আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের “sentence” এর প্রকারভেদ সম্পকে আলাপ আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে আমার প্রথম পব । বাক্যের কয়টি অংশ ও বাক্য কত প্রকার ও কি কি তা আজকে জানব । সবকিছু একসাথে বিস্তারিত দিলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে । তাই পাট বাই পাট দেওয়ার চেষ্টা করলাম । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


আমাদের জীবনে আমরা বাক্যের সাথে খুবই পরিচিত । কয়েকটি শব্দ মিলে তৈরি হয় একটি বাক্য । ইংরেজিতে এই বাক্যকে বলা হয় sentence । এই sentence সম্পকে আমরা একটু বিস্তারিত জানব এই আটিকেলের মাধ্যমে ।

Sentence :- sentence বা বাক্যে ২টি অংশ থাকে । একটি হলো subject যার অথ হলো কতা অপরটি হলো predicate যার অথ হলো বিধেয় । বাক্যের প্রথমে যে verb থাকে তার আগের অংশ হলো কতা বা subject । অন্যাথায় বলা যায় যে, বাক্যে যে ব্যাক্তি সম্বন্ধে বলা হয় সেটিই কতা । যেমন :- I am a boy.(আমি একটি বালক)

বাক্যটিতে আমার সম্বন্ধে বলা হচ্ছে সুতরাং আমি অথাৎ ‘I’ হচ্ছে কতা বা subject ।

আর বাক্যে কতা সম্পকে যা কিছু বলা হয় তাই হচ্ছে Predicate বা বিধেয় । যেমন :- I am a boy. (আমি একজন বালক)

এই বাক্যটিতে কতা সম্পকে বলা হচ্ছে যে সে একজন বালক । সুতরাং একজন বালক অথাৎ ‘am a boy’ হচ্ছে Predicate বা বিধেয় ।

অন্যাথায় বলা যেতে পারে যে কতা ব্যাতীতে বাক্যের অন্য সকল অংশই বিধেয় । যেমন :-

He has changed his cloth.

বাক্যটিতে প্রথম verb হলো has তাই তার আগের অংশ অথাৎ he হলো কতা আর He এর পর থেকে বাক্যের শেষ পযন্ত অথাৎ ‘has changed his cloth’ হলো বিধেয় ।

The classification of sentence (বাক্যের প্রকারভেদ):-

অথ অনুসারে ইংরেজিতে বাক্য হলো ৫ প্রকার । যথা :-

১। assertive sentence
২। imperative sentence
৩। interrogative sentence
৪। optative sentence
৫। exclamatory sentence

আবার গঠন অনুসারে বাক্য তিন প্রকার । যথা :-

১। simple sentence
২। coplex sentence
৩। compound sentence


আজ এগুলো সম্পূণভাবে শেষ করা যাবে না । আজ শুধুমাত্র Assertive sentence নিয়ে একটু বিস্তারিত শিখব ।

Assertive sentence (বিবৃতিমূলক বাক্য):-

যে বাক্য দ্বারা কোন দ্বারা মনের বিবৃতি প্রকাশ করে সে বাক্যকে বলা হয় Assertive sentence । এই বাক্য দ্বারা কোন প্রশ্ন করা বা আদেশ করা ইত্যাদি বোঝায় না । যেমন :- We play football.

এই বাক্যের শেষে সবসময় Full stop (.) ব্যাবহার করা হয় ।

Assertive sentence কে আবার তিনভাবে উপস্থাপন করা যায় । যথা :-

১। Affirmative
২। Negative

৩। Emphatic

****Affirmative সবসময় হ্যাঁ বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We play football.(আমরা ফুটবল খেলি)

****Negative সবসময় না বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We donot play football.

****Emphatic সবসময় জোড়ালো বাক্যকে নিদেশ করে । যেমন :- We do play football.(আমরা ফুটবল খেলবই খেলব)

তো আমার পক্ষ থেকে আজ এ পযন্ত । পরবতী আটিকেল দ্রুত দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply