২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব)
★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স (প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৮০ টাকা করে কেটে নেওয়া হবে)
★ আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আবেদন করতে এসএমএস করবেন যেভাবেমোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
DPRSC স্পেস Student ID স্পেস যে বিষয়ে অবেদন করা ইচ্ছুক সে বিষয় এর কোড
[b]উদাহরণঃDPRSC 123456798 111
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন
DPRCS স্পেস Yes স্পেস পিন নাম্বার স্পেস আপনার সাথে যোগাযোগ করা নাম্বারউদাহরণঃ DPRCS Yes 12345 01999XXXXXX
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আবেদনের সময়সীমাঃ ১৫ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবেনা।