Site icon Trickbd.com

যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু ম্যাসেজের সিকিউরিটি কোড আসেনি তাদের জন্য হট পোষ্ট

Unnamed

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন
ট্রিকবিডিতে আমার এখনো কোনো পোস্ট পাবলিস্ট হয়নি অনেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু যেকোনো কারণেই তাদের কাছে সিকিউরিটি কোড আসে নি যার ফলে তারা আবেদন সংশোধন করতে পারছেন না নতুন কোন কলেজ সংযোজন বা বিয়োজন করতে পারছেন না তাদের জন্য আমার এই পোস্ট টি লেখা আমি লেখার পাশাপাশি screenshot দিয়ে বুঝানোর চেষ্টা করেছি যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন
যারা কলেজে আবেদন করেছে তাদের জন্য পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ তাই আশা করছি trickbd কর্তৃপক্ষ আমার পোস্টটি পাবলিশ করবেন তাহলে তাদের প্রতি একান্ত কৃতজ্ঞ থাকব আমার আগে যদি এই পোস্ট কেউ করে থাকে তাহলে আমারটা ডিলেট করে দিবেন ধন্যবাদ এখন কাজ শুরু করা যাক প্রথমেই নিচের লিঙ্কে লিংকে যান

https://www.xiclassadmission.gov.bd]
তারপর ছবির মত সিকিউরিটি কোড পুনরুদ্ধারে যান

তারপর নিচের ছবির মত আসবে


তারপর এখানে গিয়ে প্রয়োজনীয় ইনফর্মেশন পূরণ করুন

১. আপনার ssc পরীক্ষার রোল নাম্বার দিন
২ আপনার ssc পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিন
৩ আপনি যেই বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করুন
৪ আপনি কত সালে এসেছি পাস করেছেন সেটা দিন
৫ আপনার ssc পরীক্ষার এডমিট কার্ড অনুযায়ী আপনার মায়ের নাম লিখুন ( admit card এ যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে)
৬ এখানে আপনার ট্রানজেকশন নাম্বারটা দিতে হবে ট্রানজেকশন নাম্বার মানে হল আপনি অনলাইনে আবেদনের আগে যখন টাকা পরিশোধ করেছেন তখন মেসেজের মাধ্যমে একটা ট্রানজেকশন নাম্বার আপনার কাছে এসেছি সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি স্কিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি

৭ এরপর আপনি আবেদনের সময় যেই নাম্বারটি দিয়ে ছিলেন সেই নাম্বারটি এখানে লিখুন
৮ এখানে ক্যাপচা পুরন করুনঃ মানে যে নাম্বারটি লেখা আছে হুবহু তাই প্রবেশ করুন
৯ সবকিছু ঠিকঠাক দেয়া হয়ে গেলে এখন submit বাটনে ক্লিক
করুন
** আপনার সমস্ত information ঠিক থাকলে ইনশাআল্লাহ নিজের মত আপনার রোল নাম্বার এবং সিকিউরিটি কোড দেখাবে আপনি চাইলে এটা দেখে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মনে রাখবেন সিকিউরিটি কোড শুধু মাত্র একবারই পুনরুদ্ধার করা যাবে দ্বিতীয়বার চাইলে আর পারবেন না

সবাইকে ধন্যবাদ