আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। চলতি মাসের ৬ তারিখ Ssc পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। Ssc পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণ বা সহজ ভাষায় Board Challenge এর কথাও সবাই জানেন, অনেকে করিয়েছেন।

Board Challenge টা কি?

Board challenge এর কথা সবাই জানেন তাও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি এটা সম্পর্কে। ধরুন আপনি কোন সাবজেক্টে A+ মিস করেছেন বা ফেল করেছেন কিন্তু আপনার বিশ্বাস আপনি ওই সাবজেক্টে ভালো করেছেন তখন আপনি বোর্ড চেলেঞ্জ করবেন।

তো এখন তো জেনে গেছেন এই board challenge জিনিস টা কি। স্বাভাবিক ভাবে সবাই board challenge করানোর জন্য কম্পিউটার দোকানগুলাতে যায়। সেখানে প্রতি সাবজেক্ট এর জন্য ১৫০-১৮০ টাকার মতো নেয়। এখানে আসলে খরচ হয় ১২৫ টাকা, বাকিটা ওদের লাভ।
আজকের পোস্টে আমি Ssc পরীক্ষার খাতার পুন:নিরীক্ষণ(Board Challenge) করতে হয় তা সম্পর্কে জানাবো

যা যা লাগবে [Requirements]


#টেলিটক সিম কার্ড ( প্রিপেইড)
# পর্যাপ্ত ব্যালেন্স [ ১২৫ টাকা প্রতি সাবজেক্ট। বাংলা, ইংরেজি তে খরচ ২৫০ টাকা। কারণ ১ম ও ২য় পত্র একসাথে করতে হবে]
#পোস্ট টা ভালো ভাবে পড়তে হবে।

নিয়ম


১# মোবাইলের মেসেজ অপশনে যান।
২# সিম অবশ্যই টেলিটক হতে হবে।
৩# মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
RSC (space) বোর্ডের নামের ১ম তিন অক্ষর(space)SSC Roll number (space) সাবজেক্ট কোড লিখে 16222 তে পাঠিয়ে দিবেন।

ধরুন আপনি কুমিল্লা বোর্ড এর পরিক্ষার্থী
আপনার রোল নাম্বার 191234
আপনি বাংলা আর ইংরেজি রিভিউ করাবেন
তাহলে আপনার মেসেজ টা হবে এরকম
RSC COM 191234 101,107
বাংলা আর ইংরেজির দুইটা পত্র একসাথে রিভিউ হবে। তাই 101 লিখলে 101 আর 102 দুইটাই রিভিউ হয়ে যাবে তাই বাংলা আর ইংরেজিতে খরচ ডাবল।
আপনি এক সাবজেক্টে রিভিউ করাতে চাইলে এভাবে একটা সাবজেক্ট এর কোড দিবেন।
এরকম ভাবে RSC COM 191234 138

মেসেজ দেওয়ার পর ফিরতি মেসেজে আপনার নাম সহ কত খরচ হবে তা আসবে আর সাথে আপনাকে একটা পিন কোড দিবে।
এখন আপনি যদি রিভিউ করাতে চান তাহলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC(space)Yes(space)Pin code (space)Mobile Number লিখে 16222 এ সেন্ড করে দিবেন।
এখানে যে মোবাইল নাম্বার টা দিবেন ওইটাতে মেসেজ যাবে বিস্তারিত সব কিছু। আর আপনার মোবাইল থেকে টাকা কেটে নেওয়া হবে।
এখন তো বুঝে গেছেন কিভাবে Board Challenge করতে হয় এখন আপনি নিজেও বোর্ড চেলেঞ্জ করতে পারেন

বা অন্য কারোরটা করে দিতে পারবেন
বা এখান থেকে লাভ করতে পারবেন।
Board Challenge কিন্তু সারাবছর করা যায় না। রেজাল্ট প্রকাশিত হবার ৭ দিনের মধ্যে করতে হবে। অর্থ্যাৎ ১৩ মে ২০১৮ এর মধ্যেই করতে হবে।
কোন কিছু না বুঝলে কমেন্ট করুন।

আমার ফেসবুক Asfi Sultan
Visit my Website here

26 thoughts on "জেনে নিন কিভাবে SSC পরীক্ষার খাতা পূন:নিরীক্ষণ (Board Challenge) করবেন। [[শুধুমাত্র ১৩ মে পর্যন্ত]]"

  1. SajibDas Author says:
    এই পোষ্ট আগেই হয়েছে।
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      link টা দিলে ভালো হবে কারণ আমি জানতাম না।
    2. SajibDas Author says:
      আমার প্রফাইল টা গুরে আসুন,,,আমিই করেছি।
    3. ✅Asfi Sultan Author Post Creator says:
      জ্বি ভাই দেখলাম আমি আসলে খেয়াল করি নাই। তবে আমি একটু বিস্তারিত আর সহজ ভাবে পোস্ট টা করেছি??
    4. SajibDas Author says:
      হুমম।
  2. Ridwan Contributor says:
    Good Post
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      thnx bro
  3. EvilBoy Rain Contributor says:
    vai gp sim theke ki hobe naki????
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      na vai only telitalk
  4. alamgir02 Contributor says:
    6 mark ar jonno ekta subject a a+ board challenge korle ki kono lav hobe..
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      হতেও পারে নাও হতে পারে। হওয়ার Chance কম
  5. alamgir02 Contributor says:
    ssc exam ar all subject a+ only chemistry a asce,74mark ace subject tay board challenge korle ki kono lav hobe..plz kew bolen
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      যদি ঠিক করে খাতা কাটার পরেও ৭৪ থাকে তাহলে লাভ নাই। তবে যদি ভুলবশত ৭৪ আসে তবে লাভ আছে। এখন আপনি যানেন আপনি পরীক্ষা কেমনে ন দিছেন
  6. SI Raju Contributor says:
    bro telitalk প্রিপেইড dia ki bujaicen…only প্রিপেইড dia e challenge kora jabey… telitalk ar onno sim dia hobey na
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      jabe tobe postpaid hobe na
    2. SI Raju Contributor says:
      postpaid boltey ki bujaicen bro
  7. লাল সালু Author says:
    ভাই,আমি ভুল করে রোল নাম্বারটা আরেকজনেরটা দিয়েছি।এখন কি ভাই কিছু করা যাবে।
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      ভুলে আরেকজনের খাতা রিভিউ দিয়ে দিছেন।??
      আরকি নিজেরটা আবার রিভিউ দেন। ডাবল খরচ
  8. Sk Saif Contributor says:
    Challange korsi……. Ruselt kon din dibe vai…plz janaben
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      সরকারি কাজ সরকার জানে কোন দিন দিবে। রিভিউ আসলে করবে কিনা ওইটারও গ্যারান্টি নাই। দেখেন তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। নাম্বার বাড়ার chance কম
  9. MH REMON Contributor says:
    Ascha vai dinajpur board er mark shit dekhasse na kano janen ki?
  10. mostakim ali Contributor says:
    পূন:নিরীক্ষণ করার পরে result কবে পাওয়া যাবে।।
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      সরকারি কাজ সরকার জানে কোন দিন দিবে। রিভিউ আসলে করবে কিনা ওইটারও গ্যারান্টি নাই। দেখেন তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। নাম্বার বাড়ার chance কম
  11. Al-Rishad Contributor says:
    vai ay broad challenge ki 13 tarik kora jabe
    1. ✅Asfi Sultan Author Post Creator says:
      kore dekhen jaiteo pare

Leave a Reply