আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।

আগের পর্ব ??

 [গার্মেন্টস ep24] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-02)

 

বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-03)

 

মেজর ডিফেক্ট কি?

মেজর ডিফেক্ট  জানতে হলে দেখে নিন এখনে ক্লিক করে ☞ (ডিফেক্ট)  

 

মেজর ডিফেক্ট/অল্টার কত প্রকার ও কি কি? 

মেজর অল্টার অনেক ধরনের হয় ৷ 

যথাঃ

আন ইভেন সেপ: 

যে কোন কাঠামো কে সেপ বলে ৷ 

সে বিভিন্ন গার্মেন্টস ও গার্মেন্টস ছাড়াও হয় ৷ 

আন সেপ: যে কোন গার্মেন্টস অসমান কাঠামোকে আন ইভেন সেপ বলে ৷

picked

⇡⇡ছবি ইভেন ও  আন ইভেন সেপ ৷

আন ইভেন লব:

যে কোন গার্মেন্টস এর সুইং টপ স্টিচ দেওয়ার পর যে গ্যাব থাকে তাকে লব বলে ৷ 

একটি গার্মেন্টস এর যে কোন টপ স্টিস দেওয়ার পর যদি সেলাই কথাও চিকন কথাও মোটা হওয়াকে আন ইভেন লব বলে ৷

বুঝতে অশুবিধা হলে ছবির দিকে লক্ষ করুন ৷

picked

ছবি ইভেন ও আন ইভেন লব  ⇡⇡

 

আন ইভেন স্টিচ:

যে কোন গার্মেন্টস সেলাই এর সুতাকে স্টিচ বলে ৷ 

সেলাই আকা-বাকা কে আন ইভেন স্টিচ বলে ৷

IMG_20221019_173713_8931143647157816393

ছবি আন ইভেন স্টিচ ⇪⇪

 

হাফ বার্টেক:

বার্টেক অর্ধেক কে হাফ বার্টেক বলে ৷

picked

ছবি বার্টেক ↺↻

 

হাফ স্টিচ:

হাফ স্টিচ বাটন বাটন হোল এর ক্ষেত্রে দেখা যায় ৷ বাটনের এক পাশে স্টিচ থাকে অন্য পাশে থাকে না তাকে হাফ স্টিচ বলে ৷

IMG_20221019_173434_7056225012345555028

ছবি হাফ স্টিচ \\

 

শিয়ারিং:

যে কোন গার্মেন্টস এ একাধিং কুচি থাকলেই বুঝবেল শিয়ারিং ৷ 

picked

ছবি শিয়ারিং ⇈

 

পাকারিং:

এটাও শিয়ারিং এর মতই তবে পাকে পাকে দড়ির মতো দেখা যায় ৷ (নোট: নিচের ছবির দিকে লক্ষ করুন) ৷

picked

ছবি পাকারিং গার্মেন্টস || 

 

ওপেন সেয়াম/খোলা

যে কোন গার্মেন্টস পার্চ সেলাই করার পর সেলাই অংশে খোলা থাকলে তাকে ওপেন সেয়াম বলে ৷

picked

ছবি ওপেন সেয়াম 

নেডেল হোল:
নেডেল বা সুই থেকে যে হোল হয় তাকে নেডেল হোল/কাট বলে ৷

picked
ছবি নেডেল কাট/হোল ৷

পরের পর্ব খুব শিগ্রহই আসছে…

 

উপরে আলোচিত বিষয়ে কার কোন সন্দেহ থাকলে কমেন্ট করুন যত খন সন্দেহ দুর না হয়ছে ৷ 

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার  সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com

ধন্যবাদ আপনাকে ৷ 

 

15 thoughts on "[গার্মেন্টস ep-25] ধারবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-03)"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ পরবর্তী টি এর জন্য অপেক্ষায় রইলাম
    1. soponbd.ga Author Post Creator says:
      আপনাকেউ ধন্যবাদ ৷ পরবর্তী পর্ব আসতে দেরি হবে এক সপ্তাহ লাগতে পারে ৷ কেননা গার্মেন্টস কোন এপস বা প্রগ্রাম নয় মন চাইলেই সংগ্রহ করা যায় ৷ এটা তৈরী করতে করতে হলে অনেক কস্ট করতে হয় আমাকে ৷ এর থেকে সহজ যে কোন এপস,মোবাইল রিভিউ, ইত্যাদি বিষয় ৷
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      ওহ আচ্ছা ধন্যবাদ
  2. Adhish-ABS Author says:
    apnake dhonnobad onek kosto kore post likhen
  3. Ashraful Author says:
    Nice. Agiye jan.
    1. Shamim Author Post Creator says:
      দোয়া করেন?
  4. Hasib Contributor says:
    ভাই ভালো কাপড়, জিন্স চিনার উপর একটা পোস্ট দিয়েন তো! ?
    1. Shamim Author Post Creator says:
      ভালো কাপর না জিন্স প্যান্ট চেনার উপায় ৷
  5. Hasib Contributor says:
    দুই টাই, যদি সম্ভব হয় !
    1. Shamim Author Post Creator says:
      চোস্টা করবো ৷
  6. এদিকে এপিসোড ১ থেকে ২৪ না পড়ে ২৫ নাম্বারটা পড়া আমি….?
    1. Shamim Author Post Creator says:
      আগের পর্ব দেখুন ১-২৪ পর্বের লিং দেওয়া আছে ৷
      https://trickbd.com/technology-updates/813236
  7. সোহেল Author says:
    Garments quality niay kono course apner jana ase kina? Full Detalis A to Z kibabe sikhbo.. Apner post gola 70% ami jani./. Ami Chay advanced sikhte
    1. Shamim Author Post Creator says:
      Oh.. গার্মেন্টস রিপোর্ট ও পোডাকশন শুধুই Advance হয় ৷ আমি যেগুলা দিয়েছি এগুলা কমন অল্টার, যা প্রতিটি গার্মেন্টসে থাকে ৷ আরো অনেক অল্টার আছে যেগুলার নাম জানা আছে কিনতু ছবি সহ দেখাতে পারবো না ৷ যদি ছবি ছাড়া নাম জানতে চান তাহলে পরের পোস্ট এ জানাতে পারবো ৷

Leave a Reply