আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের “sentence” এর প্রকারভেদ সম্পকে আলাপ আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে আমার প্রথম পব । বাক্যের কয়টি অংশ ও বাক্য কত প্রকার ও কি কি তা আজকে জানব । সবকিছু একসাথে বিস্তারিত দিলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে । তাই পাট বাই পাট দেওয়ার চেষ্টা করলাম । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
আমাদের জীবনে আমরা বাক্যের সাথে খুবই পরিচিত । কয়েকটি শব্দ মিলে তৈরি হয় একটি বাক্য । ইংরেজিতে এই বাক্যকে বলা হয় sentence । এই sentence সম্পকে আমরা একটু বিস্তারিত জানব এই আটিকেলের মাধ্যমে ।
Sentence :- sentence বা বাক্যে ২টি অংশ থাকে । একটি হলো subject যার অথ হলো কতা অপরটি হলো predicate যার অথ হলো বিধেয় । বাক্যের প্রথমে যে verb থাকে তার আগের অংশ হলো কতা বা subject । অন্যাথায় বলা যায় যে, বাক্যে যে ব্যাক্তি সম্বন্ধে বলা হয় সেটিই কতা । যেমন :- I am a boy.(আমি একটি বালক)
বাক্যটিতে আমার সম্বন্ধে বলা হচ্ছে সুতরাং আমি অথাৎ ‘I’ হচ্ছে কতা বা subject ।
আর বাক্যে কতা সম্পকে যা কিছু বলা হয় তাই হচ্ছে Predicate বা বিধেয় । যেমন :- I am a boy. (আমি একজন বালক)
এই বাক্যটিতে কতা সম্পকে বলা হচ্ছে যে সে একজন বালক । সুতরাং একজন বালক অথাৎ ‘am a boy’ হচ্ছে Predicate বা বিধেয় ।
অন্যাথায় বলা যেতে পারে যে কতা ব্যাতীতে বাক্যের অন্য সকল অংশই বিধেয় । যেমন :-
He has changed his cloth.
বাক্যটিতে প্রথম verb হলো has তাই তার আগের অংশ অথাৎ he হলো কতা আর He এর পর থেকে বাক্যের শেষ পযন্ত অথাৎ ‘has changed his cloth’ হলো বিধেয় ।
The classification of sentence (বাক্যের প্রকারভেদ):-অথ অনুসারে ইংরেজিতে বাক্য হলো ৫ প্রকার । যথা :-
২। imperative sentence
৩। interrogative sentence
৪। optative sentence
৫। exclamatory sentence
আবার গঠন অনুসারে বাক্য তিন প্রকার । যথা :-
১। simple sentence
২। coplex sentence
৩। compound sentence
আজ এগুলো সম্পূণভাবে শেষ করা যাবে না । আজ শুধুমাত্র Assertive sentence নিয়ে একটু বিস্তারিত শিখব ।
যে বাক্য দ্বারা কোন দ্বারা মনের বিবৃতি প্রকাশ করে সে বাক্যকে বলা হয় Assertive sentence । এই বাক্য দ্বারা কোন প্রশ্ন করা বা আদেশ করা ইত্যাদি বোঝায় না । যেমন :- We play football.
এই বাক্যের শেষে সবসময় Full stop (.) ব্যাবহার করা হয় ।
Assertive sentence কে আবার তিনভাবে উপস্থাপন করা যায় । যথা :-
১। Affirmative
২। Negative
****Affirmative সবসময় হ্যাঁ বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We play football.(আমরা ফুটবল খেলি)
****Negative সবসময় না বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We donot play football.
****Emphatic সবসময় জোড়ালো বাক্যকে নিদেশ করে । যেমন :- We do play football.(আমরা ফুটবল খেলবই খেলব)
তো আমার পক্ষ থেকে আজ এ পযন্ত । পরবতী আটিকেল দ্রুত দেওয়ার চেষ্টা করব ।