আজকে একজনের সিকিউরিটি কোড পূনরুদ্ধার করতে গিয়েছিলাম। কিন্তু ওয়েব সাইটে ঢুকে দেখি সব লিংক আনলিংক করা আছে।
ধরুন আপনার এখন কোন কলেজে চান্স পেয়েছেন তার প্রিন্ট কপি দরকার বা সিকিউরিটি কোড পূনরূদ্ধার করার দরকার এখন কি করবেন?
তাই, আগের থাকা লিংক ব্যবহার করেই সেই কাজগুলো করতে পারবে।
লিংক সমূহঃ
মূল ওয়েব সাইটঃ http://xiclassadmission.gov.bd
সিকিউরিটি পূনরূদ্ধার করার লিংকঃ http://app11.xiclassadmission.gov.bd/board/pinretrival
রেজাল্ট লিংকঃ http://result.xiclassadmission.gov.bd/board/viewResult
স্ক্রিনশটঃ
কোন অপশন নাইঃ
সিকিউরিটি পূনরূদ্ধারঃ
কোড পূনরুদ্ধার এর জন্য আপনার SSC Roll, Registration Number, SSC Board, Year, Mother’s Name সবকিছু প্রবেশপত্রে যেভাবে আছে সেভাবেই দিতে হবে। আর ট্রান্সেকশন আইডি পাবেন হচ্ছে, এপ্লাই করার সময় দেখুন TAKA Pay করার একটি TxID or Transaction ID আছে সেটা বসিয়ে দিন। আর Contact Number আপনার এডমিশন করার সময় যে নাম্বার দিয়েছিলেন। ভেরিফিকেশন কোড যা দেখতে পাচ্ছেন তাই বসিয়ে দিন। তথ্য সঠিক হলে আপনার পিন পেয়ে যাবেন।
রেজাল্টঃ
Roll, Board, Passing Year & Registration No ফিল আপ করে ভেরিফিকেশন কোড যা দেখতে পাচ্ছেন তাই বসিয়ে দিন। তারপর View Result এ ক্লিক করে রেজাল্ট জেনে নিন।
Note: যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে লিংক।
ধন্যবাদ
সকলকে।
তবে লিঙ্ক সংরক্ষণের জন্য ধন্যবাদ..
Post Edit kora hoyeche.
Abar repeat kore dekhun.
thanks.
Ar ha, Bortomane ekhon site e Result dekha jacche.
বলে দেয়ার জন্য।
তবে কিভাবে বের করে সেটা প্রত্যেকেরটা প্রত্যেকে নিজেই জানে।
আমি শুধু লিংক শেয়ার করেছিলাম।
এখন দেখা গেলে আরো ভাল।
Nice Post
Broসুন্দর মতামতের জন্য।