আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা এনআইডি কার্ড অনলাইনে চেক করবেন আসল নাকি নকল।
অনেকসময় বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অপরিচিত লোকদের ভাড়া দিতে হয় বা অচেনা কারো থেকে কিছু কিনলে যেমন:ফোন বা বাইক কিনলে তার ডকুমেন্টস হিসেবে আপনারা আইডি কার্ডের ফটোকপি নেন।
প্রকৃতপক্ষে আপনাকে দেওয়া সেই আইডি কার্ডটি আসল বাকি নকল কিভাবে যাচাই করবেন অনলাইনে। কেননা নকল হলে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন,প্রতিনিয়ত অনেক মানুষ এরকম ঝামেলায় পড়ছে তাই যাচাই করা জরুরী।
তাই নকল হলে চেক করে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন।
তো এর জন্য প্রথমে প্লে-স্টোর থেকে Online Gd অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন

এরপর অ্যাপ পারমিশন দিয়ে দিন

নিবন্ধন এ ক্লিক করুন


আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন এ ক্লিক করুন

নাম্বারে একটা ভেরিফাই কোড আসবে মেসেজে সেটা দেখেনিন এবং এই বক্সে লিখে দিন

কোড লিখে দিয়ে সাবমিট করুন ক্লিক করুন

এবার যে আইডি কার্ড যাচাই করবেন ওপরের বক্সে সেই এনআইডি কার্ডের নাম্বারগুলো লিখে দিন এবং পরের বক্সে জন্মতারিখটি লিখে দেন এনআইডি কার্ডে যে জন্মতারিখটি দেওয়া আছে। তারপর পরিচয়পত্র যাচাই এ ক্লিক করুন

দেখুন এখানে নিজের নাম,বাবা,মা এর নাম চলে আসবে।
যদি এসকল তথ্য চলে আসে বুঝে নিবেন এনআইডি কার্ডটি আসল। আর যদি এসকল তথ্য না আসে তবে এনআইডি কার্ডটি নকল।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

2 thoughts on "এনআইডি কার্ড আসল নাকি নকল তা খুব সহজে অনলাইনে যাচাই করুন"

  1. Db Khabir Contributor says:
    নিবন্ধনে ক্লিক করলে কিছুই হয় না
  2. muradbabu Contributor says:
    নিবন্ধন ক্লিক করলে কিছুই তো আসে না

Leave a Reply