সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।

আজকের টপিক


আজকে আমি আরো কয়েকটি প্রবাদ প্রবচন নিয়ে এসেছি ।গত পোস্ট যারা দেখেন নি তারা নিচের লিংক গিয়ে দেখে আসতে পারেন ।
Link= এখানে ক্লিক করে দেখতে পারবেন ।
এখন আমি আরো কয়েকটি প্রবাদ প্রবচন শেয়ার করতে যাচ্ছি ।আসুন শুরু করি ::

ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে
এর অর্থ ঐ যে ঝড়ে বক মরছে আর ফকির বলতেছে আমার দোয়াই মরেছে । ধরে নেয় স্যার বাড়ির কাজ দিছে ।তো কৈউ সেটা পারে নি একজন পারছে ।এবং আপনি জানেন সে অন্য কারো কাছে এটি করে নিছে ।তখন এটি তাকে বলতে পারেন ।

ঝিকে মেরে বৌকে শেখানো
এর অর্থ একজনকে শাস্তি দিয়ে অন্যকে শেখানো ।এখানে ঝি অর্থ হচ্ছে কাজের লোক ।কাজের লোক কে মেরে বৌকে শিখানো বুঝাচ্ছে ।

দশ চক্রে ভগবান ভূত
এর অর্থ দশের পরিকল্পনায় ভালোকেও খারাপ করার চেষ্টা ।

ধরি মাছ না ছুই পানি
এটি আমরা অনেকে বলে থাকি ।এর অর্থ হচ্ছে বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে স্বার্থ হাসিল ।

বাশের চেয়ে কঞ্চি বড়
এর অর্থ বয়স্কদের চেয়ে ছোটদের গুরুত্ব ।

মশা মারতে কামান দাগা
এর অর্থ সামান্য কাজের জন্য বিরাট আয়োজন ।কারো ছেলে পরিক্ষাই পাস করেছে তখন বিশাল আয়োজন করেছে তখন এ কথা বলতে পারেন ।
আরো কিছু জেনা জানা প্রবাদ প্রবচন নিচে দিলাম ।:

যত হাসি তত কান্না বলে গেছে৭ রামশর্মা

যদি হয় সুজন তো তেতুল পাতায় ন জন

সুখে থাকতে ভূতে কিলায়
যার অর্থ হচ্ছে সেচ্ছায় কষ্ঠভোগের দুর্গতি ।

হবুচন্দ্র রাজার গরুচন্দ্র মন্ত্রী
এটির অর্থ হচ্ছে মূর্খ লোকের মূর্খ সঙ্গী ।

আমি নিচের কয়েকটি প্রবাদ নিয়ে তেমন কিছু বলিনি কারণ এগুলো আপনারা জানেন আমি শুধু আপনাদের সরণ করিয়ে দিলাম আর কিছু না ।আশা করি এগুলো আপনারা কাছে লাগিয়ে একটু হলেও মজা নিতে পারবেন ।

attention Plz


আমি জাভার জন্য ফেসবুকে একটা প্লাটফর্ম তৈরি করতে চাই ।এবং এন্ড্রোয়েড ইউজারদের কে বলতে চাই যে এখোনো জাভা ইউজার আছে ।
তাই প্রতেক জাবা ইউজার এখানে জয়ইন দিন ।

  • পোস্টি ভালো লাগলে একটা লাইক দিবেন

  • 11 thoughts on "জেনে নিন আরো কিছু প্রবাদ ও প্রবচন ,আর বন্ধুদের সাথে মজা নিন"

    1. Ashik Contributor says:
      আসাধারন পোষ্ট।এবং প্লান (আমিও এক সয়ম জাভা ইউজারছিলাম যখন ট্রিকবিবি ওয়াপকাতে ছিল।।। মনে পড়ে গেল
      1. Sahariaj Author Post Creator says:
        ধন্যবাদ
    2. A M Contributor says:
      valo…. 🙂
      1. Sahariaj Author Post Creator says:
        🙂
      1. Sahariaj Author Post Creator says:
        Tnx
      1. Sahariaj Author Post Creator says:
        Tnx
    3. Shadin Contributor says:
      ভাইয়া, ভাল পোস্ট।
      1. Sahariaj Author Post Creator says:
        🙂

    Leave a Reply