Site icon Trickbd.com

“ঙ” এবং “ঞ” এর সঠিক উচ্চারণ জানেন কী ? আসুন একটু আলোচনা করি

Unnamed

আসসালামু আলাইকুম


আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল

“ঙ” এবং “ঞ” এর সঠিক উচ্চারণ

আমরা সকলে এগুলো সম্পকে মোটামোটি জানি ।আজ আরেকটু জানব ।আশা করি আপনারা একটু কিছু হলেও শিখতে পারবেন ।এবং কোথাও ভুল হলে কমেন্ট এ অবশ্যই বলবেন ।তো চলুন শুরু করি ।

ঙ এর উচ্চারন


ছোট বেলায় আমরা যখন বাংলা পড়ি তখন আমাদের “ঙ” হরফটির নাম জানানো হয় “উয়োঁ ” রূপে ।আবার কিছু কিছু এলাকাই এটি (উমা , উওঁ )রূপেও উচ্চারণ করা হয় ।
কিন্তু আধুনিক বাংলা ভাষায় ব্যবহার এর সময় কখনো এ বর্ণটি “উয়োঁ” উচ্চারণ হয় না ।হয় “অঙ” রূপে ।কয়েকটি উদাহরণ দেখলে আপনাদের বিসয়টি পরিষ্কার হবে ।দেখেন রঙ ,ঢঙ ,সঙ , রাঙা ইত্যাদিতে যদি ঙ এর উচ্চারণ উয়োঁ হত তাহলে এগুলোকে আমাদের উচ্চারণ করতে হত রঙ = রউয়োঁ , ঢউয়োঁ এরকম ।কিন্তু আমরা কি এরকম করি ।অবশ্যই না ।তাই আধুনিক বাংলায় এর উচ্চারণ অঙ রূপে হয় ।

ঞ এর উচ্চারণ


আমরা ঞ বর্ণটি উচ্চারণ করি ইঅঁ রূপে ।কিন্তু ঞ এর এ মূল উচ্চারণটি কেবল মিঞা , ভূঞা -র মতো দু-চারটি শব্দে শুনা যায় ।এবং এ বর্ণটি স্বাধীনভাব অন্য কোথাও ব্যবহার হয় না এটি বেশির ভাগ যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার হয় । এখন দেখব ঞ কোন বর্ণের সাথে যুক্ত হলে কি উচ্চারণ হবে ।