Site icon Trickbd.com

ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [শেষ পব]

Unnamed

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের sentece নিয়ে আলোচনা করব । তবে আজকে ৩য় পব । ১ম ও ২য় পবের মাধ্যমে আমরা বাক্যের প্রকারভেদ ও গঠন অনুসারে বাক্য ৫প্রকার ও এগুলো সম্পকে বিস্তারিত জেনেছিলাম । আজ আমরা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি এবং এ সম্পকে বিস্তারিত জানব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

এই পোস্টের অন্যান্য পব

প্রথম পব
দ্বিতীয় পব

এই পবের মূল আলোচনা :-

গঠন অনুসারে বাক্য ৩ প্রকার । যথা :-

১। Simple sentence
২। Complex sentence
৩। Compound sentence

Simple sentence(সরল বাক্য) :-

যে বাক্যে একটি Subject ও একটি finite verb থাকে তাকে simple sentence বলে । যেমন :-

We won the match by 10 runs.

বাক্যটিতে একটি কতা We ও একটি finite verb “won” রয়েছে । সুতরাং এটি একটি Simple sentence ।

(১) দুটি বাক্যের দুটি Finite verb একত্রে করেও একটি Simple sentence তৈরি করা যায় । যেমন :-

They talk all night.They hear song all night.

=They talk and hear song all night.

(২) দুটি একই জাতীয় বাক্যের গুণবাচক শব্দ বা Adjective যুক্ত করে Simple sentence গঠন করা যায় । যেমন :-

It was very high.It was very heavy.
=It was very high and heavy.

(৩) একই জাতীয় বাক্যের দুটি ভিন্ন subject যাদের উদ্দেশ্য একই থাকে । এই ধরনের subject দুটি একত্রে করে Simple sentence গঠিত করা যায় । যেমন :-

He goes to school.Raj goes to school.
=He and Raj goes to school.

Compound sentence :-

যখন কোন বাক্য একাধিক Principal clause,Coordinating conjunction দ্বারা যুক্ত করা হয় তখন তাকে Compound sentence বলে । যেমন :-

We went to Dhaka and visit the railway station.

বাক্যটিতে দুটি বাক্য Principal clause (and) দ্বারা যুক্ত করা হয়েছে । তাই এটি compound sentece ।

Complex sentence :-

যে বাক্যে একাধিক Principal clause ও Subordinate clause থাকে তাকে Complex sentence বলে । যেমন :-

I have a pen which is black.

বাক্যটিতে Which is black হলো subordinate clause । তাই এটি Complex sentence ।

তো এই ছিল আজকে আমার পক্ষ থেকে । পরবতীতে Subordinate,ordinate, principal clause নিয়ে পোস্ট দিব ইনশাল্লাহ ।