আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালই আছেন।
অনেকদিন পর আবারও নতুন পোষ্ট নিয়ে হাজির হলাম।
টাইটেল দেখেই আপনারা পোষ্টের টপিক বুঝে ফেলেছেন।
তাহলে চলুন দেখে নেয়া যাক বিস্তারিত?
আপনারা সকলেই হয়ত জেনে গেছেন যে আগামী ১৯ তারিখ(১/২টায়) রেজাল্ট প্রকাশ হবে
HCS রেজাল্ট অনলাইনে দেখতে
http://www.educationboardresults.gov.bd/
এই সাইটে গিয়ে
এই সাইটে আপনি মার্কশিট সহ পাবেন না যাস্ট গ্রেড পাবেন।
মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০১৮ দেখতে
প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড করে নেন।
App Link (Direct links no adds)
ইন্সটল করে ওপেন করুন তারপর
ক্যাপচা পুরন করে Get result এ ক্লিক করুন।
পুরা মার্কশিট সহ রেজাল্ট চলে আসবে।
মোবাইলে SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে
HSC/Alim<space>আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর<space>রোল নাম্বার<space>2018 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিলেই রিপ্লে মেসেজে আপনার রেজাল্ট চলে আসবে।
উদাহরণ সরূপ :- সাধারণ বোর্ডের রেজাল্ট পেতে:- HSC DHA 123456 2018
মাদ্রাসা বোর্ড অর্থাৎ আলিম রেজাল্ট ২০১৮ পেতে Alim MAD 568822 2018
কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্টের জন্য HSC TEC 123656 2018
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বিঃদ্রঃ:- রেজাল্ট প্রকাশিত হওয়ার সময় সাধারণত সার্ভারে সমস্যা করতে পারে। সার্ভারে বেশী সমস্যা হলে অ্যাপ ডাউনলোড করে দেখে নিন এবং যেকোনো সময় যেকোনো রেজাল্ট পেতে অ্যাপ টা ইন্সটল করে রেখে দিন। পোষ্টটি বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট বক্সে তুলে ধরুন। সবাই ভাল থাকেন সুস্থ থাকেন।