আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালই আছেন।

অনেকদিন পর আবারও নতুন পোষ্ট নিয়ে হাজির হলাম।
টাইটেল দেখেই আপনারা পোষ্টের টপিক বুঝে ফেলেছেন।

তাহলে চলুন দেখে নেয়া যাক বিস্তারিত?

আপনারা সকলেই হয়ত জেনে গেছেন যে আগামী ১৯ তারিখ(১/২টায়) রেজাল্ট প্রকাশ হবে

HCS রেজাল্ট অনলাইনে দেখতে

http://www.educationboardresults.gov.bd/
এই সাইটে গিয়ে

সবকিছু ঠিকমত দিয়ে সাবমিট করলেই আপনার রেজাল্ট চলে আসবে।

এই সাইটে আপনি মার্কশিট সহ পাবেন না যাস্ট গ্রেড পাবেন।

মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০১৮ দেখতে
প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড করে নেন।
App Link (Direct links no adds)
ইন্সটল করে ওপেন করুন তারপর


Then


সব ঠিকঠাক মত দিয়ে


ক্যাপচা পুরন করে Get result এ ক্লিক করুন।

পুরা মার্কশিট সহ রেজাল্ট চলে আসবে।

মোবাইলে SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে

HSC/Alim<space>আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর<space>রোল নাম্বার<space>2018 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিলেই রিপ্লে মেসেজে আপনার রেজাল্ট চলে আসবে।

উদাহরণ সরূপ :- সাধারণ বোর্ডের রেজাল্ট পেতে:- HSC DHA 123456 2018

মাদ্রাসা বোর্ড অর্থাৎ আলিম রেজাল্ট ২০১৮ পেতে Alim MAD 568822 2018

কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্টের জন্য HSC TEC 123656 2018

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিঃদ্রঃ:- রেজাল্ট প্রকাশিত হওয়ার সময় সাধারণত সার্ভারে সমস্যা করতে পারে। সার্ভারে বেশী সমস্যা হলে অ্যাপ ডাউনলোড করে দেখে নিন এবং যেকোনো সময় যেকোনো রেজাল্ট পেতে অ্যাপ টা ইন্সটল করে রেখে দিন। পোষ্টটি বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট বক্সে তুলে ধরুন। সবাই ভাল থাকেন সুস্থ থাকেন।

18 thoughts on "কিভাবে মার্কশিট সহ HSC পরীক্ষা ২০১৮ এর রেজাল্ট দেখবেন(কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন তাও দেখতে পারবেন)"

  1. Tarek Contributor says:
    app download korbo keno… boka nakii…. oi site tar link holo… eboardresults.gov.bd
    1. Haydar khan Contributor Post Creator says:
      onke ase app tader valo lage. apni skip korte paren?
    1. Haydar khan Contributor Post Creator says:
      ?
    1. Haydar khan Contributor Post Creator says:
      🙂
  2. Mamun Hossen Contributor says:
    HSC er result kobe dise?
    1. Haydar khan Contributor Post Creator says:
      19 July 1/2 PM
  3. HollowMan Author says:
    apps kaaj korbee tohh.??
    er age dekhsilaam aaps a thik thak submit koraarr porr oo result aashhe naa.!!
    1. Haydar khan Contributor Post Creator says:
      korbe
  4. IH Rony25 Contributor says:
    Result er din app kaj kora na
    1. Haydar khan Contributor Post Creator says:
      result er din try kore comment koiren bro.. 🙂
  5. Shadhin Author says:
    পোষ্টের মান উন্নত করুন এবং পোষ্টের ভিতর নিজের বল্গের লিংক যুক্ত করা থেকে বিরত থাকুন 🙂
    1. ভাই আরো অনেকই পোস্ট এর মধ্যে লিনক এই ভাবে যোগ করে পোস্ট করে।
      আপনাদের আরেকটু সতর্ক হওয়া উচিৎ
  6. mutasimbillahemon Contributor says:
    মোবাইল দিয়ে ক্যাপচা পূরণ করবো কিভাবে..?
  7. Helal Neel Contributor says:
    vai oneke number soho result dekhe eta kivabe dekhe??
  8. MD Shakib Hasan Contributor says:
    সবাই জানে
    1. Haydar khan Contributor Post Creator says:
      পাগল নাকি রে ভাই 18 সালের পোস্টে 19 সালের শেষে এসে কমেন্ট করেন তাও আবার নেগেটিভ কমেন্ট।

Leave a Reply