একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শেষ হয়ে গত মাসে এবং আবেদন এর রেজাল্ট বের হয়েছে গত ২৯শে জানুয়ারীতে এবং ২য় পর্যায়ের আবেদন শুরু হয়েছে এবং আছকেই রাত ৮ টা পর্যন্ত আবেদন এর শেষ সময়

যারা ১ম পর্যায়ের আবেদন আবেদন করেননি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে এছাড়া যারা কলেজে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেনি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে।

আর যারা প্রথম পর্যায়ে আবেদন করেছেন কিন্তু কোন কলেজে নির্বাচিত হননি তাদের আর আবেদন করতে হবে না শুধু মাত্র আগে আবেদন টা সংশোধন করতে হবে এর জন্য কোনো ফি জমা দিতে হবে না

২য় পর্যায়ের আবেদন ফিঃ

বিকাশ
নগদ
রকেট
শিওরক্যাশ

এছাড়াও টেলিটক সিম ও সোনালী ব্যাংক এর মাধ্যমে ফি জমা দিয়া যাবে..!!

আবেদন ফি দিয়ার নিয়ম জানতে এখানে ক্লিক করুন.!

এছাড়া একাদশ শ্রেনিতে ২য় পর্যায়ের আবেদন কি ভাবে করবে তা জানতে এখানে ক্লিক করুন.!

আবেদন করতে বা আবেদন করতে যে কোনো সমস্যা হলে ফেসবুক এ আমাকে Message দিন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

3 thoughts on "একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শুরু হয়েছে আছ রাত ৮টার শেষ সময় বিস্তারিত পোস্ট"

  1. SGR Author says:
    ২ য় পর্যায় হবে ?
  2. MD FAYSAL Contributor says:
    ধন্যবাদ পোস্ট করার জন্য
  3. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ ?

Leave a Reply