আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।
আগের পর্ব ??
[গার্মেন্টস ep24] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-02)
বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-03)
মেজর ডিফেক্ট কি?
মেজর ডিফেক্ট জানতে হলে দেখে নিন এখনে ক্লিক করে ☞ (ডিফেক্ট)
মেজর ডিফেক্ট/অল্টার কত প্রকার ও কি কি?
মেজর অল্টার অনেক ধরনের হয় ৷
যথাঃ
আন ইভেন সেপ:
যে কোন কাঠামো কে সেপ বলে ৷
সে বিভিন্ন গার্মেন্টস ও গার্মেন্টস ছাড়াও হয় ৷
আন সেপ: যে কোন গার্মেন্টস অসমান কাঠামোকে আন ইভেন সেপ বলে ৷
⇡⇡ছবি ইভেন ও আন ইভেন সেপ ৷
আন ইভেন লব:
যে কোন গার্মেন্টস এর সুইং টপ স্টিচ দেওয়ার পর যে গ্যাব থাকে তাকে লব বলে ৷
একটি গার্মেন্টস এর যে কোন টপ স্টিস দেওয়ার পর যদি সেলাই কথাও চিকন কথাও মোটা হওয়াকে আন ইভেন লব বলে ৷
বুঝতে অশুবিধা হলে ছবির দিকে লক্ষ করুন ৷
ছবি ইভেন ও আন ইভেন লব ⇡⇡
আন ইভেন স্টিচ:
যে কোন গার্মেন্টস সেলাই এর সুতাকে স্টিচ বলে ৷
সেলাই আকা-বাকা কে আন ইভেন স্টিচ বলে ৷
ছবি আন ইভেন স্টিচ ⇪⇪
হাফ বার্টেক:
বার্টেক অর্ধেক কে হাফ বার্টেক বলে ৷
ছবি বার্টেক ↺↻
হাফ স্টিচ:
হাফ স্টিচ বাটন বাটন হোল এর ক্ষেত্রে দেখা যায় ৷ বাটনের এক পাশে স্টিচ থাকে অন্য পাশে থাকে না তাকে হাফ স্টিচ বলে ৷
ছবি হাফ স্টিচ \\
শিয়ারিং:
যে কোন গার্মেন্টস এ একাধিং কুচি থাকলেই বুঝবেল শিয়ারিং ৷
ছবি শিয়ারিং ⇈
পাকারিং:
এটাও শিয়ারিং এর মতই তবে পাকে পাকে দড়ির মতো দেখা যায় ৷ (নোট: নিচের ছবির দিকে লক্ষ করুন) ৷
ছবি পাকারিং গার্মেন্টস ||
ওপেন সেয়াম/খোলা
যে কোন গার্মেন্টস পার্চ সেলাই করার পর সেলাই অংশে খোলা থাকলে তাকে ওপেন সেয়াম বলে ৷
ছবি ওপেন সেয়াম
নেডেল হোল:
নেডেল বা সুই থেকে যে হোল হয় তাকে নেডেল হোল/কাট বলে ৷
ছবি নেডেল কাট/হোল ৷
পরের পর্ব খুব শিগ্রহই আসছে…
উপরে আলোচিত বিষয়ে কার কোন সন্দেহ থাকলে কমেন্ট করুন যত খন সন্দেহ দুর না হয়ছে ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com
ধন্যবাদ আপনাকে ৷