২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন

★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব)

★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স (প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৮০ টাকা করে কেটে নেওয়া হবে)

★ আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আবেদন করতে এসএমএস করবেন যেভাবে

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

DPRSC স্পেস Student ID স্পেস যে বিষয়ে অবেদন করা ইচ্ছুক সে বিষয় এর কোড

[b]উদাহরণঃDPRSC 123456798 111

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন

DPRCS স্পেস Yes স্পেস পিন নাম্বার স্পেস আপনার সাথে যোগাযোগ করা নাম্বার

উদাহরণঃ DPRCS Yes 12345 01999XXXXXX

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমাঃ ১৫ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবেনা।

5 thoughts on "প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষা করবেন যেভাবে জেনে নিন।"

  1. Mim Akter Author says:
    Plz vaiya aktu bolen, jsc kibave korbo? Abong jsc er board challange er last date kobe?
    Plz apni jsc board challange niya akta post koren. Amr choto vaiyer ta korte hobe.
    Jsc Board challange er last date kobe, ta sure bolan.plz.
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      jsc পরিক্ষার রেজাল্ট পুনঃমূল্যায়ন করার নিয়ম জানতে এই পোষ্ট টা দেখেন। https://trickbd.com/jsc-exam-result/631468

      পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ০১-০১ –২০২০ তারিখ
      থেকে ০৭-০১-২০২০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট
      পর্যন্ত চলবে।

      ধন্যবাদ

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      welcome

Leave a Reply