Be a Trainer! Share your knowledge.
Home » Education Guideline » যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু ম্যাসেজের সিকিউরিটি কোড আসেনি তাদের জন্য হট পোষ্ট

যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু ম্যাসেজের সিকিউরিটি কোড আসেনি তাদের জন্য হট পোষ্ট

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন
ট্রিকবিডিতে আমার এখনো কোনো পোস্ট পাবলিস্ট হয়নি অনেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু যেকোনো কারণেই তাদের কাছে সিকিউরিটি কোড আসে নি যার ফলে তারা আবেদন সংশোধন করতে পারছেন না নতুন কোন কলেজ সংযোজন বা বিয়োজন করতে পারছেন না তাদের জন্য আমার এই পোস্ট টি লেখা আমি লেখার পাশাপাশি screenshot দিয়ে বুঝানোর চেষ্টা করেছি যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন
যারা কলেজে আবেদন করেছে তাদের জন্য পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ তাই আশা করছি trickbd কর্তৃপক্ষ আমার পোস্টটি পাবলিশ করবেন তাহলে তাদের প্রতি একান্ত কৃতজ্ঞ থাকব আমার আগে যদি এই পোস্ট কেউ করে থাকে তাহলে আমারটা ডিলেট করে দিবেন ধন্যবাদ এখন কাজ শুরু করা যাক প্রথমেই নিচের লিঙ্কে লিংকে যান

https://www.xiclassadmission.gov.bd]
তারপর ছবির মত সিকিউরিটি কোড পুনরুদ্ধারে যান

তারপর নিচের ছবির মত আসবে


তারপর এখানে গিয়ে প্রয়োজনীয় ইনফর্মেশন পূরণ করুন

১. আপনার ssc পরীক্ষার রোল নাম্বার দিন
২ আপনার ssc পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিন
৩ আপনি যেই বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করুন
৪ আপনি কত সালে এসেছি পাস করেছেন সেটা দিন
৫ আপনার ssc পরীক্ষার এডমিট কার্ড অনুযায়ী আপনার মায়ের নাম লিখুন ( admit card এ যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে)
৬ এখানে আপনার ট্রানজেকশন নাম্বারটা দিতে হবে ট্রানজেকশন নাম্বার মানে হল আপনি অনলাইনে আবেদনের আগে যখন টাকা পরিশোধ করেছেন তখন মেসেজের মাধ্যমে একটা ট্রানজেকশন নাম্বার আপনার কাছে এসেছি সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি স্কিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি

৭ এরপর আপনি আবেদনের সময় যেই নাম্বারটি দিয়ে ছিলেন সেই নাম্বারটি এখানে লিখুন
৮ এখানে ক্যাপচা পুরন করুনঃ মানে যে নাম্বারটি লেখা আছে হুবহু তাই প্রবেশ করুন
৯ সবকিছু ঠিকঠাক দেয়া হয়ে গেলে এখন submit বাটনে ক্লিক
করুন
** আপনার সমস্ত information ঠিক থাকলে ইনশাআল্লাহ নিজের মত আপনার রোল নাম্বার এবং সিকিউরিটি কোড দেখাবে আপনি চাইলে এটা দেখে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মনে রাখবেন সিকিউরিটি কোড শুধু মাত্র একবারই পুনরুদ্ধার করা যাবে দ্বিতীয়বার চাইলে আর পারবেন না

সবাইকে ধন্যবাদ

6 years ago (May 21, 2018)

About Author (9)

Saiful Islam
author

আমি Trickbd তে কিছু জানতে এসেছি যদি পারি কিছু জানানোর চেষ্টা করব

Trickbd Official Telegram

32 responses to “যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু ম্যাসেজের সিকিউরিটি কোড আসেনি তাদের জন্য হট পোষ্ট”

  1. Himaloy Himu Contributor says:

    এই security coad এর কাজ কি??

    • Saiful Islam Author Post Creator says:

      কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন যদি সংশোধন করতে চান অথবা ভর্তির সময় ভর্তি নিশ্চায়ন করার জন্য সিকিউরিটি কোড দরকার হবে তাই সিকিউরিটি কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ

  2. HD Mohan Contributor says:

    good post vai পলেটেকনিক এর ভতি ফরম এর ডেট চেন্স করলে একটু জানাবেন।পিলিক

  3. SH IMRAN Contributor says:

    এটা বললে না যে,সিকিউরিটি কোড মাত্র একবার পুঃরুদ্ধার করা যাবে।তাহলে সবাই সচেতন থাকতে।

  4. Tanbirul Haque Sakib Contributor says:

    ভাই,amar code ase ni… and amar transaction number o delete hoye gese…akn ki kora jay?

  5. M A Alim Contributor says:

    vaiya ami college choise diye dici…ekhon ami abar ekta college add korte cai, seta ek bare first choise e thakbe…..eta ki kora jabe? plz janaben

  6. সিকিউরিটি কোড মাত্র একবার পুঃরুদ্ধার করা যাবে । তাই চেষ্টা করে সুযোগ নষ্ট করার দরকার কি ?

    • Saiful Islam Author Post Creator says:

      এই কথাটাও পোস্টে উল্লেখ করেছি যে একবার পুনরুদ্ধার করে সেটা লিখে রাখবেন নয় তো নয় তো screenshot দিয়ে রাখবেন

  7. Tanbirul Haque Sakib Contributor says:

    amr first choice a jodi chance peye jai tahole ki ami ar change korte parvo na?

  8. M A Alim Contributor says:

    rular area theke

  9. Technical AZ Contributor says:

    Thank you for that , it will help me

  10. Alif Hasan✅ Contributor says:

    darun post vai…onek kajer

  11. lucky man Contributor says:

    Transaction and security code haraise Ekhon ki korbo

Leave a Reply

Switch To Desktop Version