Site icon Trickbd.com

আসুন জেনে নেই কিছু প্রবাদ প্রবচন এর ইংরেজি Translate সহ , কাজে লাগতে পারে

Unnamed


সবাইকে আমার আজকের পোষ্টে স্বাগতম।সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ও ভালো আছি ।

আজকের টপিক


আজকে আমি আপনাদের সামনে কিছু প্রবাদ প্রবচন নিয়ে এসেছি ।এর আগে আমি কিছু বাংলা প্রবাদ প্রবচন এবং তা দিয়ে কিভাবে মজা নিতে পারবেন তা নিয়ে পোস্ট করেছিলাম ।যারা দেখেন নি তারা নিচের লিংক থেকে দেখে নিতে পারেন :
এখানে ক্লিক করুন
তো আজ আমরা কিছু প্রবাদ প্রবচন এর English Translate জানব ।এটি আপনার জীবনে কাজে লাগতে পারে ।আসুন শুরু করি :
১.অল্প বিদ্যা ভয়ঙ্করী – A Little Learning Is A Dangerous Thing.
২.অতি লোভে তাতি নষ্ট – Grasp All ,lose All.
৩ .অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু – A Friend In Need Is A Friend Indeed.

৪. অপচয় করো না অভাবো হবে না – Waste Not , Want Not.
৫।অতি দর্পে হত লঙ্কা – Pride Gose Before Destruction.
৬।আয় বুঝে ব্যয় কর – Cut You Coat According To Your Cloth.
৭।আসারের তর্জন গর্জন সার – Empty Vessels Sound Much .

৮।অর্থই অনর্থের মূল – Money Is The Root Of All Evils.
৯।আপন চরকায় তেল দাও -oil Your Own Machine
১০।আপন ভালত জগত ভাল -if You Are Good ,everything Is Good.
১১।অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় – Death Is Preferable To Dishonour.
১২।চকচক করলেই সোনা হয় না -all That Giltters Is Not Gold.
১৩ ।সবুরে মেওয়া ফলে – Patience Is Bitter But Its Fruit Is Sweet.

১৪।কয়লা ধুইলে যায় না ময়লা – Black Will Take No Other Hue.
১৫।সব ভাল ,যার শেষ ভাল – All’s Well That Ends Well.
১৬ ।নাচতে না জানলে উঠান বাঁকা – A Bad Workman Quarrells With His Tools.
১৭ ।দুঃখের পর সুখ আসে – Happiness Follows Misery.
১৮। নুন আনতে পান্তা ফুরায় – Hunger Waits For No Delicacy .

কারো পৌষ মাস কারো সর্বনাশ – What Is Play To One Is Death To Others.
  • দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহীতে – No Pains No Gains.

  • আজ এ প্রযন্ত ।আমার কাছে এরকম অনেক গুলা আছে ।আপনারা যদি চান তাহলে এর পরের পোস্ট এ সব গুলো দিব ।আপনার মতামত কমেন্ট এ জানাবেন ।আর ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না ।

    আর একটা কথা


    আমি একটা গ্রুপ খুলতে চাই , সবার জন্য শিক্ষা নামে ।যেখানে যারা পাঠ্য বইয়ের কোনো অংশ বুঝতে না পারে তাহলে সেখানে পোস্ট করবে এবং যারা জানে তারা তাকে হেল্প করবে ।এ বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ।
    ফেসবেকু আমি