আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের sentence সম্পকে আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে ২য় পব । প্রথম পবে আমরা বাক্যের অংশ,বাক্যের প্রকারভেদ ও Assertive sentence নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা অন্যান্য sentence নিয়ে আলোচনা করব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
Sentence কত প্রকার ও কি কি তা জেনে নিন নিচের ছবি থেকে । আর প্রথম পব দেখতে এখানে ক্লিক করুন ।
এই পবের মূল আলোচনা__
Interrogative sentence :-
যে বাক্য দ্বারা কোন কিছুর প্রশ্ন করাকে বোঝায় তাকে Interrogative sentence বলে । আর প্রতিটি Interrogative sentence এর পরে Note of interrogation (?) বা জিজ্ঞাসা চিহ্ন বসে । যেমন :-
How old are you?(তোমার বয়স কত?)
Wh question শব্দের তালিকা :- What(কি),which(কোনটি), whom(কাকে), when(কখন), how(কীভাবে/কেমন/কত), where(কোথায়), why(কেন), who(কে).
সাহায্যকারী verb এর তালিকা :-
am,is, are,was,were, have,has,had ,can,could ,shall, should , will,would, may,might,must, do,does,did .
Imperative sentence :-যে বাক্য দ্বারা আদেশ,উপদেশ, অনুরোধ, প্রস্তাব,নিষেধ ইত্যাদি বোঝায় । এই বাক্যে (you) উহ্য থাকে । যেমন :-
Do the work.(You do the work)
এই Sentence মূলত verb অথবা adverb দিয়ে শুরু হয় ।
optative sentence:-যে বাক্য দ্বারা প্রাথনা, আশিবাদ, অভিশাপ ইত্যাদি বোঝায় । Optative sentence সাধারণত May দ্বারা শুরু হয়। যেমন :-
May Allah help you.
Exclamatory sentence :-যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব বোঝায় । এই ধরনের বাক্যের শেষে Note of exclamation (!) বা বিষ্ময়বোধক চিহ্ন ব্যাবহার করা হয় । যেমন :-
What a great pitty it is !
তো এই ছিল আমার পক্ষ থেকে । পরবতী পবে গঠন অনুসারে বাক্য ৩ প্রকার ও কি কি ও এ সম্পকে অধিক জানব । ততদিন সুস্থ থাকুন । ভালো থাকুন । ধন্যবাদ ।