আসসালামু আলাইকুম
“ঙ” এবং “ঞ” এর সঠিক উচ্চারণ
আমরা সকলে এগুলো সম্পকে মোটামোটি জানি ।আজ আরেকটু জানব ।আশা করি আপনারা একটু কিছু হলেও শিখতে পারবেন ।এবং কোথাও ভুল হলে কমেন্ট এ অবশ্যই বলবেন ।তো চলুন শুরু করি ।
ঙ এর উচ্চারন
ছোট বেলায় আমরা যখন বাংলা পড়ি তখন আমাদের “ঙ” হরফটির নাম জানানো হয় “উয়োঁ ” রূপে ।আবার কিছু কিছু এলাকাই এটি (উমা , উওঁ )রূপেও উচ্চারণ করা হয় ।
কিন্তু আধুনিক বাংলা ভাষায় ব্যবহার এর সময় কখনো এ বর্ণটি “উয়োঁ” উচ্চারণ হয় না ।হয় “অঙ” রূপে ।কয়েকটি উদাহরণ দেখলে আপনাদের বিসয়টি পরিষ্কার হবে ।দেখেন রঙ ,ঢঙ ,সঙ , রাঙা ইত্যাদিতে যদি ঙ এর উচ্চারণ উয়োঁ হত তাহলে এগুলোকে আমাদের উচ্চারণ করতে হত রঙ = রউয়োঁ , ঢউয়োঁ এরকম ।কিন্তু আমরা কি এরকম করি ।অবশ্যই না ।তাই আধুনিক বাংলায় এর উচ্চারণ অঙ রূপে হয় ।
ঞ এর উচ্চারণ
আমরা ঞ বর্ণটি উচ্চারণ করি ইঅঁ রূপে ।কিন্তু ঞ এর এ মূল উচ্চারণটি কেবল মিঞা , ভূঞা -র মতো দু-চারটি শব্দে শুনা যায় ।এবং এ বর্ণটি স্বাধীনভাব অন্য কোথাও ব্যবহার হয় না এটি বেশির ভাগ যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার হয় । এখন দেখব ঞ কোন বর্ণের সাথে যুক্ত হলে কি উচ্চারণ হবে ।
- ঞ যদি চ বর্গীয় কোনো বর্ণের আগে বা পড়ে যুক্ত হয় তবে এর উচ্চারণ হবে দন্ত্য ন এর মত ।যেমন : পঞ্চ (পনচো ) , লাঞ্ছিত (লানছিতো ) এরকম ।
- তবে জ+ঞ এ এর উচ্চারণ এ দুটির কোনোটিই উচ্চারণ হয়না ।হয় “গ্য “এর মত ।সংস্কৃতে এর উচ্চারণ ছিল অনেকটা “জ্যাঁ” এর নেই ।কিন্তু বাংলায় ই এ যুক্তবর্ণ টি যদি শব্দের শুরুতে বসে তাহলে এর উচ্চারণ হবে অনেকটা “গ” বা “গ্য” আর শব্দের মধ্যে বা শেষে বসলে উচ্চারণ হবে “গগঁ” এর মত ।যেমন : জ্ঞাত (গ্যাতো) ,জ্ঞান (গ্যাঁন) , বিজ্ঞান (বিগগ্যাঁন ) অজ্ঞান (অগগাঁন) , বিজ্ঞ (বিগগোঁ) আরো আছে অজ্ঞ ,বিশেষজ্ঞ ইত্যাদি ।আশা করি বুঝতে পেরেছেন ।যদি আপনাকে ভালো লাগে তবে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন ।
ধন্যবাদ
- আরো পড়ুন- এইচএসসি-রেজাল্ট-২০২০
কিন্তু আমি বোঝতেছি না যে কিছু মেম্বার কেন পোস্টটাকে নিয়ে মজা করছেন?! ট্রিকবিডিতে যে এডিউকেশন নামে একটি ক্যাটেগরি আছে সেটা কি কমেন্ট দাতা ভাইয়াদের নজরে পরছে না নাকি? ট্রিকবিডিতে যদি এডিউকেশন নিয়ে পোস্ট করলে সমস্যা হয় তাহলে এডমিন প্যানেলকে রিপোর্ট করেন এডিউকেশন ক্যাটেগরিটা মুছে ফেলতে। আপনাদের মতো কমেন্ট দাতাদের কারনেই ট্রিকবিডি হতে অথররা চলে যায়!