Site icon Trickbd.com

মেইন ওয়েব সাইটে ফলাফল দেখার লিংকে আনলিংক করা আছে তাই আগের থাকা লিংক ব্যবহার করে দেখে নিন একাদ্বশ শ্রেণীর এডমিশন রেজাল্ট বা সিকিউরিটি কোড

আজকে একজনের সিকিউরিটি কোড পূনরুদ্ধার করতে গিয়েছিলাম। কিন্তু ওয়েব সাইটে ঢুকে দেখি সব লিংক আনলিংক করা আছে।

ধরুন আপনার এখন কোন কলেজে চান্স পেয়েছেন তার প্রিন্ট কপি দরকার বা সিকিউরিটি কোড পূনরূদ্ধার করার দরকার এখন কি করবেন?

তাই, আগের থাকা লিংক ব্যবহার করেই সেই কাজগুলো করতে পারবে।

লিংক সমূহঃ

মূল ওয়েব সাইটঃ http://xiclassadmission.gov.bd

সিকিউরিটি পূনরূদ্ধার করার লিংকঃ http://app11.xiclassadmission.gov.bd/board/pinretrival

রেজাল্ট লিংকঃ http://result.xiclassadmission.gov.bd/board/viewResult

স্ক্রিনশটঃ

কোন অপশন নাইঃ

সিকিউরিটি পূনরূদ্ধারঃ

 

কোড পূনরুদ্ধার এর জন্য আপনার SSC Roll, Registration Number, SSC Board, Year, Mother’s Name সবকিছু প্রবেশপত্রে যেভাবে আছে সেভাবেই দিতে হবে। আর ট্রান্সেকশন আইডি পাবেন হচ্ছে, এপ্লাই করার সময় দেখুন  TAKA Pay করার একটি  TxID or Transaction ID আছে সেটা বসিয়ে দিন। আর Contact Number আপনার এডমিশন করার সময় যে নাম্বার দিয়েছিলেন। ভেরিফিকেশন কোড যা দেখতে পাচ্ছেন তাই বসিয়ে দিন। তথ্য সঠিক হলে আপনার পিন পেয়ে যাবেন।

রেজাল্টঃ

 


Roll, Board, Passing Year & Registration No ফিল আপ করে ভেরিফিকেশন কোড যা দেখতে পাচ্ছেন তাই বসিয়ে দিন। তারপর View Result এ ক্লিক করে রেজাল্ট জেনে নিন।

 

Note: যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে লিংক।
ধন্যবাদ

সকলকে।