তো চলুন দেখা যাক কিভাবে রেজাল্ট জানবেন প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাপটি ইন্সটল করুন অথবা প্লে স্টোরে গিয়ে PSC Result 2019 লিখে সার্চ দিলেই ২-৩ নাম্বারে পেয়ে যাবেন যেমন এখন আছে ৩ নাম্বারে।
1
2
3
এখানে রেজাল্ট সার্ভার 1 এ ক্লিক করুন
4
5
তারপর সমর্পন করুন এ ক্লিক দেওয়ার সাথে সাথেই রেজাল্ট চলে এসেছে
6
এটা হচ্ছে রেজাল্ট সার্ভার 2 যদি সার্ভার 1 এ কোন কারনে কোন সমস্যা হয় তাহলে সার্ভার 2 তে ক্লিক করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন
7
উপরে হবে পাশের সাল এবং নিচে হবে স্টুডেন্ট আইডি এগুলা দিয়ে সাবমিট এ ক্লিক করেন। ক্লিক করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন।
8
এটা হচ্ছে যেকোনো মোবাইলে সরাসরি এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানবেন তার নিয়ম। এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন।
9
হ্যাঁ ভাই অবশ্যই আছে। জেএসসি রেজাল্ট কিভাবে জানবেন ওইটা নিয়ে আমি কয়েকদিনের মধ্যে একটি পোস্ট করব ইনশাআল্লাহ
Server-1 : http://202.51.191.190:8431/
Server-2 : http://dperesult.teletalk.com.bd/
এই দুইটা গভমেন্ট সাইটকে এম্বেডেড করে দেওয়া হয়েছে।
যে App থেকেই রেজাল্ট চেক করা হোক না কেন, সব রিকুয়েস্ট এই দুইটা সাইটের কেন্দ্রীয় সার্ভারে আসবে। তাই সার্ভার ওভারলোডেড হয়ে গেলে যে App থেকেই রিকুয়েস্ট করা হোক না কেন সার্ভার বিজি দেখাবে।
যদি শিক্ষা বোর্ডের নিজস্ব কোন App থাকতো তাহলে হয়তো কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যেতো।
অনেকেই হয়তো Website এর চেয়ে App বেশি প্রেফার করে, তাদের জন্য সুবিধাজনক হবে।
আসলে প্লে স্টোরের অনেক App আমি নিজে ব্যবহার করছি কিন্তু সবগুলোর মধ্যে টা আমার কাছে একটু আলাদা মনে হইতেছে মানে আমার কাছে একটু বেশি ভালো লাগছে মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট জানতে পারছি এই জন্য শুধুমাত্র পোস্টটি করলাম ট্রিকবিডিতে যাতে সবার উপকার হয়।
imo +8801641568707
অথবা
Facebook
Facebook Id