ্জ করতে পারেন

বা অন্য কারোরটা করে দিতে পারবেন
বা এখান থেকে লাভ করতে পারবেন।
Board Challenge কিন্তু সারাবছর করা যায় না। রেজাল্ট প্রকাশিত হবার ৭ দিনের মধ্যে করতে হবে। অর্থ্যাৎ ১৩ মে ২০১৮ এর মধ্যেই করতে হবে।
কোন কিছু না বুঝলে কমেন্ট করুন।

আমার ফেসবুক Asfi Sultan
Visit my Website here