আজকে যে বিষয়ে লিখব সেটা হলো
পরা শোনায় কিভাবে মনযোগি হব
ছাত্র ছাত্রীদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পরাশোনায় কিভাবে মনযোগ দেয়া যায়।
বা লেখা পরায় মনযোগ বৃদ্ধির উপায় কী?
দেখুন যদিও আপনি মনযোগে পরাশোনা করতে চাইছেন তাহলে পরাশোনার সঠিক নিয়মকানুন গুলো আপনাকে জানতে হবে।
পরা শুনা শুরু করার আগে ছাত্র ছাত্রীদের মনে এটা বিশ্বাস রাখতে হবে যে আমি পরব এবং জীবনে পরাশোনা ছাড়া কিছু নেই।
তাই আমারা যত বর উদ্দেশ্য রাখিনা কেন জীবনে সেটা পূরণ করতে হলে আমাদের পরাশোনা ভালো করে করতেই হবে।
তাই এটা মেনে চলতে পারলেই মনে মারাত্মক ভাব জেগে উঠবে এবং লেখা পরার প্রতি আগ্রহ বারবে।
যদি পরা নিয়ে আগ্রহ না থাকে তাহলে বেশিক্ষণ পরালেখায় মন থাকবে না।ফলে ছাত্র ছাত্রীর মনে হতাশা জন্ম নিবে।
তাই এই টিপস গুলো গুরুত্বপূর্ণ
চলুন উপায়গুলো সম্পর্কে বিস্তারিত দেখে আসি।
তাহল চলুন
পরাশুনা করার জন্য নির্দিষ্ট রুটিন করে নিলে পরতে আনেক সুবিধা হবে। কারন এতে কখনো কি বিষয়ে পরতে হবে সেটা আগে থেকে জানা থাকে। রুটিন বানানো না থাকলে বা টাইম টেবিল ঠিক না থাকলে সব বই একসঙ্গে নিয়ে বসে ছাত্র ছাত্রীরা বিভ্রান্তে পরে যায়।
পরার জায়গা বেশি গরম বা ঠান্ডা যাতে না হয়।যদি পরা যায়গা শান্তি পরিবেশ না হয় চিল্লাচিল্লি বা টিভি ইত্যাদি চালানো থাকে তাহলে যত মন দিয়ে পরুকনা কেন পরা শিখা হবে না।তাই মন দিয়ে পরার জন্য জায়গা শান্তি পূর্ণ ও পরিস্কার হতে হবে।
আমরা শারীরিক ভাবে যতই ঠিক থাকিনা কেন মানসিক ভাবে সুস্থ থাকা অনেক জরুরি।তাই মোডিটেসন খুব জরুরি।
আমরা যে কোনো কাজ যদি লাগাতার করে থাকি এটা কিন্তু অবশ্যই খুব খারাপ। তাই পরার মাঝে মাঝে বিরতি রাখা জরুরি।
নোটিশ বানাতে থাকলে পরা শিখতে এবং বুঝতে সুবিধা হয়।
যদি গত তিন বা পাচ বছরের পুরোনো গুলো পরিক্ষার সময় সুচি হিসাবে সমাধান করতে পারেন।
দিনে ভাগে অনেক পরায় মন বসতে আসুবিদা হয়ে থাকে। সেটা মনে থাকেনা হ
তবে অনেক বাচ্চারা যখন খুব ভোরে পরতে বসে তখন কিন্তু দারুণ মনযোগে তারা পরে।
এছাড়া ভোরের সময় অনেক তারাতারি পরি মনে হয়ে যায়।তাই পরা মনে রাখতে যদি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ভোরে পরার চেষ্টা করুন। Click