সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।

আজকের টপিক


এখন আমি আপনাদের মাঝে বাংলার কয়েকটি প্রবাদ ও প্রবচন শেয়ার করব ।আপনারা টাইটেল এ দেখেছেন আমি বলেছি কিভাবে এগুলো দিয়ে বন্ধুদের সাথে মজা নিবেন ।এগুলো আসলে জীবনে কাজে লাগানোর মত তেমন কিছু নেই ।পরিক্ষাইও তেমন একটা আসে না তবে চাকরির পরিক্ষায় আসে থাকে ।আপনি এগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে বলতে পরবেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ বসত ।কিভাবে মজা নিবেন তা নিচে বুঝতে পারবেন । আমাদের বাংলা সাহিত্যে অনেক প্রবাদ প্রবচন আছে ।তা এক সাথে এখানে সেয়ার করা সম্ভব নই ।আমার বাছাই করা কয়েকটি আপনাদের মাঝে শেয়ার করব ।

আসুন শুরু করি


১।অতি দর্পে হত লংকা -যার অর্থ অহংকার পতনের মূল কারণ -যদি আপনার সামনে আপনার কোনো বন্ধু অতিরিক্ত ভাব দেখায় তাহলে আপনি তাকে বলতে পারেন ।
২ ।অল্প বিদ্যা ভয়ংকারী -যার অর্থ স্বল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয়- (এটা আমরা সবাই বলে থাকি ।)ধরুন আপনার বন্ধু আপনাকে একটা প্রশ্ন করল যেটা উত্তর শুধু সে জানে এবং সে আর তেমন কিছু যানে না ।আপনি তার একটা প্রশ্নের উত্তর দিতে না পারায় সে লাফালাফি করছে তখন এটি বলতে পারেন ।
৩ ।অল্প শোকে কাতর ,অধিক শোকে পাথর এটাতো জানেন আপনারা তাই কিছু বললাম না ।

৪ ।আঙুর ফল টক
এটা তো আমরা জানি ।এটার অর্থ হচ্ছে পাই না তাই খাই না ।ধরুন একজন একটা কাজ পারেনা তাই সে সেটাকে খারাপ বলতেছে ।তখন আপনি তাকে বলতে পারবেন “ঐজন্যই তো বলে আঙ্গুর ফল টক” ।।

৫ ।উঠন্তি মুলো পত্তনে চেনা যায়
এর অর্থ ছোট থেকে চেনা যাই ভবিষতে কি হবে ।

৬ ।এক হাতে তালি বাজেনা

মানে বিবাদে শুধু এক পক্ষের দোষ থাকেনা ।

৭ ।রং যায় না ধুলে স্বভাব যায় না মলে
যার অর্থ জন্মগত অভ্যাস পরিত্যাগ করা দূরহ । ধরেন কৈউ একটা কাজ ছোট বেলা থেকে করে আসছে এখন স বলছে যে সে আর ঐ কাজ করবে না ।আপনি তখন ওকে এ কথা বলতে পারেন।

৮ ।কারো পোষ মাস, কারো সবর্বনাস
এর অর্থ সবার কপাল এক নেই ।এটা কথায় ব্যাবহার করা যাবে সেটা আপনি ভালো জানেন তাই আর বললাম না ।
৯।কাচায় না নোয়ালে বাশঁ পাকলে করে ঠাস ঠাস
এর অর্থ যা শেখানোর তা ছোটতে শিখাতে হবে বড় হলে আর শিখানো যাবে না ।

১০ ।ঘটি ডোবে না নামে তালপুকুর
এর অর্থ না পেড়েও বড়াই করা ।ধরুন আপনার বন্ধু একটা জিনিস নিয়ে বড়াই করছে কিন্তু সে ওটা পাড়ে না তখন এটা আপনি তাকে বলতে পারেন ।

১১।ঘরের খেয়ে পড়ের মোঘ তাড়ানো
যার অর্থ নিজের ক্ষতি করেও পরের উপকার করা ।ধরুন দুই বন্ধু পরিক্ষা দিচ্ছে এক বন্ধু অপর বন্ধুকে সাহায্য করছে তখন তার প্রশ্ন পত্র পরিক্ষক নিয়ে নিল তখন আপনি তাকে এটা বলতে পারবেন ।

১২ ।চেনা বামুনের পৈতা লাগে না ।
এর অর্থ সম্মানি ব্যক্তির পরিচয়ের আয়োজন লাগে না ।।

উপরে আপনারা দেখেছেন কয়েকটা প্রবাদে আপনি কিভাবে আপনার বন্ধুর সাথে এটি ব্যবহার করবেন তা বলিনি ।আসলে এগুলো বলার কোনো প্রয়োজন মনে করি নি আমি ।আশা করি আপনি তা বুঝতে পারবেন কখন কোনটা ব্যবহার করা লাগবে ।
আজ এ প্রযন্ত ।আরো কিছু আছে প্রবাদ প্রবচন যা এর পরের পোস্টে দিব ।

attention Plz


আমি জাভার জন্য ফেসবুকে একটা প্লাটফর্ম তৈরি করতে চাই ।এবং এন্ড্রোয়েড ইউজারদের কে বলতে চাই যে এখোনো জাভা ইউজার আছে ।
তাই প্রতেক জাবা ইউজার এখানে জয়ইন দিন ।

  • পোস্টি ভালো লাগলে একটা লাইক দিবেন

  • 14 thoughts on "জেনে নিন কয়েকটি বিশেষ প্রবাদ ও প্রবচন এবং বন্ধুদের সাথে মজা নিন"

    1. Rasel Rhaman Contributor says:
      ভালো হয়েছে কিন্তু এগুলো পোস্ট না করে অন্য কোন পোস্ট করলে ভালো হতে 1
      1. Sahariaj Author Post Creator says:
        Tnx
    2. Rasel Rhaman Contributor says:
      আমার একটা জাভা মোবাইল আছে নাম Nokia 5130 এর জন্য ভালো আপস থাকলে বলেন । ফেসবুকে আমাকে পেতে [url=http://m.facebook.com/rasel.rhaman.12]FaceBook[/url]
      1. Sahariaj Author Post Creator says:
        Grp A Join Dan
      1. Sahariaj Author Post Creator says:
        Ok
    3. Rasel Rhaman Contributor says:
      ভাই কীভাবে Author হব । কয়টি পোস্ট করব । ৩টা মানসম্মত পোস্ট করার কী Trainer রিকুয়েস্ট দিলে কী autor হওয়া যায় । বিস্তারিত বলেন কীবাবে author হবো ।
      1. Sahariaj Author Post Creator says:
        হুম তিনটি মান সম্মত পোস্ট করে টেইনার রিকুয়েস্ট দিয়ে আপনার পোস্ট যদি এডমিন দের কাছে ভালো লাগে তাহলে তারা তোমাকে অথর করবে
      1. Sahariaj Author Post Creator says:
        Tnx
    4. mdsakib34 Contributor says:
      ভাই লেখার ভেতরে কোন লিংক কিভাবে দেয়…???
      1. Sahariaj Author Post Creator says:
        Bb Codes A Dakan Paye Jaben
    5. Shadin Contributor says:
      ক্যাটাগরি ঠিক করেন।
      Lifestyle দেন।
      1. Sahariaj Author Post Creator says:
        Ok

    Leave a Reply